আবারও আলোচনায় ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানির পরিবার। বিলাসবহুল লাইফস্টাইলের জন্য প্রায়ই আলোচনায় থাকেন আম্বানি পরিবারের সদস্যরা। আবারও শিরোনাম হলে নীতা আম্বানি। এবার কথা উঠেছে তার নতুন গাড়ি নিয়ে। ১০০ কোটি রুপির বিলাসবহুল অডি গাড়ি কিনেছেন নীতা, বাংলাদেশি মুদ্রায় যা ১৩৮ কোটি টাকারও বেশি।
বলা হচ্ছে, ভারতের সবচেয়ে দামি গাড়িটিই নীতা আম্বানির। গাড়িটি হচ্ছে অডি এ৯ চ্যামেলিয়ন। এই অডি গাড়িটি প্রায় ৬০০ হর্সপাওয়ার শক্তিশালী ইঞ্জিনসহ বাজারে এসেছে। সারাবিশ্বে এটির মাত্র ১১টি গাড়ি বিক্রি হয়েছে।
গাড়িটির সবচেয়ে বড় বিশেষত্ব হলো এই গাড়ির রং। বোতাম টিপেই গাড়ির রং পরিবর্তন করা যায়। এই গাড়ির রঙের নকশা বৈদ্যুতিকভাবে প্রস্তুত করা হয়েছে।
অডি এ৯ চ্যামেলিয়নে কোম্পানিটি ৮.০ লিটারের বি৮ ইঞ্জিন সরবরাহ করেছে। এই ইঞ্জিনটি সর্বোচ্চ ৬০০ এইচপি শক্তি উৎপন্ন করে। ০ থেকে ১০০ কিলোমিটার গতিবেগে পৌঁছতে সময় লাগে মাত্র আধ সেকেন্ড। গাড়ির সর্বোচ্চ গতিবেগ প্রতি ঘণ্টায় ২৫০ কিলোমিটার। বলা হয়ে থাকে, এই গাড়ির গতি বুলেট ট্রেনের চেয়েও বেশি। গাড়িতে মাত্র দুটি দরজা দেওয়া হয়েছে। এই গাড়ির দৈর্ঘ্য প্রায় ৫ মিটার। গাড়ির উইন্ডশিল্ড ও ছাদ একটিতে যোগ করা হয়েছে। উইন্ডস্ক্রিন গাড়ির ছাদের সঙ্গে জোড়া লাগানো। দেখলে অনেকটা মহাকাশযানের মতো মনে হতে পারে।
শুধু অডি এ৯ চ্যামেলিয়ন নয়, আম্বানি পরিবারের গ্যারেজে আছে আরও অনেক বিলাসবহুল গাড়ি। এর মধ্যে রোলস রয়েস, মার্সিডিজ বেঞ্জ, বিএমডব্লিউ এবং ফেরারির মতো ব্র্যান্ডের গাড়ি রয়েছে। আম্বানি পরিবারের গাড়ি সংগ্রহে প্রায় ১৭০টিরও বেশি বিলাসবহুল গাড়ি রয়েছে বলে জানা যায়। এই গাড়িগুলোর প্রত্যেকটির মূল্য কয়েক কোটি টাকা।