শিরোনাম
◈ ইটনায় ইউএনও বাসভবনে হামলা মামলায় ছাত্রদল নেতা গ্রেপ্তার ◈ ব্যাটিং-‌বো‌লিং‌য়ে ব্যর্থ সাকিব আল হাসান, হারলো তার দল অ্যান্টিগা ◈ ফলের স্বাদ কেমন- আমার ছেলেটা জানে না, গাজার দুর্ভিক্ষ বর্ণনা করেছেন এক মা ◈ সাংবাদিক বিভুরঞ্জন সরকারের ময়নাতদন্ত সম্পন্ন, মেলেনি আঘাতের চিহ্ন ◈ সাবেক সমন্বয়ক চাকরি হারালেন ছাত্রীদের ‘কুপ্রস্তাব’ দেওয়ার অভিযোগে ◈ কোনো ষড়যন্ত্র নির্বাচন বানচাল করতে পারবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা ◈ টানা ৫ দিন যেসব জেলায় বৃষ্টির আভাস ◈ ড. ইউনূসের কারণে বিশেষ সুবিধা পেয়েছে বাংলাদেশ : প্রেস সচিব ◈ ব্যালট বাক্স দখলের স্বপ্নভঙ্গ হবে, অনিয়মে কেন্দ্রের ভোট বাতিল: প্রধান নির্বাচন কমিশনার ◈ হজ ও ওমরাহ পালন: তালিকা যাচাই ছাড়া কোনো এজেন্সিকে অর্থ না দেওয়ার অনুরোধ

প্রকাশিত : ২৩ আগস্ট, ২০২৫, ১০:১৩ দুপুর
আপডেট : ২৩ আগস্ট, ২০২৫, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

রু‌বেন দিয়াস ২০২৯ সাল পর্যন্ত ম্যানচেস্টার সি‌টি‌তে খেল‌বেন

স্পোর্টস ডেস্ক : রু‌বেন দিয়াস ম্যানচেস্টার সিটির সঙ্গে দুই বছরের নতুন চুক্তি স্বাক্ষর করেছেন। ২০২৯ সাল পর্যন্ত ক্লাবটিতে থাকবেন পর্তুগিজ এই ডিফেন্ডার।

শুক্রবার স্বাক্ষর করা নতুন চুক্তিতে আরও এক বছর মেয়াদ বাড়ানোর সুযোগ রাখা হয়েছে। দিয়াসের সঙ্গে ক্লাবের আগের চুক্তি ছিল ২০২৭ সাল পর্যন্ত।

২০২০ সালে সাড়ে ৬ কোটি পাউন্ডে পর্তুগিজ ক্লাব বেনফিকা থেকে সিটিতে যোগ দেন দিয়াস। অভিষেক মৌসুমেই জেতেন প্রিমিয়ার লিগের বর্ষসেরা খেলোয়াড়ের খেতাব।

পাঁচ বছরে ক্লাবকে চারটি লিগ শিরোপা, একটি চ্যাম্পিয়নস লিগ, একটি এফএ কাপ এবং একটি ফুটবল লিগ কাপ জেতাতে সাহায্য করেছেন দিয়াস।

চুক্তি নবায়নের পর ২৮ বছর বয়সী এই তারকা বলেন, আজ আমি ভীষণ খুশি। আমি ম্যানচেস্টারকে ভালোবাসি – এখন এটা আমার ঘর। আর আমি ম্যানচেস্টার সিটির সমর্থকদেরও ভালোবাসি। আমরা যে ট্রফিগুলো জিতেছি আর মাঠে যে ফুটবল খেলেছি, তার কথা ভেবে আমি অন্য কোথাও খেলার কথা ভাবতে পারি না।

সিটির ফুটবল পরিচালক হুগো ভিয়ানা দিয়াসকে “ড্রেসিংরুম ও মাঠের নেতা” হিসেবে আখ্যা দেন।

ক্লাব এখন ইংলিশ ডিফেন্ডার জন স্টোনস ও পর্তুগিজ মিডফিল্ডার বের্নার্দো সিলভার সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানোর দিকে মনোযোগ দিতে পারে। তাদের সঙ্গে চুক্তির মেয়াদ আর এক বছর বাকি আছে। অন্যদিকে জার্মান মিডফিল্ডার ইলকাই গুনদোয়ান ও ব্রাজিলিয়ান গোলরক্ষক এদেরসনের চুক্তির মেয়াদ শেষ হতে বাকি আছে ১২ মাসেরও কম।

এছাড়া স্প্যানিশ মিডফিল্ডার রদ্রি, ইংলিশ প্লেমেকার ফিল ফোডেন, সুইস ডিফেন্ডার মানুয়েল আকাঞ্জি ও ডাচ সেন্টার-ব্যাক নাথান আকের চুক্তির মেয়াদ শেষ হবে দুই বছরের মধ্যে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়