শিরোনাম
◈ মার্কিন শুল্ক ইস্যুতে বাংলাদেশ নিয়ে যা বললেন ভারতীয় সাংবাদিক ◈ ‘প্ল্যান-বি হলো জাতীয় পার্টির ওপর ভর করে লীগকে ফেরানো’ ◈ নুর আশঙ্কাজনক, বাঁচবে কি মরবে জানি না : রাশেদ খাঁন (ভিডিও) ◈ ভূমি মালিকদের জন্য বড় সুখবর: মাত্র ২৪ ঘন্টায় খতিয়ানের ভূল সংশোধনের সরকারি নির্দেশনা, জানুন কিভাবে ◈ ঢাকায় জাতীয় পার্টি-গণঅধিকার পরিষদ সংঘর্ষ, সেনা মোতায়েন ◈ সংঘের নিয়মে মোদির অবসর? বয়স বিতর্কে মোহন ভাগবতের স্পষ্ট জবাব ◈ খালেদা জিয়া সরকারে থাকাকালে দেশের টাকা বিদেশে পাঠাননি: চান্দিনায় মাহমুদুর রহমান মান্না ◈ বাগেরহাটে জিয়া মেমোরিয়াল অরফানেজ ট্রাস্ট এখন ‘ভূতের বাড়ি’ ◈ নির্বাচনকে ঘিরে ধোঁয়াশা সৃষ্টি করছে কয়েকটি পক্ষ: সালাহউদ্দিন আহমেদ ◈ মুরগির মাংস-ডিমে সিসা-ক্রোমিয়ামসহ ভারী ধাতুর উপস্থিতি: বিএফএসএ গবেষণা

প্রকাশিত : ২৯ আগস্ট, ২০২৫, ০৫:০৫ বিকাল
আপডেট : ২৯ আগস্ট, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিদায়ের আভাস, আর্জেন্টিনায় শেষ প্রতিযোগিতামূলক ম্যাচ খেলতে যাচ্ছেন মেসি?

আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি ইঙ্গিত দিলেন, জাতীয় দলের হয়ে তার গৌরবময় আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ অধ্যায় হয়তো শুরু হয়ে গেছে। আগামী ৪ সেপ্টেম্বর বুয়েন্স আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে ভেনেজুয়েলার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচটি হতে পারে আর্জেন্টিনার মাটিতে তার শেষ প্রতিযোগিতামূলক ম্যাচ।

ইন্টার মায়ামিকে লিগস কাপের ফাইনালে তোলার পর সংবাদমাধ্যমে মেসি বলেন, এটা খুব বিশেষ ম্যাচ হতে যাচ্ছে। আমার পরিবার থাকবে মাঠে—স্ত্রী, সন্তান, বাবা-মা, ভাইবোন সবাই। ভেনেজুয়েলার পর আরও কোনো ম্যাচ বা প্রীতি খেলব কিনা জানি না। তবে এই ম্যাচটা আমরা শেষ মুহূর্তের মতো করেই উপভোগ করব।

এরই মধ্যে ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে আর্জেন্টিনা। বাছাইপর্বের শেষ ম্যাচটি খেলবে ইকুয়েডরের মাঠে ৯ সেপ্টেম্বর। তবে ঘরের মাঠে ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচটিকেই মেসির জন্য আবেগঘন বিদায়ের উপলক্ষ বলে মনে করছে দেশটির সমর্থকরা।

ফুটবল মহলের ধারণা, ৩৮ বছর বয়সী এই মহাতারকার শেষ বিশ্বকাপ হবে ২০২৬-এ। ২০৩০ সালের বাছাইপর্ব শুরু হওয়ার সময় তার বয়স হবে ৪০। দক্ষিণ আমেরিকান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা কনমেবল সামাজিক মাধ্যমে মেসির ছবির সঙ্গে লিখেছে, দ্য লাস্ট ড্যান্স ইজ কামিং।

২০২২ সালের কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে তৃতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন করে জাতীয় দলের ইতিহাসে অমর হয়ে গেছেন মেসি। দেশের সর্বোচ্চ গোলদাতা ও সবচেয়ে বেশি ম্যাচ খেলা খেলোয়াড় হিসেবে ইতিমধ্যেই নাম লিখিয়েছেন তিনি।

মেসির সম্ভাব্য শেষ ম্যাচ ঘিরে আর্জেন্টিনায় টিকিটের চাহিদা আকাশচুম্বী। এএফএ ভেনেজুয়েলা ম্যাচের টিকিটের দাম বাড়িয়েছে। যেখানে সাধারণ আসন ১০০ ডলার থেকে শুরু করে ভিআইপি টিকিটের দাম উঠেছে ৫০০ ডলার পর্যন্ত। সমর্থকদের জন্য এটি শুধু একটি বাছাইপর্ব নয়, বরং তাদের প্রিয় নায়ককে নিজ দেশে শেষবারের মতো স্যালুট জানানোর সুযোগ। সূত্র: গালফ নিউজ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়