শিরোনাম
◈ চালক-যাত্রীদের অনুরোধেও সড়ক ছাড়েননি ছাত্র-জনতা ◈ আজ সন্ধ্যায় দেশে পৌঁছাবে ওসমান হাদির মরদেহ, শনিবার জানাজা ◈ তারেক রহমানের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে যে দুই ইস্যু ◈ যেভাবে বিপ্লবী হয়ে উঠেছিলেন শরিফ ওসমান হাদি ◈ ধানমন্ডি ৩২ নম্বরে বিক্ষুব্ধ জনতার আগুন-ভাঙচুর (ভিডিও) ◈ শাহবাগে ছাত্র-জনতার বিক্ষোভে যোগ দিলেন নাহিদ-আসিফ (ভিডিও) ◈ হাদির মৃত্যু: চট্টগ্রামে নওফেলের বাড়িতে আগুন-ভাঙচুর ◈ কারওয়ান বাজারে প্রথম আলো ও ডেইলি স্টার অফিসে হামলা-ভাঙচুর (ভিডিও) ◈ দেশে ফিরলে তারেক রহমানকে এসএসএফের নিরাপত্তা দেবে সরকার ◈ ‘ভাইয়া আমার বাচ্চাটারে একটু দেইখেন’—বলে কেঁদেছিলেন হাদি (ভিডিও)

প্রকাশিত : ১০ সেপ্টেম্বর, ২০২৫, ১১:০৭ দুপুর
আপডেট : ০১ ডিসেম্বর, ২০২৫, ০৭:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

আগামী বছর ফেব্রুয়ারিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ, ৮ মার্চ ফাইনাল 

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপ আগামী বছরের ৭ ফেব্রুয়ারি শুরু হতে পারে। বৈশ্বিক এই টুর্নামেন্টের ফাইনাল হতে পারে ৮ মার্চ। এমনটাই খবর ইএসপিএন ক্রিকইনফোর। তবে এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি আইসিসি।

ভারত ও শ্রীলঙ্কায় হবে আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই টুর্নামেন্টে অংশ নেবে মোট ২০টি দল। ভারতের ৫টি ও শ্রীলঙ্কার ২টি ভেন্যুতে হতে পারে ম্যাচ।

পাকিস্তানের ম্যাচগুলো হতে পারে শ্রীলঙ্কায়। কারণ অনেকদিন ধরেই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান একে অপরের দেশে ম্যাচ খেলে না। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। পাকিস্তান ফাইনালে উঠলে তা হতে পারে কলম্বোতে। পাকিস্তান তার আগেই বাদ পড়লে ফাইনাল হবে আহমেদাবাদে।

গত টি-টোয়েন্টি বিশ্বকাপের আদলেই হবে আগামী আসর। ২০ দল মোট চার গ্রুপে ভাগ হয়ে খেলবে। প্রতিটি গ্রুপ থেকে সেরা দুই দল খেলবে সুপার এইটে, দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে দলগুলো। সেখান থেকে চার দল উঠবে সেমিফাইনালে। সুপার ফোরে জয়ী দুই দল খেলবে ফাইনাল।

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ইতোমধ্যে ১৫টি দল চূড়ান্ত হয়ে গেছে। তারা হলো- ভারত, শ্রীলঙ্কা, আফগানিস্তান, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, যুক্তরাষ্ট্র, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, পাকিস্তান, কানাডা, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস ও ইতালি। বাকি ৫ দল নিশ্চিত হবে আফ্রিকা অঞ্চল ও ইস্ট এশিয়া প্যাসিফিক অঞ্চলের বাছাই থেকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়