শিরোনাম

প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর, ২০২৫, ১১:৪৬ রাত
আপডেট : ২৬ সেপ্টেম্বর, ২০২৫, ১১:০২ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

তৃতীয় বাংলা‌দে‌শি বোলার হি‌সে‌বে তাসকিনের শততম উই‌কেট

স্পোর্টস ডেস্ক : আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরুর পর থেকেই অনেক রেকর্ড নিজের করে নিয়েছেন তাসকিন আহমেদ। এবার আরও একটি মাইলফলক স্পর্শ করলেন টাইগার এ পেসার। 

বাংলাদেশের তৃতীয় বোলার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে একশো উইকেট শিকার করলেন তাসকিন। এশিয়া কাপে সুপার ফোরের ম্যাচে পাকিস্তানের বিপক্ষে প্রথম ওভারেই মাইলফলক স্পর্শ করেন টাইগার এ পেসার। শাহিবজাদা ফারহানকে রিশাদ হোসেনের হাতে ক্যাচ দিতে বাধ্য করেন তাসকিন। 

বাংলাদেশের তৃতীয় বোলার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে একশো উইকেট শিকার করলেন তাসকিন। তার আগে সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান এই মাইলফলক স্পর্শ করেন। সব দেশ মিলিয়ে তাসকিন এই মাইলফলকে ২৬তম। দ্বিতীয় বাংলাদেশি পেসার হিসেবে তাসকিন নিলেন একশো উইকেট।

  • সর্বশেষ
  • জনপ্রিয়