শিরোনাম
◈ বাজারে বেড়েছে খোলা সয়াবিন ও পাম তেলের দাম ◈ বিশ্বনেতাদের সঙ্গে ড. ইউনূসের বৈঠক দ্বিপাক্ষিক সম্পর্ককে উচ্চমাত্রায় নিয়ে গেছে: প্রেস সচিব ◈ গাজায় স্থায়ী যুদ্ধবিরতি এবং সেনা প্রত্যাহার: ট্রাম্পের ২১ পয়েন্টের প্রস্তাবনা ◈ সিজারের সময় রোগীর মূত্রথলি ও ভুঁড়ি কাটলেন ভুয়া চিকিৎসক ◈ ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, শত্রুর অস্থিরতা প্রতিরোধ করতে সবাইকে কাজ করতে হবে: মির্জা ফখরুল ◈ আসলেই কি তেলাপিয়া জান্নাতি মাছ? যা বলছেন বিশেষজ্ঞ আলেম ◈ ভিসা জটিলতায় বিপাকে বাংলাদেশি গবেষকরা, অস্ট্রেলিয়া কনফারেন্সেও যোগ দিতে ব্যর্থ অনেকেই! ◈ নিউইয়র্কে বিমানবন্দরে হেনস্তা : কারণ জানালেন জামায়াত নেতা ডা. তাহের ◈ রোগী ভাগাভাগি নিয়ে ঢাকা মেডিকেল কলেজে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৭ ◈ বাংলাদেশে আরেকজন স্বৈরশাসকের উত্থান রোধ করাই সংস্কারগুলোর লক্ষ্য: প্রধান উপদেষ্টার

প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর, ২০২৫, ১০:৫০ দুপুর
আপডেট : ২৫ সেপ্টেম্বর, ২০২৫, ০২:১৩ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

ভার‌তের কা‌ছে হে‌রে ছিটকে যাইনি, পাকিস্তানের বিরু‌দ্ধে জিতে ফাইনাল খেলতে পারি: জাকের আ‌লি

স্পোর্টস ডেস্ক :এ‌শিয়া কা‌পের সুপার ফো‌রে ভারত ম্যাচের ভুল থেকে শিক্ষা নিয়ে পাকিস্তানের বিপক্ষে জিততে চান বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক জাকের আলী অনিক।

টস জিতে আগে ব্যাটিং করে শুরুটা দারুণ করে ভারত। ওপেনিং জুটিতেই দলটি তোলে ৭৭ রান। অভিষেক শর্মা এবং শুভমান গিলের ঝড়ো ব্যাটিংয়ে এমন সূচনা পায় বাংলাদেশ। এরপর রিশাদ হোসেন পরপর দুই ওভারে তুলে নেন ১৯ বলে ২৯ রান করা গিল এবং তিন নম্বরে প্রোমোশন পাওয়া শিভম দুবেকে। --- ক্রিক‌ফ্রেঞ্জি

এরপর ১১ বলে পাঁচ রান করা সূর্যকুমার যাদবকে ফিরিয়ে ম্যাচ জমিয়ে দেন মুস্তাফিজুর রহমান। তানজিম হাসান সাকিব বিদায় করেন তিলক ভার্মাকে। হার্দিক পান্ডিয়ার ২৯ বলে ৩৮ রানের সুবাদে শেষ পর্যন্ত ছয় উইকেটে ১৬৮ রান তোলে ভারত। দারুণ শুরু পাওয়া ভারতের রানের লাগাম ধরে রাখতে বড় ভূমিকা রাখেন ২৭ রানে দুই উইকেট নেয়া রিশাদ। সাইফ হাসান দুই ওভারে মাত্র সাত রান দিলেও উইকেট পাননি।

লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে তানজিদ হাসান তামিমকে হারালেও সাইফের সৌজন্যে রান তুলতে থাকে বাংলাদেশ। ১৯ বলে ২১ রান করা পারভেজ হোসেন ইমন কুলদিপ যাদবের বলে ফিরে যাওয়ার পর থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারায় বাংলাদেশ।

সাইফ হাসান ৫১ বলে ৬৯ রান করেন। ১৯.৩ ওভারে ১২৭ রানে গুঁটিয়ে যায় বাংলাদেশ। কুলদিপ, বরুণ চক্রবর্তী এবং জসপ্রিত বুমরাহর সামনে পুরোপুরি অসহায় ছিলেন তাওহীদ হৃদয় (৭), শামীম পাটোয়ারি (০), জাকের (৪) এবং মোহাম্মদ সাইফউদ্দিনরা (৪)।

ম্যাচ শেষে জাকের বলেন, 'এটা বেশ বিস্ময়কর, কিন্তু আমি প্রস্তুতি নিয়েছিলাম। বোলিংয়ে পুরো কৃতিত্ব ছেলেদেরই প্রাপ্য, দশ ওভারের পর তারা দারুণভাবে মানিয়ে নিয়েছিল। এই ম্যাচ থেকে অনেক কিছু নেওয়ার আছে, আমাদের আগামীকাল আরেকটি ম্যাচ আছে।

এই ম্যাচে শেখ মেহেদীকে খেলায়নি বাংলাদেশ। তার জায়গায় দলে আসেন রিশাদ হোসেন। তাসকিন আহমেদও ছিলেন বেঞ্চে। পাকিস্তানের বিপক্ষে তাকেও খেলাতে পারে বাংলাদেশ। অধিনায়ক লিটন সাইড স্ট্রেইনের চোটে থাকায় অধিনায়কত্ব করতে হয় জাকেরকে।

ভারপ্রাপ্ত অধিনায়ক আরো বলেন, 'আমাদের মনে রাখতে হবে যে আমরা আগামীকাল জিততে পারি এবং ফাইনাল খেলতে পারি। দেখি কী ধরনের কম্বিনেশনে নামি, তবে আমরা আমাদের সর্বোচ্চটা দেয়ার চেষ্টা করব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়