শিরোনাম
◈ ফারুকীর সর্বশেষ অবস্থা জানালেন তিশা ◈ প্রধানমন্ত্রী হলে থাকা যাবে না দলীয় প্রধানের পদে, জুলাই সনদের খসড়ায় আরও যা আছে ◈ হাসনাত-সারজিসসহ ৫ নেতার শোকজ নোটিশ প্রত্যাহার ◈ দেশে আরেকটা বিপ্লব হতে পারে : রেজা কিবরিয়া ◈ ফরিদপুরে অসুস্থ গরু জবাই করে পালিয়ে গেল কসাই! ◈ ‎তিস্তা নদীর পানি বিপদসীমা থেকে নামলেও দুর্ভোগে প্লাবিত মানুষ ◈ কক্সবাজারে হঠাৎ অসুস্থ সংস্কৃতি উপদেষ্টা, এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় প্রেরণ ◈ আজ ১১ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় ◈ জুলাই সনদ না দিয়ে জনগণের সঙ্গে বেইমানি করেছে সরকার: নাসীরুদ্দীন পাটওয়ারী (ভিডিও) ◈ টপ এন্ড টি-‌টো‌য়ে‌ন্টি সি‌রি‌জে নেপালকে হারা‌লো বাংলাদেশ এ’ দল

প্রকাশিত : ১৭ আগস্ট, ২০২৫, ১২:১৮ রাত
আপডেট : ১৭ আগস্ট, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

ইং‌লিশ লিগের উদ্বোধনী ম্যাচে বর্ণবাদের অভিযোগ

স্পোর্টস ডেস্ক: ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুমের প্রথম ম্যাচে বর্ণবাদী আচরণের অভিযোগ উঠেছে। অ্যানফিল্ডে অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধে বোর্নমাউথের ঘানার ফরোয়ার্ড আন্টোয়ান সেমেনিও দর্শকসারি থেকে বর্ণবাদী গালাগালির শিকার হওয়ার অভিযোগ করলে রেফারি কিছু সময়ের জন্য খেলা বন্ধ করে দিয়েছিলেন। --- অলআউট স্পোর্টস

শুক্রবার ম্যাচের ২৯তম মিনিটে লিভারপুলের কর্নারের সময় এই ঘটনা ঘটলে রেফারি অ্যান্টনি টেইলর টাচলাইনে উভয় দলের কোচের সঙ্গে কথা বলেন। 

এরপর লিভারপুল অধিনায়ক ভার্জিল ফন ডাইক এবং বোর্নমাউথ অধিনায়ক অ্যাডাম স্মিথকেও বেঞ্চে ডেকে নির্দেশনা দেন তিনি। এর চার মিনিট পর আবার খেলা শুরু হয়।

বিরতির সময় অ্যানফিল্ডে সমর্থকদের উদ্দেশ্যে বর্ণবৈষম্যের বিরুদ্ধে বার্তা দেওয়া হয়।

বিরতির পর ১২ মিনিটের মধ্যে দুই গোল করে বোর্নমাউথকে সমতায় ফেরান সেমেনিও। তবে শেষ দিকে + ফেদেরিকো কিয়েজা এবং যোগ করা সময়ে মোহাম্মদ সালাহ গোল করলে ৪-২ ব্যবধানের জয় নিয়ে শিরোপা ধরে রাখার অভিযান শুরু করে লিভারপুল।

ম্যাচ শেষে ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন এক বিবৃতিতে এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার কথা জানায়।

অন্যদিকে মার্সিসাইড পুলিশ জানায়, এই ঘটনায় ৪৭ বছর বয়সী এক দর্শককে অ্যানফিল্ড থেকে বের করে দেওয়া হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে। লিভারপুলও জানিয়েছে, তারা তদন্তের কাজে পুলিশকে পূর্ণ সহযোগিতা করবে।

এই ঘটনায় হতাশা প্রকাশ করে লিভারপুল কোচ আর্নে স্লট বলেন, এটা স্পষ্ট যে আমরা ফুটবলে এসব চাই না। বিশেষ করে অ্যানফিল্ডে তো একেবারেই না... এ ধরনের ঘটনা ফুটবলে কখনোই ঘটতে দেওয়া উচিত নয়।

বোর্নমাউথ কোচ আন্দোনি ইরাওলা বলেন, “তাৎক্ষণিকভাবেই আন্টোয়ান ও রেফারি আমাদের জানিয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিকে শনাক্ত করা গেছে। এটা খুবই দুঃখজনক যে এসব ঘটনা এখনও ঘটে। মৌসুমের প্রথম ম্যাচ, দারুণ খেলা হয়েছে, অথচ আমাকে এসব নিয়ে কথা বলতে হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়