স্পোর্টস ডেস্ক : চার দলই একটি করে ম্যাচ খেলে ফেলেছে। এশিয়া কাপের সুপার ফোরে প্রথম দু’টি ম্যাচ হয়ে গিয়েছে। প্রথম ম্যাচে বাংলাদেশের কাছে হেরেছে শ্রীলঙ্কা। দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে হারিয়েছে ভারত।
পাকিস্তান হারলেও এখনও এশিয়া কাপের ফাইনালে ওঠার সুযোগ রয়েছে তাদের। ভারত যা খেলছে তাতে তাদের ফাইনালে ওঠার সম্ভাবনা সবচেয়ে বেশি। ফাইনালে আবার ভারত-পাকিস্তান মুখোমুখি হতে পারে। তবে তার জন্য পাকিস্তানের সামনে রয়েছে এক অঙ্ক। -- আনন্দবাজার
এই পরিস্থিতিতে এশিয়া কাপের পয়েন্ট তালিকায় কোন দল কোথায় রয়েছে, তা এক নজরে দেখে নেওয়া যাক। সুপার ফোরের চার দল প্রত্যেকে প্রত্যেকের বিরুদ্ধে খেলবে। তার পর পয়েন্টের বিচারে প্রথম ও দ্বিতীয় স্থানে শেষ করা দল ফাইনালে উঠবে। তাই প্রতিটি ম্যাচই সমান গুরুত্বপূর্ণ।
১) ভারত (২ পয়েন্ট, নেট রানরেট +০.৬৮৯)
এশিয়া কাপের সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে খেলেছে ভারত। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭১ রান করে পাকিস্তান। জবাবে সাত বল বাকি থাকতে সেই রান তুলে নেয় ভারত। ৬ উইকেটে জেতে তারা। অভিষেক শর্মা ও শুভমন গিলের ওপেনিং জুটির কোনও জবাব পাকিস্তানের বোলারদের কাছে ছিল না। এই জয়ের পর পয়েন্ট তালিকায় সকলের উপরে রয়েছে ভারত। তাদের নেট রানরেট সকলের থেকে বেশি।
২) বাংলাদেশ (২ পয়েন্ট, নেট রানরেট +০.১২১)
সুপার ফোরের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়েছে বাংলাদেশ। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬৮ রান করে শ্রীলঙ্কা। এক বল বাকি থাকতে রান তাড়া করে জিতে নেয় বাংলাদেশ। ৪ উইকেটে জেতে তারা। তবে ভারত আরও ভাল ভাবে জেতায় তাদের নেট রানরেট বেশি। ফলে বাংলাদেশের উপরে তারা।
৩) শ্রীলঙ্কা (০ পয়েন্ট, নেট রানরেট -০.১২১)
সুপার ফোরে এখনও পয়েন্টের খাতা খুলতে পারেনি শ্রীলঙ্কা। বাংলাদেশের কাছে হেরেছে তারা। তিন নম্বরে রয়েছে শ্রীলঙ্কা। তাদের পরের ম্যাচ মঙ্গলবার। প্রতিপক্ষ পাকিস্তান।
৪) পাকিস্তান (০ পয়েন্ট, নেট রানরেট -০.৬৮৯)
ভারতের কাছে হারের পর পয়েন্ট তালিকায় সকলের নীচে পাকিস্তান। ভারত ভাল ভাবে জেতায় নেট রানরেটও অনেকটা কম সলমন আলি আঘাদের। এই পরিস্থিতি থেকে পাকিস্তানের ফাইনালে ওঠার লড়াই কঠিন।
এই পরিস্থিতি থেকে পাকিস্তানকে ফাইনালে উঠতে হলে প্রথমে তাদের পরের দু’টি ম্যাচ জিততে হবে। মঙ্গলবার শ্রীলঙ্কার মুখোমুখি পাকিস্তান। বৃহস্পতিবার তাদের খেলা বাংলাদেশের বিরুদ্ধে। পাকিস্তান যদি এই দু’টি ম্যাচ জেতে তা হলে তাদের পয়েন্ট হবে ৪। বাংলাদেশ-পাকিস্তান ম্যাচের আগে ভারত খেলবে বাংলাদেশের বিরুদ্ধে। সেই ম্যাচ ভারত জিতলে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ হবে সেমিফাইনাল। যে দল জিতবে সেই দল ফাইনালে উঠবে।