শিরোনাম
◈ পিটার হাসের কৌশলগত ভূমিকা, এলএনজি নিয়ে নতুন সম্ভাবনার পথে বাংলাদেশ ◈ ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সীমানা পুনঃনির্ধারণ, যা বললেন রুমিন ফারহানা ◈ সর্বজনীন পেনশন স্কিমে ঋণ সুবিধা চালু, শর্ত সাপেক্ষে মিলবে ৫০% পর্যন্ত ◈ মালয়েশিয়ায় ৭৮৭৩ জন কর্মী প্রেরণের বিজ্ঞপ্তি প্রকাশ, আছে যত শর্ত ◈ হোটেলে গোপন সুড়ঙ্গ, ১৪ তরুণ-তরুণী ধরা ◈ আদালতের রায়ের আগেই গোপনে দেশ ছাড়লেন থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী ◈ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ বাংলাদেশে কখন, কোথায় দেখা যাবে ◈ পরিবর্তন আনা হয়েছে যে ৪৬ আসনের সীমানায় ◈ টেলিকম খাতে চার ধরনের লাইসেন্সে নতুন নীতিমালা অনুমোদন, সুলভে মানসম্মত সেবা নিশ্চিতের প্রত্যাশা ◈ ড. ইউনূস ও গোয়েন লুইস বৈঠক: ফেব্রুয়ারির নির্বাচনে পূর্ণ সমর্থন জাতিসংঘের

প্রকাশিত : ০৩ সেপ্টেম্বর, ২০২৫, ০৮:০৬ রাত
আপডেট : ০৫ সেপ্টেম্বর, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

নেপালে যাচ্ছে বাংলাদেশ, জাতীয় দল ঘোষণা,  নেই হামজা

স্পোর্টস ডেস্ক : নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচে হামজা চৌধুরীকে পাওয়া নিয়ে আগে থেকেই শঙ্কা ছিল। শেষ পর্যন্ত সেটিই সত্যি হলো। লেস্টার সিটিতে খেলা এই মিডফিল্ডারকে ছাড়াই ম্যাচ দুটির দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

বুধবার সকালে ২৩ সদস্যের ঘোষণা করা দলে হামজা ছাড়াও নেই কানাডিয়ান প্রিমিয়ার লিগে খেলা মিডফিল্ডার শমিত সোম।

এর আগে হামজাকে নিয়েই নেপালের বিপক্ষে ম্যাচ দুটির প্রাথমিক দল দিয়েছিল বাংলাদেশ। তবে তখনও এই ডিফেন্সিভ মিডফিল্ডারকে দলে পাওয়ার বিষয়টি নিশ্চিত ছিল না। তাকে পেতে সে সময় থেকে লেস্টারের সঙ্গে আলোচনা করে আসছিল বাফুফে।

এরপর গত শুক্রবার রাতে ইংলিশ চ্যাম্পিয়নশিপে বার্মিংহাম সিটির বিপক্ষে লেস্টার সিটির ম্যাচে চোট পান হামজা। বার্মিংহামের বিপক্ষে ২–০ গোলে জয়ের সে ম্যাচে পায়ে চোটের কারণে ৭২ মিনিটে মাঠ ছাড়েন তিনি। সব মিলিয়ে বাংলাদেশের জার্সিতে এবার মাঠে নামা হচ্ছে না ২৭ বছর বয়সী এই ফুটবলারের।

অন্যদিকে ক্লাবের ব্যস্ততার কারণে নেপাল সফরে নেই গত জুনে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ দিয়ে জাতীয় দলে অভিষেক হওয়া শমিত। কানাডিয়ান প্রিমিয়ার লিগে তিনি ক্যাভালরি এফসিতে খেলেন।

গত ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে জাতীয় স্টেডিয়ামে এশিয়ান বাছাইপর্বের ম্যাচের দল থেকে বাদ পড়েছেন মেহেদী হাসান শ্রাবণ, শাকিল আহাদ, ফাহামিদুল ইসলাম, আল-আমিন, শেখ মোরছালিন, মজিবর রহমান, জাহিদ হাসান। তারা আছেন অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ বাছাইপর্বের দলে।‎

‎কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে আগামী ৬ ও ৯ সেপ্টেম্বর ফিফা র‌্যাঙ্কিংয়ে আট ধাপ এগিয়ে থাকা নেপালের বিপক্ষে ম্যাচ দুটি খেলবে বাংলাদেশ। র‌্যাঙ্কিংয়ে হাভিয়ের কাবরেরার দলের অবস্থান ১৮৪, নেপাল আছে ১৭৬ নম্বরে।

এই ম্যাচ দুটির পর অক্টোবরে এশিয়ান কাপ বাছাইপর্বের তৃতীয় রাউন্ডে হংকংয়ের বিপক্ষে দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ। ৯ অক্টোবর ঢাকায় অনুষ্ঠিত হবে প্রথম ম্যাচ। পরের ম্যাচ ১৪ অক্টোবর হংকংয়ে।

নেপালের বিপক্ষে ‎বাংলাদেশ দল:

‎‎গোলরক্ষক: সুজন হোসেন, মিতুল মারমা, পাপ্পু হোসেন।

ডিফেন্ডার: মেহেদী হাসান, রহমত মিয়া, তপু বর্মন, তাজ উদ্দিন, আব্দুল্লাহ ওমর, তারিক কাজী, ইসা ফয়সাল, সাদ উদ্দিন।

‎মিডফিল্ডার: মোহাম্মদ হৃদয়, জামাল ভূঁইয়া, পাপন সিং, সোহেল রানা (সিনিয়র), সোহেল রানা, শাহ কাজেম।

ফরোয়ার্ড: আরিফ হোসেন, শাহরিয়ার ইমন, রাকিব হোসেন, ফয়সাল আহমেদ, মোহাম্মদ ইব্রাহিম, সুমন রেজা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়