স্পোর্টস ডেস্ক : আন্তর্জাতিক ফুটবলের শাসক সংস্থা ফিফার নির্দেশ যেনো মানছেই না অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। দীর্ঘদিন ধরেই এআইএফএফ-কে সংবিধান সংশোধনের জন্য বার্তা দেয়া হচ্ছিল। কিন্তু সেই নির্দেশ না মানায় এবার ৩০ অক্টোবর পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। এই সময়সীমা পেরিয়ে গেলে ফিফার পক্ষ থেকে নিষিদ্ধ করা হতে পারে ভারতকে।
মঙ্গলবার (২৬ আগস্ট) এআইএফএ-এর সভাপতি কল্যাণ চৌবেকে পাঠানো চিঠিতে ফিফা জানিয়েছে, নতুন সংবিধান চূড়ান্ত করা এবং রূপায়ণে বার বার দেরি হওয়ায় তারা ‘গভীর ভাবে চিন্তিত’।
২০১৭ সাল থেকে এখনও সম্পূর্ণ হয়নি সংবিধান সংশোধনের কাজ। সুস্পষ্ট কোনো পরিকাঠামোর অভাবে ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠছে। তাই সংবিধান সংশোধন করে ৩০ অক্টোবরের মধ্যে সুপ্রিম কোর্টের থেকে অনুমতি নিতে নির্দেশ দিয়েছে ফিফা।
তার পাশাপাশি ফিফা ও এএফসি, উভয়ের আইন ও নিয়মকানুনের সঙ্গে সামঞ্জস্য রেখে সংবিধান সংশোধনের বিষয়টিও উল্লেখ করা হয়েছে। চিঠিতে স্পষ্ট জানানো হয়েছে সরকারি সংস্থাসহ কোনো তৃতীয় পক্ষের হস্তক্ষেপ ছাড়াই এআইএফএফ-কে স্বাধীনভাবে নিজেদের কাজ করতে হবে।
২০২২ সালের ১৬ আগস্ট এআইএফএ নিষেধাজ্ঞায় পড়েছিল। কারণ, সেই সময় সুপ্রিম কোর্ট নিয়োজিত প্রশাসকদের কমিটি ফেডারেশনের কাজকর্ম দেখছিল, যা ফিফার কাছে তৃতীয় পক্ষের হস্তক্ষেপ ছিল।
যদিও ১৫ দিন পর নিষেধাজ্ঞা ওঠে যায়। এর পর নির্বাচনের মাধ্যমে সভাপতি হন কল্যাণ চৌবে। কিন্তু তার কাজকর্ম নিয়ে যথেষ্ট প্রশ্ন ওঠে। ভারতীয় ফুটবলের এখন যা অবস্থা, অনেক সাবেকরাই মনে করেন এর জন্য দায়ী কল্যাণ চৌবে।