শিরোনাম
◈ রুমিন ফারহানাকে কৃতজ্ঞতা জানিয়ে যা বললেন আরজে কিবরিয়া ◈ মুন্সিগঞ্জের গজারিয়ায় পুলিশ ফাঁড়ির সদস্যদের ওপর ডাকাত দলের হামলা, গোলাগুলি ◈ কাপাসিয়ার কামারগাঁও উচ্চ বিদ্যালয়: বিনা ছুটিতে আমেরিকা বসে বেতন নিচ্ছেন প্রধান শিক্ষক ◈ চীনের বাঁধে ভারতের পানিঝুঁকি, বাড়ছে সংঘাতের আশঙ্কা ◈ যুক্তরাষ্ট্রের সাথে উত্তেজনা প্রশমণে ভারতের লবিং ফার্ম নিয়োগ  ◈ বাংলাদেশ–পাকিস্তান সম্পর্কের স্থায়িত্বে প্রয়োজন ক্ষমা প্রার্থনা: বিশেষজ্ঞদের মত ◈ ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১২ ◈ ‌‌‌'আন্দোলনের সময় ছাত্রদের ন..গ্ন ভিডিও করে রেখে দিতেন তৌহিদ আফ্রিদি' (ভিডিও) ◈ রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার পশ্চিমা বিশ্বের ১১ দেশের ◈ কারাগারে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের হার্ট অ্যাটাক

প্রকাশিত : ২৫ আগস্ট, ২০২৫, ১১:২৩ দুপুর
আপডেট : ২৫ আগস্ট, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

লা লিগায় রিয়াল মা‌দ্রিদের টানা দ্বিতীয় জয়

স্পোর্টস ডেস্ক :  দুর্দান্ত ম‌্যাচ উপহার দি‌য়ে‌ছে রিয়াল মা‌দ্রিদ। নিরঙ্কুশ আ‌ধিপত‌্য বিস্কার ক‌রে খে‌লে তারা সহজ জয় পে‌য়ে‌ছে। এ‌দিন এমবাপ্পে দুটি গোলই পেয়েছেন ওভেইদোর বিপক্ষে ম্যাচে। ৩-০ গোলে জেতা ম্যাচে অন্য গোলটি করেন ভিনিসিউস জুনিয়র। 

রিয়াল নতুন মৌসুম শুরু করেছিল ওসাসুনার বিপক্ষে ম্যাচ দিয়ে। ২০ আগস্টের ওই ম্যাচে ১-০ গোলের কষ্টার্জিত জয় পেয়েছিল তারা। পেনাল্টি থেকে একমাত্র গোলটি করেছিলেন এমবাপ্পে।

ওভেইদোকে হারানো রিয়াল ২ ম্যাচে ৬ পয়েন্ট পেয়ে টেবিলের তিনে অবস্থান করছে। ৪ গোল দেওয়ার বিপরীতে কোনো গোল হজম করেনি তারা। ৬ পয়েন্ট করে আছে যথাক্রমে টেবিলের শীর্ষে ও দুইয়ে থাকা ভিয়ারিয়াল ও বার্সেলোনার।

২৪ বছর লা লিগায় ফেরা ওভেইদোর আতিথ্য নেওয়া রিয়াল গোলের খাতা খুলে ৩৭ মিনিটে। আর্দা গুলারের বাড়িয়ে দেওয়া বলে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেই গোলের জন্য শট দেন এমবাপ্পে। দুই ডিফেন্ডার ও ওভেইদোর গোলরক্ষক সামনে বাধা হিসেবে থাকলেও পরাস্ত হননি ফরাসি তারকা।

এ ম্যাচে ভিনিসিউস জুনিয়রকে শুরু থেকে খেলাননি শাবি আলোনসো। বদলি হিসেবে ব্রাজিলিয়ান তারকা মাঠে ঢুকেন ৬৩ মিনিটে। ৮২ মিনিটে এমবাপ্পের পরের গোলে অ্যাসিস্ট করেন তিনি। তার বানিয়ে দেওয়া বলে আড়াআড়ি শট নিয়ে দ্বিতীয়বার জালের দেখা পান ফরাসি তারকা। ভিনিসিউস এরপর নিজে গোলও করেন।

যোগ করা সময়ে ব্রাহিম দিয়াজের রক্ষণছেড়া পাসে বল ধরেন ভিনি। একটু সামনে এগিয়ে মাপা শটে দূরের পোস্ট দিয়ে গোলের দেখা পান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়