শিরোনাম
◈ জুলাই সনদের খসড়া মতামতের জন্য রাজনৈতিক দলগুলোকে পাঠানো হয়েছে ◈ বসুন্ধরা আবাসিক এলাকায় পানির ট্যাংকে নেমে ৩ জনের মৃত্যু ◈ আগামী ২৪ ঘণ্টায় দেশের ৮ জেলায় বন্যার আশঙ্কা ◈ সিলেট সদর উপজেলায় যৌথ অভিযানে ২ লাখ ৫০ হাজার ঘনফুট পাথর জব্দ ◈ এক মাস পেছাল টাইফয়েড টিকাদান কর্মসূচি  ◈ আলোচনায় নীতা আম্বানির ১০০ কোটির গাড়ি, কী আছে এতে? ◈ জনগণ নির্বাচনমুখী হলে কেউ বাধা দিতে পারবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা ◈ সব ধর্মের মানুষ নিশ্চিন্তে বসবাস করবে বাংলাদেশে: সেনাপ্রধান (ভিডিও) ◈ নিজের নয়, জনগণের ইচ্ছায় সরকারপ্রধানের দায়িত্ব নিয়েছি: ড. ইউনূস ◈ শেরপুরে প্রতারণা মামলায় গ্রেপ্তার আওয়ামী লীগ নেত্রী বন্দনা চাম্বুগং, বিকেলেই জামিনে মুক্ত

প্রকাশিত : ১৬ আগস্ট, ২০২৫, ০৪:৩০ দুপুর
আপডেট : ১৬ আগস্ট, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

এ‌শিয়া কা‌পের আ‌গে বাংলাদেশ দ‌লে যুক্ত হচ্ছেন  মনোবিদ ডে‌ভিড স্কট

স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপের আগে বাংলাদেশ শিবিরে যোগ দিয়েছেন পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উড। ২৮ দিনের চুক্তি শেষে উড চলে গেলেও এক বছরের জন্য মনোবিদ ডেভিড স্কটের সাথে চুক্তি করতে পারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। --- ডেই‌লি ক্রিকেট

স্কট কবে আসবেন তা চূড়ান্ত না হলেও আগামী মাসের এশিয়া কাপ পর্যন্ত তার দলের সাথে থাকা এক প্রকার নিশ্চিত। এমনটাই খবর ‘প্রথম আলো’র।

বাংলাদেশ দলে এর আগেও মনোবিদ কাজ করেছে। ২০০৩ সালের বিশ্বকাপের আগে প্রথমবার এসেছিলেন অস্ট্রেলিয়া থেকে মনোবিদ। এরপর দেশি-বিদেশি অনেক মনোবিদই ক্রিকেটারদের সাথে কাজ করেছেন। তবে তাদের প্রায় সবাই ছিলেন স্বল্প মেয়াদের জন্য। কিন্তু এবার এক বছরের চুক্তি করার কথা ভাবছে বিসিবি।

কিছুদিন আগে স্কট বাংলাদেশ ইমার্জিং দলের সাথে কাজ করেছেন। এবার তার সাথে শুধু এশিয়া কাপ নয়, আগামী এক বছরের চুক্তি নিয়েও আলোচনা শুরু হয়েছে।

এশিয়া কাপের আগ পর্যন্ত স্কটের কাজের ধরণ কেমন হবে তা প্রথম আলোকে জানিয়েছেন ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম। তিনি বলেন, ‘মনোবিদ সব ক্রিকেটারের সঙ্গে আলাদাভাবে কাজ করবেন। মাঠে দেখবেন, মাঠের বাইরেও দেখবেন, কথা বলবেন। 

দলের অংশ হিসেবে থেকেই কাজ করবেন তিনি। প্রতিটি ধাপে ক্রিকেটাররা কী করে, সেটি যখন দেখবেন, তখন সেটা নিয়ে কাজ করারও সুযোগ থাকবে।

বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক ও সাবেক নির্বাচক হাবিবুল বাশারও মনে করেন মনোবিদ আনলে লম্বা সময়ের জন্য আনা উচিত। তিনি বলেন, ‘মনোবিদ আমাকে সমস্যা থেকে বের হওয়া শেখাবেন। 

তারা অনেক ভালো ভালো জিনিস শিখিয়ে যান, কিন্তু যাওয়ার পর সবাই ভুলে যায়। এ জন্য মনোবিদ রাখলে লম্বা সময়ের জন্যই রাখা উচিত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়