শিরোনাম
◈ মারা গে‌লেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার ও কোচ বব সিম্পসন ◈ শেখ মুজিব হত্যা ও হাসিনার পতনের পর ভারতের প্রতিক্রিয়ায় যে ফারাক ◈ ডাক্তাররা কি ঔষধ কোম্পানির দালাল, প্রশ্ন আসিফ নজরুলের (ভিডিও) ◈ বিতর্কিত নির্বাচন হলে দেশ অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগোবে : সালাহউদ্দিন আহমদ ◈ ডায়াবেটিস রোগীদের জন্য সুখবর: নিয়ন্ত্রিত পরিমাণে আম খাওয়ায় উপকার দেখাল ভারতীয় গবেষণা ◈ ধর্মীয় ভাবগাম্ভীর্যে দেশজুড়ে জন্মাষ্টমী পালন, সম্প্রীতি রক্ষায় সজাগ থাকার আহ্বান প্রধান উপদেষ্টার ◈ কোচিং সেন্টারে মিলল বিপুল অস্ত্র-বিস্ফোরক, ঘিরে রেখেছে সেনাবাহিনী ◈ কোনো চাঁদাবাজকে বাংলাদেশে থাকতে দেওয়া হবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা ◈ শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের যন্ত্রপাতির মেয়াদ শেষ, চালুতে অনিশ্চয়তা ও অতিরিক্ত ব্যয়ের আশঙ্কা ◈ বছর পেরিয়ে গেলেও প্রকাশ করা হয়নি উপদেষ্টাদের আয় ও সম্পদের হিসাব

প্রকাশিত : ১৬ আগস্ট, ২০২৫, ১১:২৬ দুপুর
আপডেট : ১৬ আগস্ট, ২০২৫, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

ভারতে চ‌্যা‌ম্পিয়ন্স লিগ খেলতে আস‌ছেন ক্রিশ্চিয়া‌নো রোনাল‌দো

স্পোর্টস রডস্ক : এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ টু-এর গ্রুপ চূড়ান্ত হয়ে গেল। ভারত থেকে এই প্রতিযোগিতায় খেলবে মোহনবাগান এবং এফসি গোয়া। গ্রুপ ‘ডি’তে গোয়ার সঙ্গে রয়েছে আল নাসের। অর্থাৎ, ভারতে খেলতে আসতে পারেন ক্রিশ্চিয়ানো রোনাল‌দো। তুলনায় সহজ গ্রুপ পেয়েছে সবুজ-মেরুন শিবির। --- আনন্দবাজার

৩২টা দলকে আটটা গ্রুপে ভাগ করা হয়েছে। গ্রুপ ‘সি’তে রয়েছে মোহনবাগান। তাদের সঙ্গে রয়েছে ইরানের সেপাহান এসসি, জর্ডনের আল হুসেইন এবং তুর্কমেনিস্তান আহাল এফসি। গ্রুপ ‘ডি’তে এফসি গোয়া, আল নাসের ছাড়া রয়েছে ইরাকের আল জ়াওরা এফসি এবং তাজিকিস্তানের এফসি ইস্তিকলোল।

গোয়া এবং আল নাসের একই গ্রুপে থাকায় রোনাল‌দোর ভারতে খেলতে আসার সম্ভাবনা তৈরি হয়েছে। গ্রুপ পর্বে হোম অ্যান্ড অ্যাওয়ে পদ্ধতিতে খেলা হয়। গোয়া যেমন আল নাসেরের সঙ্গে খেলতে সৌদি আরবে যাবে, তেমনই সৌদির ক্লাবটিকেও ভারতে খেলতে আসতে হবে। তবে সেই দলে সিআর সেভেনের থাকা নিশ্চিত নয়।

যু‌ক্তি অনুযায়ী, রোনাল‌দো নাকি এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ টু-এর অ্যাওয়ে ম্যাচ খেলতে বাধ্য নন। ক্লাব কর্তৃপক্ষ তাঁকে বাধ্য করতে পারবেন না। চুক্তির এই শর্ত সত্যি হলে, রোনাল‌দোর ভারতে খেলতে আসা নির্ভর করবে তাঁর ইচ্ছার উপর। ফলে ভারতে পর্তুগিজ অধিনায়কের খেলতে আসার একটা সম্ভাবনা থাকছেই। এ ব্যাপারে আল নাসের কর্তৃপক্ষ অবশ্য সরকারি ভাবে কিছু জানাননি।

ত‌বে কলকাতার ফুটবলপ্রেমীরা রোনাল‌দোর খেলা মাঠে বসে দেখতে পাবেন না। গোয়া নিশ্চিত ভাবেই ঘরের ম্যাচগুলো গোয়াতেই খেলবে। রোনাল‌দো না এলেও আল নাসেরের হয়ে খেলতে ভারতে আসতে পারেন সাদিও মানে, ফেলিক্স, ইনিগো মার্টিনেজ়ের মতো ফুটবলারেরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়