শিরোনাম
◈ তারেক রহমান দেশে আসার প্রস্তুতি নিচ্ছেন: আযম খান ◈ বিশ্বব‌্যাপী মা‌র্কিন প্রভা‌ব রুখ‌তে ইরান ও চীনের ২৫ বছরের ব্যাপক চুক্তি ◈ ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান শওকত আলী চৌধুরী ও পরিবারের ৮ হাজার কোটি টাকার লেনদেন ◈ সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস কক্সবাজারে, কৌতূহল ◈ আগামী সরকারের মন্ত্রীদের জন্য ৬০ গাড়ি কেনা হচ্ছে ◈ সোহাগ পরিবহনের কাউন্টারে তাণ্ডব, হামলার নেপথ্য কারন যা জানাগেল ◈ এবার জেলেনস্কিকে মস্কোয় আমন্ত্রণ জানালেন পুতিন ◈ ২১ আগস্ট গ্রেনেড হামলা: তারেক রহমান-বাবরের খালাসের রায় আপিল বিভাগেও বহাল ◈ বিশ্বের যে কোনও প্রান্তে আঘাত হানতে সক্ষম চিনের নতুন মারণাস্ত্র, হিরোশিমা বোমার চেয়ে ২০০ গুণ শক্তিশালী! ◈ চেন্নাই সুপার কিং‌সের চেয়ারম্যান পদে ফিরলেন সেই বিতর্কিত শ্রীনিবাসন 

প্রকাশিত : ০১ সেপ্টেম্বর, ২০২৫, ১১:২৪ দুপুর
আপডেট : ০৩ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

স্পনসর ‌ড্রিম-১১ হারিয়ে ঝা‌মেলায় ভারতীয় বোর্ড! নতুন চুক্তিতে আরও লাভের আশায় বিসিসিআই

স্পোর্টস ডেস্ক : কেন্দ্রীয় সরকারের নতুন আইনের ফলে সরে গিয়েছে ভারতীয় ক্রিকেট দলের স্পনসর ‘ড্রিম ১১’-কে। স্বাভাবিক ভাবেই নতুন স্পনসরের খোঁজে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ২০২৫ থেকে ২০২৮ সালের জন্য স্পনসর চাইছেন বোর্ড কর্তারা। আগের বারের থেকে অন্তত ১০০ কোটি টাকা বেশি চান বোর্ড কর্তারা।

ভারতীয় ক্রিকেট দলের নতুন স্পনসরের কাছ থেকে কমপক্ষে ৪৫০ কোটি টাকা পাওয়ার আশা করেছেন বিসিসিআই কর্তারা। একাধিক আগ্রহী সংস্থার সঙ্গে কথা বলছেন তাঁরা। --- আনন্দবাজার

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ‘ড্রিম ১১’-এর সঙ্গে তিন বছরের জন্য ৩৫৮ কোটি টাকার চুক্তি হয়েছিল বিসিসিআইয়ের। নতুন চুক্তিতে অন্তত ১০০ কোটি টাকা বেশি আশা করা হচ্ছে। এশিয়া কাপের আগেই চূড়ান্ত হয়ে যেতে পারে ভারতীয় দলের নতুন স্পনসর। 

ভারতীয় দলের সব ঘরোয়া এবং বিদেশের সিরিজ়ের পাশাপাশি বিশ্বকাপ, এশিয়া কাপের মতো বহুদলীয় প্রতিযোগিতাগুলির জন্য স্পনসর চাইছে বোর্ড। দ্বিপাক্ষিক সিরিজ়ের প্রতিটি ম্যাচের জন্য সাড়ে ৩ কোটি টাকা এবং বহুদলীয় প্রতিযোগিতার প্রতিটি ম্যাচের জন্য দেড় কোটি টাকা চাইছেন কর্তারা।

বিসিসিআইয়ের এক কর্তা বলেছেন, ‘‘বিসিসিআই প্রতি দ্বিপাক্ষিক ম্যাচে সাড়ে ৩ কোটি টাকা এবং আইসিসি বা এসিসি ম্যাচের জন্য দেড় কোটি টাকার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। যা ‘ড্রিম ১১’-এর থেকে পাওয়া টাকার থেকে বেশি। তবে, বাইজুসের থেকে কম।’’ কয়েক দিন আগে বিসিসিআইয়ের সচিব দেবজিৎ শইকিয়া বলেছিলেন, ‘‘অনলাইন গেমিং প্রমোশন অ্যান্ড রেগুলেশন বিল ২০২৫ পাস হওয়ার পর বিসিসিআই এবং ড্রিম ১১ মধ্যে হওয়া চুক্তি বাতিল হয়েছে। বিসিসিআই ভবিষ্যতে এই ধরণের কোনও সংস্থার সঙ্গে জড়িত হবে না এটা আমরা নিশ্চিত করব।

আগামী ৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে এশিয়া কাপ। ৩০ সেপ্টেম্বর থেকে শুরু হবে মহিলাদের এক দিনের বিশ্বকাপ। হাতে সময় কম। তাই সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের মধ্যেই নতুন স্পনসরের সঙ্গে চুক্তি চূড়ান্ত করে ফেলতে চাইছেন বিসিসিআই কর্তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়