শিরোনাম
◈ বাংলাদেশসহ ৩ দেশের সীমান্তে উচ্চ সতর্কতা জারি করল ভারত ◈ নতুন নির্দেশনা: সরকারি কর্মচারীদের বেতন থেকে স্বয়ংক্রিয়ভাবে কাটবে কর ◈ সৎ ও স্বপ্নবাজ মানুষরাই হবে নতুন রাজনীতির চালিকাশক্তি”— নাহিদ ইসলাম ◈ এনসিপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, ‘নিক্ষেপকারীরা’ আটক (ভিডিও) ◈ মহাসড়কে আগুন জ্বালাতে গিয়ে ছাত্রদল নেতা দগ্ধ ◈ নতুন নির্বাচনী আচরণবিধি জারি: পরিবেশ রক্ষা ও ব্যয় নিয়ন্ত্রণে কঠোর শর্ত ◈ প্রবাসীকে বাদ দিয়ে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন কীভাবে হয়, প্রশ্ন ইসি সানাউল্লাহর ◈ দেশে আবারও বাড়ল সোনার দাম, ভরি কত? ◈ হঠাৎ যেভাবে ধানমন্ডির ভোটার হলেন আসিফ মাহমুদ ◈ নভেম্বরের ৯ দিনে রেমিট্যান্স প্রবাহে ৪৮.৭ শতাংশ বৃদ্ধি

প্রকাশিত : ০৪ সেপ্টেম্বর, ২০২৫, ০৩:০১ দুপুর
আপডেট : ১১ নভেম্বর, ২০২৫, ০৫:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

মিনহাজুল আ‌বে‌দিন নান্নু ক্রিকেট বো‌র্ডের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন

স্পোর্টস ডেস্ক : জমে উঠেছে বিসিবি নির্বাচনের লড়াই। একে একে প্রার্থীরা নির্বাচনের ঘোষণা দিচ্ছেন। কদিন আগেই এক সাক্ষাৎকারে বিসিবি নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতার আগ্রহের কথা জানিয়েছেন তামিম ইকবাল। আর গতকাল বিসিবি নির্বাচনে অংশ নেয়ার কথা নিশ্চিত করেছেন বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুলও।

বিসিবির পরিচালক পদে এবার লড়াইয়ের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ দলের সাবেক নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। তিনি জানিয়েছেন সাবেক অধিনায়কের কোটায় নির্বাচন করবেন তিনি। মূলত বিসিবি নির্বাচনে 'সি' ক্যাটাগরি থেকে একজন পরিচালক নির্বাচিত হয়ে বোর্ডে যেতে পারেন। সেখানেই প্রতিদ্বন্দ্বিতা করবেন নান্নু। -- ক্রিক‌ফ্রেঞ্জি

গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেছেন, 'এটা চিন্তাভাবনা তো আগে থেকেই করে রেখেছিলাম। তো আমাদের এখন কিছু জিনিস আছে যে, সাবেক অধিনায়কদের একটা বার আছে, ক্যাটাগরি সি। তো এই এই জায়গাটা এখনো জানি না কতটুকু কি হবে। তারপরও চিন্তাভাবনা পজিটিভ নিয়ে রেখেছি। আশা করছি যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে অবশ্যই করব।'

দীর্ঘদিন ধরেই বিসিবির সঙ্গে যুক্ত নান্নু। নির্বাচক হিসেবে দায়িত্ব পালনের পর বর্তমানে বিসিবির হেড অব প্রোগ্রাম হিসেবে কর্মরত আছেন সাবেক এই ক্রিকেটার। তিনি নিজের অভিজ্ঞতা কাজে লাগানোর জন্যই দেশের ক্রিকেটের জন্য কাজ করতে চান। পরিচালক হয়ে দেশের ক্রিকেটের সঙ্গে আরও সম্পৃক্ত হতে চান তিনি।

নান্নু বলেছেন, 'আমি অনেকদিন ধরে বিসিবির সাথে সম্পৃক্ত আছি এবং এখানে কি কাজ করতে হবে, কোন কোন জায়গাটায় উন্নয়নের কাজ আছে, কোন জায়গাটায় আরও বেশি কাজ করতে হবে, এটা সবই জানা আছে আমার। তো এখানে সুযোগটা আসলে আরও বেশি সম্পৃক্ত হয়ে আরও বেশি কাজ করার সুযোগটা থাকবে। সেভাবে চিন্তাভাবনা করে এগোচ্ছি।

সাধারণত তিনটি ক্যাটাগরিতে বিসিবির ২৩টি পরিচালক পদের জন্য নির্বাচন হয়। এর মধ্যে পরিচালক ক্যাটাগরি-১ (জেলা ও বিভাগ) থেকে ১০ জন, ক্যাটাগরি-২ (ক্লাব) থেকে ১২ জন এবং ক্যাটাগরি-৩ (পাবলিক বিশ্ববিদ্যালয়, সাবেক ক্রিকেটার, বিভিন্ন প্রতিষ্ঠান) থেকে একজনকে ভোট দিয়ে নির্বাচিত করবেন কাউন্সিলররা। এই ২৩ জন ছাড়াও জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) থেকে দু’জন পরিচালক আসবেন বিসিবির বোর্ডে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়