শিরোনাম
◈ ইতালি উপকূলে অভিবাসীবাহী নৌকা ডুবে ২০ জনের মৃত্যু, বহু নিখোঁজ ◈ নির্বাচন করার ইচ্ছা আছে, এনসিপি’র হয়ে করবো কি-না সিদ্ধান্ত নেইনি: আসিফ মাহমুদ ◈ গুলশানে চাদাবাজিতে গ্রেফতারের আগে অপুর রেখে যাওয়া ভিডিও বার্তা ◈ পুলিশ ও উপদেষ্টার ভাইয়ের মামলা থেকে জামিনে মুক্তি পেলেন মুরাদনগর বিএনপির ১৩ নেতাকর্মী ◈ ‌নেপা‌লের বিরু‌দ্ধে দু‌টি প্রী‌তি ম‌্যাচে হামজা চৌধুরী‌কে নিয়ে বাংলাদেশের প্রাথমিক দল  ◈ সাদা পাথর লুটপাট বন্ধে প্রশাসনের পাঁচ দফা উদ্যোগ ◈ ‘বাকিতে খাবার না দেওয়ায়’ হোটেল মালিককে গুলি ◈ সেনাপ্রধানের নামে ভুয়া অ্যাকাউন্ট খুলে বিভ্রান্তিকর তথ্য প্রচার, আইএসপিআরের সতর্কবার্তা ◈ বাংলাদেশ ব্যাংকের সাবেক ৩ গভর্নরের ব্যাংক হিসাব তলব ◈ প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

প্রকাশিত : ১৩ আগস্ট, ২০২৫, ১১:৩৮ দুপুর
আপডেট : ১৪ আগস্ট, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

টি-‌টো‌য়ে‌ন্টি ক্রিকে‌টে ১০ ব্যাটার আউট শূন্য রানে! ৪ রানে শেষ ইনিংস

স্পোর্টস ডেস্ক : চার রানে শেষ দলের ইনিংস! এমনই ঘটনা ঘটল রাজস্থানে মহিলাদের টি-টোয়েন্টি চ্যাম্পিয়নশিপে। প্রতিযোগিতার অন্যতম দল সিরোহীর ইনিংস ৪ রানে শেষ হওয়ায় কোপ পড়ল নির্বাচকদের উপর। এই ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছে রাজস্থান ক্রিকেট অ্যাসোসিয়েশন।

জয়পুরে সীকরের মুখোমুখি হয়েছিল সিরোহী। প্রথমে ব্যাট করে সিরোহী। ৪ রান শেষ হয়ে যায় তাদের ইনিংস। এর মধ্যে ২ রান এসেছে অতিরিক্ত হিসাবে। দলের ১০ জন ব্যাটার আউট হয়েছেন শূন্য রানে। এক জন ২ রানে অপরাজিত থাকেন। জবাবে সীকর ১ বলে ৫ রান তুলে ম্যাচ জিতে নেয়। তাদের এক জন ব্যাটার ১ রান করেন। বাকি ৪ রান এসেছে ওয়াইড থেকে। আনন্দবাজার

সিরোহীর খেলা দেখে হাসি চাপতে পারেননি দর্শকেরাও। এমন হতশ্রী পারফরম্যান্সের পর প্রশ্ন ওঠে দল নির্বাচন নিয়ে। কাদের এবং কী দেখে নির্বাচন করা হয়েছে, তা নিয়ে আলোচনা শুরু হয় আয়োজকদের মধ্যেও। ক্ষুব্ধ কর্তারা ম্যাচের পরই সিরোহীর সব নির্বাচককে বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়েছেন। উল্লেখ্য, রাজস্থানের ৩৩টা জেলা দল নিয়ে হচ্ছে মহিলাদের টি-টোয়েন্টি চ্যাম্পিয়নশিপ।

সিরোহী জেলা ক্রিকেট সংস্থার ক্ষমতা নিয়ে এক বছরের বেশি সময় ধরে লড়াই চলছে দুই গোষ্ঠীর। কর্তাদের দ্বন্দ্বে কোনও প্রতিযোগিতা আয়োজন করা যায়নি এই সময়ে। ক্রিকেটারদের অনুশীলনও প্রায় বন্ধ। বলা যায় জেলায় ক্রিকেট খেলাই এক রকম বন্ধ হয়ে গিয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়