শিরোনাম
◈ আমনুরা রেলওয়ে জংশনে তেলবাহী বগি লাইনচ্যুত, রহনপুর-রাজশাহী রুটে ট্রেন চলাচল বন্ধ ◈ আসিয়ানে যোগ দিতে সময় লাগবে, তবে আমরা হাল ছাড়ব না: ড. মুহাম্মদ ইউনূস ◈ ডলারের পরিবর্তে রুপির প্রসারে ভারতের বড় পদক্ষেপ ◈ ভোলাগঞ্জে সাদা পাথর লুটের হোতা বাহার-রজন গা ঢাকা, প্রশাসনের নীরবতায় বছরে শতকোটি টাকার চাঁদাবাজি ◈ মাধ্যমিক ও উচ্চশিক্ষা সচিব হচ্ছেন রেহানা পারভীন ◈ অপরাধ দমনে দেশজুড়ে জোরালো হচ্ছে যৌথ বাহিনীর অভিযান, অস্ত্র-মাদকসহ গ্রেপ্তার ৭০ ◈ মাত্র ৫০ ডলারে অনলাইনে বিক্রি হচ্ছে চুরি হওয়া ব্যক্তিগত তথ্য ও পাসওয়ার্ড, বিতর্কে Farnsworth Intelligence ◈ ফারুকীর অস্ত্রোপচারসহ সার্বিক পরিস্থিতি জানালেন তিশা ◈ হায়দরাবাদে দেহ ব্যবসা থেকে বাংলাদেশি কিশোরী উদ্ধার, ফের আলোচনায় আন্তদেশীয় মানব পাচার চক্র ◈ বিদ্যালয়ে ঢুকে সহকারী শিক্ষককে মারধর করে বাজারে ঘোরানো, বিএনপি-ছাত্রদলের কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ

প্রকাশিত : ১৭ আগস্ট, ২০২৫, ১০:২১ দুপুর
আপডেট : ১৮ আগস্ট, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

রোহিত শর্মা ও বিরাট কোহলি বিসিসিআইয়ের রাজনীতির শিকার 

স্পোর্টস ডেস্ক : ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেই আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। চলতি বছর আইপিএল চলাকালীন কয়েকদিনের ব্যবধানে দুজনে ছেড়েছেন টেস্ট ক্রিকেটও। টি-টোয়েন্টি থেকে অবসর নেয়া বোধগম্য হলেও অনেকেই তাদের দুজনের টেস্ট অবসর মানতে পারছেন না। 

ভারতের সাবেক পেসার কার্সন ঘাগড়ি মনে করেন, বিসিসিআইয়ের ভেতরের রাজনীতির শিকার হয়েই টেস্ট থেকে অবসর নিয়েছেন রোহিত ও কোহলি।

সবশেষ কয়েক বছর ধরেই টেস্টে প্রত্যাশিতভাবে পারফর্ম করতে পারছিলেন না রোহিত। সবশেষ অস্ট্রেলিয়া সফরেও ব্যাট হাতে ছন্দে ছিলেন না তিনি। সিরিজের ৩ টেস্ট খেলে রান করেন মাত্র ৩১। যার ফলে বোর্ডার-গাভাস্কার ট্রফিতে দলের প্রয়োজনে অধিনায়ক হয়েও নিজেকে একাদশের বাইরে রেখেছিলেন সিডনি টেস্ট থেকে। 

এমন অবস্থায় গুঞ্জন ছিল দ্রুতই টেস্ট অধিনায়কত্ব হারাতে পারেননি ডানহাতি এই ওপেনার। এমন গুঞ্জনের মাঝেই আইপিএলের গত আসরের সময় আচমকা টেস্ট থেকে অবসরে যান তিনি।

১১ বছরের টেস্ট ক্যারিয়ারে ভারতের জার্সিতে ৬৭ ম্যাচে ৪০.৫৭ গড়ে ৪ হাজার ৩১ রান করেছেন রোহিত। ১২ সেঞ্চুরির সঙ্গে ১৮ হাফ সেঞ্চুরিও আছে তাঁর। রোহিতের অবসরের ঘোষণা কয়েকদিনের ব্যবধানে একই পথে হাঁটেন কোহলিও। ব্যাট হাতে সময়টা ভালো না যাওয়ায় কয়েক বছর ধরেই সমালোচনা শুনতে হচ্ছিল তাকে। 

অস্ট্রেলিয়া সফরে ব্যর্থ হওয়ার পর সেটা আরও প্রবল হতে থাকে। যেখানে পাঁচ টেস্টে তিনি ৯ ইনিংসে ২৩.৭৫ গড়ে ১৯০ রান করেছিলেন।

টেস্ট চ্যাম্পিয়নশিপের পরের চক্রের জন্য তরুণদের নিয়ে দল সাজাতেই কোহলি ও নির্ভরতা কমিয়ে আনার চেষ্টা করে ভারত। যার অংশ হিসেবে টেস্ট থেকে অবসরে নেন ১৪ বছরে ভারতের হয়ে ১২৩ টেস্ট খেলা কোহলি।

 ৩০ সেঞ্চুরিতে ৯ হাজার ২৩০ রান করেছেন ডানহাতি এই ব্যাটার। তাদের দুজনের অবসরে অবাক হয়েছেন কার্সন। ভারতের সাবেক পেসারের বিশ্বাস, আরও কয়েক বছর টেস্ট খেলতে পারতেন কোহলি। বিসিসিআই তাদের বিদায়ের আয়োজন না করায় বোর্ডের দিকে আঙুল তুলেছেন তিনি।

ভিকি লালওয়ানির শোতে কার্সন বলেন, ‘দেখুন, এটা একটা রহস্যের মতো। অবশ্যই, অনায়াসেই সে (কোহলি) ভারতের হয়ে খেলা চালিয়ে যেতে পারতো। 

খুব সম্ভবত আরও কয়েক বছর খেলতে পারতো। কিন্তু আমার মনে হয় কিছু একটা তাকে অবসর নিতে জোর করেছে। এবং দুর্ভাগ্যজনকভাবে সে যখন অবসর নিয়েছে, এমনকি সে বিসিসিআইয়ের কাছে ভালোভাবে বিদায় পায়নি। বিসিসিআই এবং ভারতীয় ক্রিকেটের জন্য এত কিছু করেছে উচিত ছিল ভালোভাবে বিদায় দেয়া।

কোহলি ও রোহিতের টেস্ট অবসরের পেছনে বিসিসিআইয়ের ভেতরের রাজনীতির গন্ধ পাচ্ছেন কার্সন। ভারতের এই পেসার মনে করেন তারা দুজন এই কারণেই অবসর নিয়েছেন। 

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এটা বিসিসিআইয়ের ভেতরের Iরাজনীতি, যা বোঝা অনেক কঠিন। আমার মনে হয় খুব সম্ভবত তাদের দ্রুত অবসরের পেছনে এটাই কারণ। এমনকি রোহিত শর্মাও দ্রুত অবসর নিয়েছে। তাদেরকে অবসর নিতেও বলা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়