শিরোনাম
◈ মোদির লাভ, পুতিনের ভরসা, জিনপিংয়ের প্রভাব—এসসিও সম্মেলনে নতুন ভূরাজনীতি ◈ প্রেমিক যুগল অপহরণচেষ্টা:, উদ্ধারে গেলে মরিচের গুঁড়া ছিটিয়ে পুলিশকে এলোপাতাড়ি কো.প ◈ ছেলে জয়কে নিয়ে বড় সিদ্ধান্ত নিলেন শাকিব-অপু ◈ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা চায় ইসি কর্মকর্তারা ◈ ফেব্রুয়ারির প্রথমার্ধেই উৎসবমুখর ও সুষ্ঠু নির্বাচন হবে: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ◈ ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের ৩৮ হাজার কোটি টাকা লুটে নিয়েছে এস আলম! ◈ ‘২ মাসের বেশি রিলেশনে থাকি না, টেস্ট চেঞ্জ করতে ভালো লাগে’ ◈ নির্বাচনের জন্য ১০ লাখের বেশি কর্মকর্তাকে প্রশিক্ষণ দেবে ইসি ◈ এবার নিলামে বিক্রি হচ্ছে হাজার হাজার ঘনফুট সাদাপাথর ◈ শিক্ষাপ্রতিষ্ঠানে বিশেষ নির্দেশনা ঈদে মিলাদুন্নবী উপলক্ষে

প্রকাশিত : ০২ সেপ্টেম্বর, ২০২৫, ০২:২৭ দুপুর
আপডেট : ০৩ সেপ্টেম্বর, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

বাংলাদেশের খেলা দে‌খে মুগ্ধ নেদারল‌্যান্ডস কোচ নিকার্ক

স্পোর্টস ডেস্ক : বাংলা‌দে‌শের কা‌ছে সি‌রিজ হা‌রের জন‌্য মো‌টেও হতাশ নয় নেদারল‌্যান্ডস। বরং বাংলা‌দে‌শের খেলার প্রশংসা ক‌রে‌ছে তারা। নেদারল‌্যান্ড‌সের সহকারী কোচ রায়ান ভ্যান নিকার্ক মনে করেন, ২০২৩ সালের বাংলাদেশের সঙ্গে বর্তমান দলের অনেক তফাৎ।

প্রথম দুই ম্যাচেই বড় ব্যবধানে হারলেও ডাচ কোচ হতাশ নন।

তার মতে, পূর্ণ সদস্য দেশগুলোর বিপক্ষে নিয়মিত খেলার সুযোগই তাদের উন্নতির পথ খুলে দেবে। ‌সোমবার বাংলা‌দে‌শের কা‌ছে সিরিজ হারার পর সংবাদ সম্মেলনে নিকার্ক বলেন, ‘আমরা আমাদের দল নিয়ে গর্বিত।

বাংলাদেশের মতো শীর্ষ দশের একটি দলের বিপক্ষে খেলাটা বিরাট সুযোগ। আমরা বিশ্বের সেরা দলগুলোর বিপক্ষে খেলতে চাই। তাই প্রতিটি ম্যাচই আমাদের কাছে চ্যালেঞ্জ। 

২০২৩ বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে ঐতিহাসিক জয় পেয়েছিল নেদারল্যান্ডস। তবে নিকার্কের মতে, তখনকার বাংলাদেশ আর এখনকার বাংলাদেশ এক নয়। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘তাদের ফিল্ডিংয়ে অ্যাথলেটিসিজম বেড়েছে, ব্যাটিংয়ে স্মার্ট অপশন বেছে নিচ্ছে। আগের মতো অগোছালো নয়। তরুণ ডাইনামিক ব্যাটার উঠে আসছে, যারা দলে অবদান রাখছে। 

বাংলাদেশ দলের বোলিং আক্রমণ নিয়েও প্রশংসা করেন নিকার্ক। তিনি বলেন, ‘বাংলাদেশের ডানহাতি-বাঁহাতি দুই ধরনের বোলারই আছে। 

তাসকিন নিয়মিত ১৩৫ কি.মি. গতিতে বল করছে, মোস্তাফিজের বোলিং বৈচিত্র্যময়। মেহেদী নতুন বলে যেমন ভালো, মাঝের ওভারেও বল করতে পারে। ফলে এই বোলিং বৈচিত্র্য বাংলাদেশকে এগিয়ে রাখছে। এটাই বাংলা‌দেশ দ‌লের জন‌্য প্লাস প‌য়েন্ট।

  • সর্বশেষ
  • জনপ্রিয়