শিরোনাম
◈ জুলাই যোদ্ধাদের দাবিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে: আলী রীয়াজ ◈ সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় পুলিশ-‘জুলাই যোদ্ধা’ সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া (ভিডিও) ◈ ৫ বছর মেয়াদি পরিকল্পনা গাজা পুনর্গঠনে, ব্যয় ৬৭ বিলিয়ন ডলার ◈ পক্ষপাতমূলক আচরণে বিএনপির সন্দেহের তালিকায় উপদেষ্টারা কারা ◈ ত্রিপুরায় তিন বাংলাদেশি নাগরিকের নৃশংস হত্যাকাণ্ডে তীব্র নিন্দা বাংলাদেশের ◈ রাকসুতে কে কোন পদে জিতলেন ◈ তোমার মাথার দাম ১০ কোটি, ফোন করে বলেছিল আমাকে : সালাউদ্দিন আম্মার ◈ এবার ভেনেজুয়েলায় অভিযান চালাতে সিআইএকে অনুমোদন ট্রাম্পের ◈ ইরানের নতুন ড্রোন 'আরশ-২' ইসরাইল-আমেরিকার যেকোনো ঘাঁটি ধ্বংসের সক্ষমতা! ◈ ‌দে‌শের রাজনী‌তি চল‌ছে কোন প‌থে,  নিরপেক্ষতার প্রশ্নে বিএনপি, জামায়াত ও এনসিপি কি সরকারের মুখােমুখি?

প্রকাশিত : ১৪ অক্টোবর, ২০২৫, ০৬:০৮ বিকাল
আপডেট : ১৫ অক্টোবর, ২০২৫, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০, ঢাকায় কোয়ার্টার ফাইনালে জারিফ আবরার

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০, ঢাকা প্রতিযোগিতায় বাংলাদেশের পতাকা উঁচিয়ে ধরেছেন তরুণ তারকা জারিফ আবরার। রমনায় জাতীয় টেনিস কমপ্লেক্সে অনুষ্ঠিত এই টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছেন তিনি। সিঙ্গাপুরের অর্জন সিং-কে হারিয়ে শেষ আটে নিজের জায়গা নিশ্চিত করেন জারিফ।

প্রত্যাশা পূরণ করে জারিফ আবরার প্রথম সেটটি সহজেই ৬-২ গেমে জিতে নেন। দ্বিতীয় সেটে অর্জন সিং কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও, ৬-৪ গেমে সেটটি জিতে টুর্নামেন্টের শেষ আটে নাম লেখান বাংলাদেশের এই খেলোয়াড়।

কোয়ার্টার ফাইনালে জারিফের সামনে কঠিন পরীক্ষা। তার প্রতিপক্ষ হিসেবে থাকছেন টুর্নামেন্টের দ্বিতীয় র‌্যাঙ্কিংয়ের খেলোয়াড় ভারতের শৌনক চ্যাটার্জি। শৌনক তাঁর দ্বিতীয় রাউন্ডের ম্যাচে যুক্তরাষ্ট্রের থিরুমুরথিকে পরাজিত করে এসেছেন। থিরুমুরথি প্রথম সেটে ৭-৫ গেমে জিতলেও, শৌনক দ্বিতীয় সেট ৬-০ গেমে জেতেন। এরপর তৃতীয় সেটে শৌনক ১-০ গেমে এগিয়ে থাকার সময় থিরুমুরথি ইনজুরির কারণে খেলা ছেড়ে দেওয়ায় শৌনক শেষ আটে ওঠেন।

বালক এককে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করা অন্য খেলোয়াড়দের মধ্যে রয়েছেন টুর্নামেন্টের শীর্ষ র‌্যাঙ্কিংয়ের খেলোয়াড় চীনের চুয়ান ডিং, সিঙ্গাপুরের রবার্ট, ভারতের তেজাস রাভি, হংকং এর চুন লি, থাইল্যান্ডের লিকুল এবং যুক্তরাজ্যের কামাল হাকিম।

এদিকে, বালিকা এককে বাংলাদেশের যাত্রা দ্বিতীয় রাউন্ডেই থেমেছে। সুমাইয়া আক্তার ও হালিমা জাহান উভয়ই পরাজিত হয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছেন।

 সুমাইয়া মালদ্বীপের আসাল আজিমের কাছে ৩-৬, ২-৬ গেমে পরাজিত হন। অন্যদিকে, হালিমা জাহান চীনের তিয়ানরান ডং-এর বিপক্ষে ০-৬, ২-৬ গেমে ম্যাচ হেরে যান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়