শিরোনাম
◈ বাংলাদেশসহ ৩ দেশের সীমান্তে উচ্চ সতর্কতা জারি করল ভারত ◈ নতুন নির্দেশনা: সরকারি কর্মচারীদের বেতন থেকে স্বয়ংক্রিয়ভাবে কাটবে কর ◈ সৎ ও স্বপ্নবাজ মানুষরাই হবে নতুন রাজনীতির চালিকাশক্তি”— নাহিদ ইসলাম ◈ এনসিপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, ‘নিক্ষেপকারীরা’ আটক (ভিডিও) ◈ মহাসড়কে আগুন জ্বালাতে গিয়ে ছাত্রদল নেতা দগ্ধ ◈ নতুন নির্বাচনী আচরণবিধি জারি: পরিবেশ রক্ষা ও ব্যয় নিয়ন্ত্রণে কঠোর শর্ত ◈ প্রবাসীকে বাদ দিয়ে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন কীভাবে হয়, প্রশ্ন ইসি সানাউল্লাহর ◈ দেশে আবারও বাড়ল সোনার দাম, ভরি কত? ◈ হঠাৎ যেভাবে ধানমন্ডির ভোটার হলেন আসিফ মাহমুদ ◈ নভেম্বরের ৯ দিনে রেমিট্যান্স প্রবাহে ৪৮.৭ শতাংশ বৃদ্ধি

প্রকাশিত : ০১ সেপ্টেম্বর, ২০২৫, ১১:৩৩ দুপুর
আপডেট : ০২ নভেম্বর, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

জয় পে‌লো না বা‌র্সেলোনা, ভ্যালেকানোর সঙ্গে ড্র ক‌রেই মাঠ ছাড়‌লো 

স্পোর্টস ডেস্ক : বা‌র্সেলোনার জন‌্য অ‌বিশ্বাস‌্য রেজাল্ট। দুর্বল প্রতিপক্ষ‌কে হারা‌তে না পারার ব‌্যর্থতা তা‌দের। অ‌নেক চড়াই উতরাই পে‌রি‌য়েও জিত‌তে পার‌লো না দল‌টি। লা লিগায় নিজেদের তৃতীয় ম্যাচে তুলনামূলক দুর্বল দল রায়ো ভ্যালেকানোর বিপক্ষে মাঠে নেমেছিল বার্সেলোনা। 

তবে তাদের সঙ্গেও পয়েন্ট হারিয়েছে ফ্লিকের দল। ৫৬ শতাংশের বেশি সময় বল দখলে রেখে গোলের জন‍্য ১২টি শট নেয় বার্সেলোনা, যার মাত্র তিনটি ছিল লক্ষ‍্যে। 

অন‍্য দিকে দ্বিতীয়ার্ধে সফরকারীদের প্রবল চাপে রাখা ভ্যালেকানো গোলের জন‍্য ১৩ শট নিয়ে সাতটি রাখে লক্ষ‍্যে।

প্রথম হাফে বেশকিছু সুযোগ পেয়েছিল বার্সা। তবে প্রতিপক্ষের গোলরক্ষক দারুণভাবে সেভ করে বার্সেলোনাকে এগিয়ে যেতে দেয়নি। তবে ৪০তম মিনিটে সফল স্পট কিকে বার্সেলোনাকে এগিয়ে নেন লামিন ইয়ামাল।

প্রথমার্ধের যোগ করা সময়ের চতুর্থ মিনিটে ব্যবধান দ্বিগুণ করার সুযোগ পেয়েছিলেন ওলমো। পেনাল্টি স্পটের কাছ থেকে অরক্ষিত এই মিডফিল্ডার শট লক্ষ্যে রাখতে পারেননি।

দ্বিতীয় হাফে খেলা পুরো ঘুরে যায়। দ্বিতীয়ার্ধে বার্সেলোনাকে বেশ চাপে রাখা ভ্যালেকানো সমতায় ফেরে ৬৭তম মিনিটে। ইসি পালাসনের কর্নারে দূরের পোস্টে অরক্ষিত পেরেসের শট পোস্টে লেগে জড়ায় জালে।

শেষ সময়ে এগিয়ে যাওয়ার আরও একটি সুযোগ পেয়েছিলেন ইয়ামাল। পেনাল্টি স্পটের কাছে অপেক্ষায় থাকা লেভানডোভস্কিকে কাটব‍্যাক না করে গোলের জন‍্য শট নিয়ে সফল হননি তিনি। সেই শটের পরই শেষ হয় ম্যাচ। ৩ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে তিনে বার্সেলোনা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়