শিরোনাম

প্রকাশিত : ১১ সেপ্টেম্বর, ২০২৫, ১২:৩৬ দুপুর
আপডেট : ১১ সেপ্টেম্বর, ২০২৫, ১১:৩০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

‎ অ‌স্থির নেপাল থেকে দেশে ফিরলো বাংলাদেশ ফুটবল দল

স্পোর্টস ডেস্ক :  বাংলাদেশ ফুটবল দল বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষ ফ্লাইটে নেপাল থেকে দেশে ফিরেছে। বৃহস্পতিবার কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিকেল সাড়ে চারটায় ঢাকার কুর্মিটোলা সামরিক বিমানবন্দরে পা রাখেন ফুটবলাররা।

দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে চলতি মাসের শুরুতে নেপাল সফরে গিয়েছিল হাভিয়ের কাবরেরার দল। গত ৬ সেপ্টেম্বর দু’দলের প্রথম ম্যাচটি গোলশূন্য ড্র হয়। পরের ম্যাচটি হওয়ার কথা ছিল গত মঙ্গলবার।

কিন্তু নেপালে সরকারের দুর্নীতি ও অব্যবস্থাপনার বিরুদ্ধে বিক্ষোভের কারণে ম্যাচটি বাতিল করে কর্তৃপক্ষ। তখন থেকেই হোটেলে আটকা পড়েন জাতীয় দলের ফুটবলাররা। মঙ্গলবার বিক্ষোভ অগ্নিসংযোগ ও সহিংসতায় রূপ নিলে দেশটির প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি পদত্যাগ করেন। 

সহিংসতার জেরে সে সময় বন্ধ করে দেওয়া হয় ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর। এরপর বুধবার সন্ধ্যায় তা আবার চালু করে দেওয়া হয়।

জামাল ভূঁইয়াদের দেশে ফেরাতে বিশেষ বিমানের ব্যবস্থা করার চেষ্টা করেছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। কিন্তু সেটা না হওয়ায় বৃহস্পতিবার বিমানবাহিনীর একটি কার্গো বিমান খেলোয়াড়দের দেশে ফেরাতে নেপালে যায়।

আগামী অক্টোবরে এশিয়ান কাপ বাছাইপর্বের তৃতীয় রাউন্ডে হংকংয়ের বিপক্ষে দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ। ৯ অক্টোবর প্রথম ম্যাচটি ঢাকায় অনুষ্ঠিত হবে। হংকংয়ে দ্বিতীয়টি মাঠে গড়াবে ১৪ অক্টোবর। তথ‌্যসূত্র, অলআউট স্পোর্টস

  • সর্বশেষ
  • জনপ্রিয়