শিরোনাম
◈ খালেদা জিয়ার সঙ্গে রোববার সন্ধ্যায় বৈঠক করবেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ◈ ক্তরাষ্ট্রের পণ্যের ওপর শুল্ক প্রত্যাহারের ঘোষণা কার্নির ◈ আমাদের উপদেষ্টা যারা দায়িত্ব পালন করছেন, এখন অনেক ক্ষেত্রেই তারা অসহায়: মির্জা ফখরুল ◈ পরাজ‌য়ে শুরু, পরাজয় দি‌য়ে শেষ বাংলা‌দেশ দ‌লের টপ এন্ড টি-টোয়েন্টি ক্রিকেট ◈ আমাকেও বাংলাদেশে ঠেলে দেওয়া হতে পারে: অমর্ত্য সেন ◈ ঢাকায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী, ‘ঐতিহাসিক’ বলছে ইসলামাবাদ ◈ ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার সময় জানাল এনসিটিবি ◈ মামুনুল হক যা বললেন জামায়াতের সঙ্গে জোট প্রসঙ্গে ◈ আমাদের সবাইকে পরিবর্তনের জন্য প্রস্তুত হতে হবে: রিজওয়ানা হাসান ◈ দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে চারজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৪৭

প্রকাশিত : ২৩ আগস্ট, ২০২৫, ০৪:৫৭ দুপুর
আপডেট : ২৩ আগস্ট, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইটনায় ইউএনও বাসভবনে হামলা মামলায় ছাত্রদল নেতা গ্রেপ্তার

ফারুকুজ্জামান, কিশোরগঞ্জ : কিশোরগঞ্জের ইটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বাসভবনে হামলার ঘটনায় দায়ের করা মামলায় উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আজাদুর রহমান সুজন (৩০) গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার (২২ আগস্ট) রাত দেড়টার দিকে কিশোরগঞ্জ শহরের শোলাকিয়া বনানী মোড় এলাকা থেকে র‍্যাব অভিযান চালিয়ে তাকে আটক করে। এর আগে এই মামলায় আব্দুন নামে আরও একজনকে গ্রেপ্তার করে ইটনা থানা পুলিশ।

র‍্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশরাফুল কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৩ আগস্ট বিকেলে ইটনা উপজেলা পরিষদ চত্বরে ইউএনওর বাসভবনে হামলার ঘটনা ঘটে। ওইদিন রাতেই আনসার সদস্য মফিজুল ইসলাম বাদী হয়ে ইটনা থানায় ৪২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও প্রায় তিনশ’ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কিছুদিন আগে উপজেলা প্রশাসনের অনুমতি ছাড়াই সদর ইউনিয়নের কয়েকজন যুবক একটি শৃঙ্খলা কমিটি গঠন করে ইটনা মিনি স্টেডিয়ামে ফুটবল টুর্নামেন্ট চালু করে। স্থানীয়ভাবে অভিযোগ ওঠে যে সেখানে খেলার পাশাপাশি জুয়ার আসরও বসছে। বিষয়টি তদন্ত করে ইউএনও টুর্নামেন্ট বন্ধের নির্দেশ দেন। কিন্তু নির্দেশ অমান্য করে খেলা চলতে থাকে।

খেলা চলাকালে পুলিশের এক কর্মকর্তা মাঠে গিয়ে ইউএনওর নির্দেশের কথা জানালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এক পর্যায়ে খেলোয়াড় ও দুই-তিন শতাধিক জনতা মিছিল নিয়ে ইউএনও অফিসের সামনে যায় এবং সেখানে হামলা চালায়। এ সময় বাসভবনে দায়িত্বপ্রাপ্ত আনসার সদস্যরা বাধা দিলে তাদেরও মারধর করা হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে তাদের ওপরও হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে ইটনা থানা পুলিশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়