শিরোনাম
◈ ট্রাম্পের শুল্কে ভারতীয় রপ্তানির বড় ধাক্কা, সুযোগে বাংলাদেশ-পাকিস্তান ◈ যেসব দেশে নাগরিকত্ব মিলবে বিয়ে করলেই ◈ ‘ভিক্ষুকের’ বাসায় পুলিশের অভিযান, মিলল ৪ ভরি স্বর্ণ ও সাড়ে ৪ লাখ টাকা ◈ আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি কত? ◈ সংবিধান পরিবর্তন মানবে না বিএনপি: মির্জা ফখরুল ◈ বাংলাদেশ মালয়েশিয়ার শ্রমবাজারে শীর্ষে, আছে ৮ লাখেরও বেশি কর্মী ◈ ট্রাম্পের শুল্কে বন্ধ ভারতের কারখানা, রপ্তানি হুমকিতে ◈ দাবি না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি প্রকৌশল শিক্ষার্থীদের: আল্টিমেটাম রাত ৮টা পর্যন্ত ◈ সব আসামি গ্রেপ্তার না হলে খাবার মুখে নেব না: ‘মব’ করে পিটুনিতে নিহত মাহিনের মা ◈ ডাকসুর ভিপি-জিএস পদে কার ব্যালট নম্বর কত

প্রকাশিত : ২৬ আগস্ট, ২০২৫, ০৭:২২ বিকাল
আপডেট : ২৭ আগস্ট, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

জাতীয় কাবাডি চ্যাম্পিয়নশিপের রুপসা জোনের খেলা য‌শো‌রে শুরু 

স্পোর্টস ডেস্ক : 'তারুণ্যের উৎসব' উপলক্ষে আয়োজিত জাতীয় কাবাডি (পুরুষ ও নারী) চ্যাম্পিয়নশিপের রুপসা জোনের খেলা মঙ্গলবার ( ২৬ আগস্ট) যশোরে শুরু হয়েছে। এই টুর্নামেন্টে পুরুষ বিভাগে ৫টি এবং নারী বিভাগে ৭টি দল দুটি ভিন্ন গ্রুপে ভাগ হয়ে অংশ নিচ্ছে।

উদ্বোধনী দিনের খেলায় দারুণ জয় পেয়েছে স্বাগতিক যশোর। পুরুষ বিভাগের প্রথম ম্যাচে তারা মেহেরপুর জেলাকে বিশাল ব্যবধানে ৭১-১৯ পয়েন্টে হারিয়েছে। অন্যদিকে, নারী বিভাগে সাতক্ষীরা দল কুষ্টিয়াকে ৩৪-২০ পয়েন্টে পরাজিত করে শুভ সূচনা করেছে।

যশোর জিমনেশিয়ামে আয়োজিত এই প্রতিযোগিতার উদ্বোধন করেন যশোরের জেলা প্রশাসক মোঃ আজহারুল ইসলাম।

 উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাহাতাব নাসির পলাশ এবং যশোর জেলা ক্রীড়া সংস্থার সাবেক অতিরিক্ত সাধারণ সম্পাদক আকসাদ সিদ্দিকী শৈবাল। এছাড়া, কাবাডি ফেডারেশনের কোষাধ্যক্ষ মনির হোসেন এবং যশোর কাবাডি পরিষদের সাবেক সভাপতি আবুল বাশারও উপস্থিত ছিলেন।

এবারের জাতীয় কাবাডি চ্যাম্পিয়নশিপ পুরো দেশকে আটটি জোনে ভাগ করে অনুষ্ঠিত হচ্ছে।

 রুপসা জোনের আগে পদ্মা, তিস্তা ও ব্রহ্মপুত্র জোনের খেলা সফলভাবে সম্পন্ন হয়েছে। জোনাল পর্যায়ের খেলা শেষে প্রতিটি জোনের বিজয়ী দলগুলোকে নিয়ে আন্তঃজেলা চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে। সেখান থেকে সেমিফাইনালিস্ট চারটি দল সার্ভিসেস দলের সাথে জাতীয় চ্যাম্পিয়নশিপে অংশ নেবে। প্রেস‌বিজ্ঞ‌প্তি

  • সর্বশেষ
  • জনপ্রিয়