স্পোর্টস ডেস্ক : পাকিস্তান ক্রিকেট দল ত্রিদেশীয় সিরিজে টানা দ্বিতীয় জয় পেয়েছে। টস জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে দলটি তোলে ২০৭ রান। জবাবে ব্যাট করতে নেমে সংযুক্ত আরব আমিরাত ৮ উইকেট হারিয়ে ১৭৬ রানে থামে। ম্যাচটি পাকিস্তান জিতে নেয় ৩১ রানে।
জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করে আরব আমিরাত। পাওয়ার প্লে'র ছয় ওভারে তারা তোলে ৫৪ রান। তবে এই সময়েই তারা হারিয়ে ফেলে তিনটি উইকেট, যা তাদের ব্যাকফুটে ঠেলে দেয়।
মাঝের ওভারে রানের গতি ধরে রাখতে গিয়ে আরব আমিরাত আরও দুটি গুরুত্বপূর্ণ উইকেট হারায়। ফলে চাপ বেড়ে যায় এবং পরে আর ম্যাচে ফিরতে পারেনি স্বাগতিক দল।
আরব আমিরাতের পক্ষে ব্যাট হাতে সবচেয়ে বড় অবদান রাখেন আসিফ খান। ছয় নম্বরে নেমে তিনি ৩৫ বলে ৭৭ রান করেন। ইনিংসটি সাজানো ছিল ছয়টি চার ও ছয়টি ছয়ে। তার স্ট্রাইক রেট ছিল ২২০।
দলীয় অধিনায়ক মোহাম্মদ ওয়াসিম করেন ১৮ বলে ৩৩ রান। এই দুজন ছাড়া আর কেউই উল্লেখযোগ্য স্কোর করতে পারেননি। পাকিস্তানের বোলিংয়ের বিপক্ষে দলটি নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে।
পাকিস্তানের বোলারদের মধ্যে হাসান আলী নেন সর্বোচ্চ তিনটি উইকেট, খরচ করেন ৪৭ রান। মোহাম্মদ নেওয়াজ ২১ রানে নেন দুটি উইকেট। সালমান মির্জা ও সাইম আইয়ুব নেন একটি করে উইকেট।
পাকিস্তানের ইনিংসে বড় স্কোর গড়ার পেছনে ভূমিকা রাখেন সাইম আইয়ুব ও হাসান নওয়াজ। ওপেনার সাইম ৩৮ বলে ৬৯ রান করেন, যেখানে ছিল সাতটি চার ও চারটি ছয়। নওয়াজ করেন ২৬ বলে ৫৬ রান।
দলটির ইনিংসের শেষ দিকে মোহাম্মদ নেওয়াজ ১৫ বলে ২৫ রানের ক্যামিও খেলেন। আরব আমিরাতের হয়ে জুনাইদ সিদ্দিক ও সগির খান তিনটি করে উইকেট নেন। হায়দার আলী নেন দুটি উইকেট।