শিরোনাম
◈ বড় সুখবর প্রাথমিকের প্রধান শিক্ষকদের জন্য ◈ নির্বাচন বানচালের চেষ্টা করছে আওয়ামী লীগ: প্রেস সচিব ◈ আরও সাড়ে তিন মাস বাড়ল সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ ◈ ঢাকা-৯ আসনে বিএনপির ফাঁকা আসনে প্রার্থী হচ্ছেন এনসিপির ডা. তাসনিম জারা ◈ সরকারকে সতর্ক করল বিএনপি: জুলাই জাতীয় সনদের লিখিত বিষয়ের বাইরে কোনো সিদ্ধান্ত গ্রহণযোগ্য নয় ◈ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিলের রায় ২০ নভেম্বর ◈ ১৩ নভেম্বরের ‘ঢাকা লকডাউন’ ঘিরে কঠোর অবস্থানে সরকার, সন্ত্রাসীদের ছাড় নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা ◈ চাঁদাবাজ ও লু‌টেরা‌দের সঙ্গে জোট করে নির্বাচনের চেয়ে মরে যাওয়া অনেক ভালো: হাসনাত আবদুল্লাহ   ◈ পরমাণু অস্ত্র নয়, ইরানের বৈজ্ঞানিক অগ্রগতি দে‌খে পশ্চিমাদের য‌তো উদ্বেগ ◈ ‌দি‌ল্লির জওহরলাল নেহরু স্টেডিয়াম ভেঙে তৈ‌রি হ‌চ্ছে অত‌্যাধু‌নিক স্পোর্টস সি‌টি

প্রকাশিত : ০৭ সেপ্টেম্বর, ২০২৫, ১১:০৬ দুপুর
আপডেট : ১১ নভেম্বর, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

ভারতে ম‌হিলা বিশ্বকাপ উদ্বোধনের মঞ্চে থাকছে না পাকিস্তান

স্পোর্টস ডেস্ক : মহিলা বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবে না পাকিস্তান ক্রিকেট দল। ৩০ সেপ্টেম্বর অসমের গুয়াহাটিতে মহিলা বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান হওয়ার কথা। পাকিস্তানি সংবাদমাধ্যম ‘‌জিও সুপার’‌ সূত্রে জানা গেছে, বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবে না পাকিস্তান দল।

উদ্বোধনী ম্যাচে অংশ নেবে দুই আয়োজক দেশ ভারত ও শ্রীলঙ্কা। তার আগেই হবে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান। অনুষ্ঠানে গান গাইবেন শ্রেয়া ঘোষাল। কিন্তু জিও সুপার সূত্রে জানা গেছে, পাকিস্তান মহিলা দলের অধিনায়ক ফাতিমা সানা কিংবা দলের আর কোনও ক্রিকেটার উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন না। পাক দলের কেউ উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিতে ভারত যাচ্ছে না বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।
 
ওই প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক কূটনৈতিক টানাপড়েনের জেরে ভারতে উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবে না পাকিস্তান দল। পহেলগাঁও হামলা ও অপারেশন ‘‌সিঁদুর’‌ এর পর ভারত–পাকিস্তান সম্পর্ক এখন এমন তলানিতে পৌঁছেছে যে, অদূর ভবিষ্যতে দু’দেশ একে অপরের মাটিতে কোনও আইসিসি টুর্নামেন্ট খেলবে না। 

এ বছরের শুরুতে পাকিস্তানে আয়োজিত চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিলেও রোহিতরা কিন্তু সে দেশে খেলতে যাননি। দুবাইয়ের নিরপেক্ষ ভেন্যুতে টিম ইন্ডিয়ার গ্রুপ স্তরের সমস্ত ম্যাচ ও নক আউট, এমনকি ফাইনালও অনুষ্ঠিত হয়। এবারও সেই নীতি প্রভাব ফেলছে। 

ফলত, পাকিস্তান দলের সব ম্যাচই বসবে কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে। পাকিস্তান দল যদি সেমিফাইনালে (২৯ অক্টোবর) বা ফাইনালে (২ নভেম্বর) পৌঁছয়, তা–ও সেখানেই আয়োজন করা হবে।

প্রসঙ্গত, পাকিস্তান প্রথম ম্যাচ খেলবে ২ অক্টোবর বাংলাদেশের বিরুদ্ধে। ৫ অক্টোবর হবে ভারত–পাক ম্যাচ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়