শিরোনাম
◈ সাংবাদিক বিভুরঞ্জন সরকারের ময়নাতদন্ত সম্পন্ন, মেলেনি আঘাতের চিহ্ন ◈ সাবেক সমন্বয়ক চাকরি হারালেন ছাত্রীদের ‘কুপ্রস্তাব’ দেওয়ার অভিযোগে ◈ কোনো ষড়যন্ত্র নির্বাচন বানচাল করতে পারবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা ◈ টানা ৫ দিন যেসব জেলায় বৃষ্টির আভাস ◈ ড. ইউনূসের কারণে বিশেষ সুবিধা পেয়েছে বাংলাদেশ : প্রেস সচিব ◈ ব্যালট বাক্স দখলের স্বপ্নভঙ্গ হবে, অনিয়মে কেন্দ্রের ভোট বাতিল: প্রধান নির্বাচন কমিশনার ◈ হজ ও ওমরাহ পালন: তালিকা যাচাই ছাড়া কোনো এজেন্সিকে অর্থ না দেওয়ার অনুরোধ ◈ ধেয়ে আসছে অতি ভারী বৃষ্টিবলয়, তলিয়ে যেতে পারে ১০ জেলা (ভিডিও) ◈ ফরিদপুরের লোকালয়ে হনুমান, মানুষের সঙ্গে গড়ছে সখ্যতা ◈ মোরেলগঞ্জে সবজির দাম বেড়ে দ্বিগুণ বিপাকে সাধারণ মানুষ

প্রকাশিত : ২৩ আগস্ট, ২০২৫, ১০:৩৯ দুপুর
আপডেট : ২৩ আগস্ট, ২০২৫, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

হংকং ২০ ক্রিকেটার নিয়ে এশিয়া কাপে খেল‌তে যাচ্ছে 

স্পোর্টস ডেস্ক : আফগানিস্তান চূড়ান্ত স্কোয়াড না দিলেও ২২ আগষ্ট এশিয়া কাপের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ। টুর্নামেন্টে শুরু সপ্তাহ দুয়েক আগে একই দিনে স্কোয়াড দিয়েছে হংকংও। 

২০ সদস্যের দল নিয়ে টি-টোয়েন্টি সংস্করণের এশিয়া কাপ খেলতে সংযুক্ত আরব আমিরাতে যাচ্ছে হংকং। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে দেশটির ক্রিকেট বোর্ড। -- ক্রিক‌ফ্রেঞ্জি

বাংলাদেশ ও আফগানিস্তানের বিপক্ষে লড়াই করতে একটু আগেভাগেই সংযুক্ত আরব আমিরাতে যাচ্ছে হংকং। নিজেদের প্রস্তুতি সারতে ২৪ আগষ্ট সংযুক্ত আরব আমিরাতের বিমান ধরবে তারা। 

এশিয়ান ক্রিকেটার কাউন্সিলের (এসিসি) নিয়ম অনুযায়ী, ক্রিকেটার, কোচিং স্টাফ ও সাপোর্ট স্টাফ মিলে মোট ২৫ জনের বহর নিয়ে যাওয়া যাবে এশিয়া কাপে। অতিরিক্ত কাউকে নিতে হলে বোর্ডের খরচে তাদের নিতে হবে।

এমন অবস্থায় ২০ ক্রিকেটার নিয়ে এশিয়া কাপ খেলতে যাচ্ছে হংকং। স্কোয়াডে থাকা ক্রিকেটারদের দেখে নিতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন কুশাল সিলভা। দলটির প্রধান কোচ বলেন, ‘এশিয়া কাপ দিয়েই আমাদের জার্নিটা শুরু হচ্ছে। 

এই সফর দিয়েই আমাদের প্রস্তুতি শুরু হবে, যেখানে আমরা ২০ ক্রিকেটার নিয়ে যাচ্ছি। প্রত্যেক ক্রিকেটারকে বুঝতেই আমরা একটু বড় স্কোয়াড নিয়ে যাচ্ছি।’

হংকংয়ের স্কোয়াডে রাখা হয়েছে আনশুমান রাঠ, নিয়াজাকাত খান, বাবর হায়াত, আইজাজ খান, এহসান খান, কিঞ্চিত শাহ, আয়ুশ শুকলা ও হারুন আরশাদের মতো ক্রিকেটারদের। কুশল জানান, প্রত্যেক ক্রিকেটারকে তাদের জায়গা অর্জন করতে হবে। 

তিনি বলেন, ‘প্রত্যেক খেলোয়াড়কে তাদের জায়গা অর্জন করতে হবে। আমরা এখানে অংশগ্রহণ করতে যাচ্ছি না। আমরা এখানে প্রতিযোগিতা করতে, ম্যাচ জিততে এবং অভিজ্ঞতা উপভোগ করতে যাচ্ছি।

২০২৪ এসিসি প্রিমিয়ার কাপে তৃতীয় প্লে-অফের ম্যাচে নেপালকে হারিয়ে এশিয়া কাপ খেলার অর্জন করে হংকং। 

২০০৪, ২০০৮, ২০১৮ এবং ২০২২ সালের পর পঞ্চমবারের মতো এশিয়া কাপে খেলার সুযোগ পেয়েছে তারা। ৯ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে হংকং। ১১ সেপ্টেম্বর বাংলাদেশ ও ১৫ সেপ্টেম্বর তাদের ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে।

এশিয়া কাপে হংকংয়ের স্কোয়াড— ইয়াসিম মুর্তজা (অধিনায়ক), বাবর হায়াত (সহ-অধিনায়ক), জিসান আলী, নিয়াজাকাত খান, নাসরুল্লা রানা, মার্টিন কোয়েতজি, আনশুমান রাঠ, এহসান খান, মার্ক চাল্লু,আশিষ শুকলা, আইজাজ খান, আতিক উল রেহমান ইকবাল, কিঞ্চিত শাহ, আদিল মেহমুদ, আনাস খান, হারুন মোহাম্মদ আরশাদ, আলি হাসান, শহীদ ওয়াসিফ, গাজানফার মোহাম্মদ এবং মোহাম্মদ ওয়াহিদ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়