স্পোর্টস ডেস্ক : সময় সুযোগ হলে আবারো বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলতে চান নেপালের এই লেগ-স্পিনার।
২০১৯ সালের বিপিএলে খেলেছিলেন লামিচানে। সেবার সিলেট সিক্সার্সের হয়ে মাঠ মাতাতে দেখা যায় এই স্পিনারকে। ছয় ম্যাচে চার উইকেট নিয়েছিলেন তিনি। তারপর অবশ্য আর বিপিএলে দেখা যায়নি তাকে।
এছাড়া দেশ হিসেবে বাংলাদেশ বেশ পছন্দ লামিচানের। বর্তমানে টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজ খেলতে অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন এই স্পিনার। সেখানেই ক্রিকফ্রেঞ্জিকে দেয়া সাক্ষাৎকারে এমনটা জানিয়েছেন তিনি।
লামিচানে বলেন, 'বলা যায় না। যদি কোনো দল আমার সাথে যোগাযোগ করে, এবং আমি সেই নির্দিষ্ট সময়ে খেলার জন্য ফ্রি থাকি, তাহলে আমি সেখানকার যেকোনো দলে যোগ দিতে চাই।'
'অবশ্যই, কে না চায়? এটা একটা সুন্দর দেশ, সেখানকার মানুষগুলোও খুব সুন্দর। তাই, আমি যতবারই সেখানে গিয়েছি, আমি বাংলাদেশের মানুষের কাছ থেকে অনেক ভালোবাসা পেয়েছি। তাই, অবশ্যই আবার যেতে চাই।
বর্তমানে টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে খেলছে বাংলাদেশ 'এ' দল। এ ছাড়া দেশের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান সময় কাটাচ্ছেন ক্যারিবীয় দীপপুঞ্জে। সেখানে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) ব্যস্ত সময় পার করছেন তিনি।
সাকিবের প্রসঙ্গ উঠতেই লামিচানে বলেন, 'হ্যাঁ, আমি সাকিবকে খুব ভালোভাবে চিনি। আমি তাকে চিনি, তবে অতটা ব্যক্তিগতভাবে নয়, কিন্তু আমরা ড্রেসিংরুম শেয়ার করেছি, আমরা বেশ কয়েকবার একে অপরের বিরুদ্ধে খেলেছি।'
সাকিবকে ব্যক্তিগতভাবে না চিনলেও বাংলাদেশের বেশ কয়েকজন ক্রিকেটারের সঙ্গে সখ্যতা আছে লামিচানের। লিটন দাসের সঙ্গে ভালো সম্পর্ক লামিচানের। এ ছাড়া নাজমুল হোসেন শান্ত এবং আফিফ হোসেনকে অনেক আগে থেকেই চিনেন এই স্পিনার।
লামিচানে বলেন, 'বাংলাদেশে অনেক খেলোয়াড় আছে যারা সবসময় তাদের দেশের প্রতিনিধিত্ব করেছে। যেমন সাকিব আছে। সে বাংলাদেশের অনেক মানুষের রোল মডেল। লিটনের সাথে আমার খুব ভালো সম্পর্ক আছে।'
'আফিফ আমার অনূর্ধ্ব-১৯ ব্যাচের একজন ভালো বন্ধু, নাজমুলও আছে, এবং আরও অনেক খেলোয়াড় আছে যারা আমার খুব কাছের। আমি নির্দিষ্ট করে দুই বা তিনজনের নাম বলতে পারব না, কিন্তু বাংলাদেশ থেকে এমন অনেক খেলোয়াড় আছে যারা আমার খুব কাছের।'
এদিকে বিপিএলের পাশাপাশি আইপিএলেও দুই আসরে খেলেছিলেন লামিচানে। ২০১৮ এবং ২০১৯ মৌসুমে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলতে দেখা যায় এই স্পিনারকে। সেখানে দুই আসরে ৯ ম্যাচ মিলিয়ে ১৩ উইকেট নেন তিনি।