স্পোর্টস ডেস্ক : ম্যাথিউ ব্রিটস্কি ওয়ানডেতে নিজের অভিষেক ম্যাচে রেকর্ড গড়া সেঞ্চুরি হাঁকিয়ে আগমনী বার্তা দিয়েছিলেন। পরের দুটি ম্যাচেও খেলেছিলেন পঞ্চাশ ছোঁয়া ইনিংস।
এবার ক্যারিয়ারের চতুর্থ ম্যাচে আরেকটি ফিফটি হাঁকিয়ে ডানহাতি এই ব্যাটার এমন এক কীর্তি গড়েছেন যা নেই ওয়ানডে ইতিহাসে আর কারোরই। প্রথম ক্রিকেটার হিসেবে ক্যারিয়ারের প্রথম চার ম্যাচে পঞ্চাশ ছোঁয়া ইনিংস খেলার রেকর্ড গড়েছেন দক্ষিণ আফ্রিকার এই ব্যাটার। -- অলআউট স্পোর্টস
শুক্রবার ম্যাকাইয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ৮৮ রান করেন ব্রিটস্কি। তার ৭৮ বলের ইনিংসটি সাজান ৮ চার ও ২ ছক্কায়।
এই ইনিংস খেলার পথে আরেকটি রেকর্ড গড়েছেন ব্রিটস্কি। ক্যারিয়ারের প্রথম চার ইনিংসে সর্বোচ্চ রানের মালিক এখন তিনি। এক সেঞ্চুরি ও তিন ফিফটিতে তার রান এখন ৩৭৮। এতদিন এই রেকর্ডটি ছিল তারই স্বদেশি ২৮০ রান করা টেম্বা বাভুমার।
গত ফেব্রুয়ারিতে পাকিস্তানে ত্রিদেশীয় সিরিজে নিউ জিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে ওয়ানডে অভিষেক হয় ব্রিটস্কির। লাহোরে অনুষ্ঠিত সেই ম্যাচে ৪৭ বছর পুরানো রেকর্ড ভেঙে তিনি। ওপেনিংয়ে নেমে তিনি ফেরেন ১৫০ রান করে।
তার আগে ওয়ানডে অভিষেকে সর্বোচ্চ ইনিংসের রেকর্ডটি ছিল ডেসমন্ড হেইন্সের। ১৯৭৮ সালের অষ্ট্রেলিয়ার বিপক্ষে ১৪৮ রান করেছিলেন ওয়েস্ট ইন্ডিজের এই কিংবদন্তি।
এরপর পাকিস্তানের বিপক্ষে নিজের দ্বিতীয় ম্যাচে ৮৩ রান করেন ব্রিটস্কি। তৃতীয় ওয়ানডে খেলার জন্য ২৬ বছর বয়সী এই ক্রিকেটারকে অপেক্ষা করতে হয় পাঁচ মাসের বেশি। গত মঙ্গলবার কেয়ার্নসে অস্ট্রেলিয়ায় সিরিজের প্রথম ম্যাচে ৫৭ রান করে ফেরেন তিনি।
সেদিন আরেকটি রেকর্ড গড়েন ব্রিটস্কি। প্রথম তিন ওয়ানডেতে ২৯০ রান করে তিনি ছাড়িয়ে যান নিক নাইটকে। ইংল্যান্ডের সাবেক এই ওপেনার ক্যারিয়ারের প্রথম তিন ওয়ানডেতে ২৬৪ রান করেছিলেন।