স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়ন্স লিগে মঙ্গলবার কারাবাখের বিপক্ষে ৩-২ গোলে হারে বেনফিকা। যেখানে দুই গোলের লিড ধরে রাখতে ব্যর্থ হয় দল, তারপরই বরখাস্ত হন ব্রুনো লাজে। এরপর নতুন কোচ খোঁজার দৌড়ে সবচেয়ে আলোচিত নাম এখন মরিনহো।
গত আগস্টে ফেনারবাচে থেকে বিদায় নেওয়া এই পর্তুগিজ কোচ বেনফিকার দায়িত্ব নিতে আগ্রহ প্রকাশ করেছেন। যদিও এখনো চুক্তি চূড়ান্ত হয়নি, আলোচনার বিষয়টি নিশ্চিত করেছে একাধিক সূত্র। ২০০৪ সালে এফসি পোর্তো ছেড়ে চেলসির কোচ হওয়ার পর থেকে আর কখনো পর্তুগালে স্থায়ীভাবে ফেরেননি তিনি।
তবে ৬২ বছর বয়সী মরিনহোর সঙ্গে বেনফিকার বিশেষ সম্পর্ক আছে। ২০০০ সালে মাত্র ১০ ম্যাচ পরিচালনার পরই সেখান থেকে তার কোচিং ক্যারিয়ার শুরু হয়েছিল, যেখান থেকে ধাপে ধাপে তিনি পৌঁছান বিশ্ব ফুটবলের অন্যতম সফল ম্যানেজারের আসনে।