শিরোনাম

প্রকাশিত : ০৭ সেপ্টেম্বর, ২০২৫, ১১:০৭ দুপুর
আপডেট : ০৭ সেপ্টেম্বর, ২০২৫, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

অবিশ্বাস্য দাম নারী বিশ্বকাপ টিকিটের, আইসিসির ইতিহাসে নতুন রেকর্ড

স্পোর্টস ডেস্ক : অবিশ্বাস্য! নারী‌দের ক্রিকেট বিশ্বকাপের টিকিট মাত্র ১০০ টাকায় শুরু! আইসিসির ইতিহাসে সর্বনিম্ন দাম। বৃহস্পতিবার আসন্ন মেয়েদের একদিনের বিশ্বকাপের টিকিট বাজারে ছাড়া হয়। আইসিসির টুর্নামেন্টের ইতিহাসে এর থেকে কমে টিকিট কোনওদিন পাওয়া যায়নি। 

চারদিনের জন্য প্রি-সেল উইন্ডো খোলা হয়েছে। গুগল পেতে tickets.cricketworldcup.com থেকে ফ্যানরা টিকিট কাটতে পারবে। ভারত এবং শ্রীলঙ্কায় সমস্ত গ্রুপ স্টেজের ম্যাচের টিকিট এখান থেকে কাটা যাবে। ৮ তারিখ পর্যন্ত এই উইন্ডো খোলা থাকবে। -- আজকাল

অর্থাৎ, ততদিন পর্যন্ত ১০০ টাকায় বিশ্বকাপের টিকিট কাটতে পারবে সমর্থকরা। ৯ সেপ্টেম্বর রাত আটটা থেকে শুরু হবে সাধারণ টিকিট বিক্রি। মেয়েদের ক্রিকেটে ফ্যানদের সংখ্যা বাড়াতে এবার গুগলের সঙ্গে গাঁটছড়া বাঁধা হয়েছে। টিকিটের এত কম দাম, আইসিসির মনোভাব স্পষ্ট করে দিচ্ছে। 

মেয়েদের ক্রিকেটকে আরও জনপ্রিয় করে তুলতে চাইছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। সেই কারণেই এই পদক্ষেপ।
 
আগের বিশ্বকাপগুলোতে টিকিটের মূল্য অনেক বেশি ছিল। ২০২২ নিউজিল্যান্ডে বাচ্চাদের জন্য ভারতীয় মুদ্রায় টিকিটের দাম ছিল ৩৫০ টাকা। বড়দের টিকিটের দাম ছিল ৮৫০ টাকা। 

এবারের দামের থেকে যা প্রায় আটগুণ বেশি। ৩০ সেপ্টেম্বর গুয়াহাটিতে মেয়েদের বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে গান গাইবেন শ্রেয়া ঘোষাল। টুর্নামেন্টের থিম সং, 'ব্রিং ইট হোম' গানও গাইবেন। ভারত এবং শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে বিশ্বকাপের ঢাকে কাঠি পড়বে। 

১২ বছর পর ভারতে ফিরছে বিশ্বকাপ। আট দল এখানে অংশে নেবে। এই তালিকায় রয়েছে ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, বাংলাদেশ, ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা। 

টিকিটের দাম কমলেও, পুরস্কার মূল্য দ্বিগুণ হয়েছে। টিকিটের দাম কমিয়ে দেওয়ায় আইসিসির আশা, স্টেডিয়াম ভরে যাবে। আশা করা হচ্ছে, মেয়েদের ক্রিকেটে এক নতুন অধ্যায়ের সূচনা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়