স্পোর্টস ডেস্ক : গত বছর ইন্টারনেটে একজন বোলারের ভিডিও বেশ ভাইরাল হয়। যা দেখে অনেকের অবাকও হতে হয়েছে। লম্বা চুলের একজন পেসার ঠিক শোয়েব আখতারের মতো দৌড়ে এসে বল করছেন।
রানাপ থেকে চুলের কাট, বল ডেলিভারি সবকিছুই যেন পাকিস্তানের সাবেক তারকা শোয়েব আখতারের। প্রথম দেখায় ভুল করতে পারে যে কেউই। কিন্তু পরে জানা গেলো শোয়েব নন, তারই স্বদেশী অন্য এক অখ্যাত ক্রিকেটার ভাইরাল হওয়া পেসার। নাম তার মোহাম্মদ ইমরান। -- ডেইলি ক্রিকেট
পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ারে জন্ম। সিনেমার মতো এক গল্প পাড়ি দিয়ে তিনি এখন ওমান জাতীয় ক্রিকেট দলের সদস্য। খেলবেন এবারের এশিয়া কাপে।
পরিবার চেয়েছিলো সেনাবাহিনীতে যোগ দিক। কিন্তু ইমরান বেছে নেন ক্রিকেটকে। বাড়ি থেকে পালিয়া চলে আসেন করাচিতে। অনূর্ধ্ব-১৯ দলে ট্রায়াল দিয়ে টিকেও যান।
কিন্তু কঠিন প্রতিযোগিতার মধ্যে পাকিস্তানে টিকতে পারেননি। গত বছর তার ভিডিও ভাইরাল হলে ওমানের একটি ফ্র্যাঞ্চাইজি ডেকে নেয়।
সেই সিঁড়ি বেয়ে এক বছরের মাথায় ওমান জাতীয় ক্রিকেট দলেই সুযোগ পেয়ে যান। আছেন এশিয়া কাপের জন্য ঘোষিত ওমানের স্কোয়াডেও। এই পর্যায়ে আসার আগে ওমানে সিসি টিভি ইনস্টলেশনের কাজ করেছেন দৈনিক ১২ ঘন্টা করে।
এমন কঠিন পথ পেছনে ফেলে এশিয়া কাপের মতো মঞ্চে ঝড় তোলার অপেক্ষায় জুনিয়র শোয়েব আখতার। এখনো পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে অভিজ্ঞতা বলতে ১ ওয়ানডে ও ২ টি-টোয়েন্টি। ওমান এবারই প্রথম এশিয়া কাপ খেলছে। ওমানের মতো মোহাম্মদ ইমরানের জন্যও যে অপেক্ষাটা রোমাঞ্চকর, চ্যালেঞ্জিং।
নামের সাথে অ্যাকশনের কারণে জুনিয়র শোয়াব ট্যাগ লেগে যাওয়াটা মাঠের ক্রিকেটে কতটা দিতে পারেন সেটাই দেখার পালা। ১২ সেপ্টেম্বর দুবাইতে নিজ জন্মস্থান পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপ মিশন শুরু করবে মোহাম্মদ ইমরানের ওমান।