শিরোনাম
◈ প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল ◈ নির্বাচনে ঋণখেলাপিরা অংশ নিতে পারবেন না: অর্থ উপদেষ্টা ◈ জনগণই নির্ধারণ করবে আগামী দিনে কারা রাষ্ট্র পরিচালনা করবে : নিপুণ রায় ◈ জর্ডান-মিসরকে নিয়ে বৃহত্তর ইসরায়েল প্রতিষ্ঠা করতে চান নেতানিয়াহু ◈ বৃহস্পতিবার যেসব এলাকায় গ্যাস থাকবে না ◈ চানখাঁরপুলে ৬ হত্যা: ‘পুলিশের পোশাক পরা লোকদের হিন্দিতে কথা বলতে শুনি’ ◈ আপনারে কে এখানে বসাইছে, তার কইলজা খুলিহালাইম, আপনার কইলজাও খুলমু: : কুমিল্লায় বিএনপি নেতার হুমকি ◈ ১১৭ দেশে এই প্রথম নজিরবিহীন তল্লাশি, এস আলম গ্রুপের ৪৭০ ‘শ্যাডো’ কোম্পানিতে লুকানো ২ লাখ কোটি টাকা ◈ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব দেয়ার জন্য স্বচ্ছ ও নিরপেক্ষ পুলিশ কর্মকর্তার খোঁজে হিমশিম পুলিশ প্রশাসন ◈ বাংলা‌দে‌শে ইহুদিবিদ্বেষী মন্তব্য, নিরাপত্তা বাহিনীর নির্যাতনসহ যেসব বিষয় উঠে এসেছে যুক্তরাষ্ট্রের প্রতিবেদনে

প্রকাশিত : ১৩ আগস্ট, ২০২৫, ০১:০৯ রাত
আপডেট : ১৩ আগস্ট, ২০২৫, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

‌কির‌গিজস্তা‌নের ক্লাব মুরাসের কাছে হেরে চ্যালেঞ্জ লিগ থেকে ঢাকা আবাহনীর বিদায়

নিজস্ব প্রতি‌কেদক : ঘ‌রের মা‌ঠে সমানতা‌লেই লড়াই ক‌রে‌ছে ঢাকা আবাহনী। কিন্তু ফ‌রোয়ার্ডদের বর্থতায় গো‌লের দেখা পায় আবাহনী। অপর‌দি‌কে নান্দ‌নিক ফুটবল খে‌লে‌ছে কির‌গিজস্তা‌নের ক্লাব দল মুরান ইউনাই‌টেড। এখা‌নেও স্বাগ‌তিক দ‌লের রক্ষণভা‌গের ব‌্যর্থতা ছি‌লো। যে কার‌ণে মুরাস দল জ‌য়ের ঠিকানায় পৌঁছা‌তে পে‌রে‌ছে।

ঘরের মাঠে এএফসি চ্যালেঞ্জ লিগের প্লে-অফ পর্বের গুরুত্বপূর্ণ এই ম্যাচে কিরগিজস্তানের ক্লাব মুরাস ইউনাইটেডের বিপক্ষে ২-০ গোলে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েছে ঢাকা আবাহনী। ম্যাচটি অনুষ্ঠিত হয় ঢাকা জাতীয় স্টেডিয়ামে।

প্রথমার্ধে দুই দলের মধ্যে ছিল হাড্ডাহাড্ডি লড়াই। একাধিক সুযোগ তৈরি হলেও কোনো দলই গোলের দেখা পায়নি।
ম্যাচের ষষ্ঠ মিনিটেই এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ পায় মুরাস ইউনাইটেড। তাদের ফরোয়ার্ড ওলে মারচুক বক্সের মধ্যে ফাঁকা জায়গা পেয়ে নিচু শট নিলেও তা গোলপোস্ট ঘেঁষে বাইরে চলে যায়।

১০ মিনিটে আবারও মুরাসের আক্রমণ ঠেকান আবাহনীর গোলরক্ষক মিতুল মারমা। পোস্ট লক্ষ্য করে নেওয়া চাভেল গোমেসের শক্তিশালী শটটি ফিস্ট করে বাঁচান তিনি। এরপর ১২ মিনিটে আলিগুলভ মাকসাতের শটও ফিরিয়ে দেন মিতুল।

ধীরে ধীরে ম্যাচে ফেরে আবাহনী। ১৩ মিনিটে শাকিল হোসেনের জোরালো শট ঠেকিয়ে দেন মুরাসের গোলরক্ষক ওরেস কোস্তিক। ফিরতি বলে মোরছালিনের শট বিপক্ষ ডিফেন্ডারের গায়ে লেগে কর্নারে পরিণত হয়। ১৮ মিনিটে সুলেমান দিয়াবাতে বাম দিক দিয়ে দারুণ ড্রিবল করে শট নেন, কিন্তু বলটি চলে যায় ক্রসবারের ওপর দিয়ে।

২১ মিনিটে আবারও দুর্দান্ত সেভ করেন মিতুল মারমা। এরপরই সুযোগ পান আল আমিন। বল নিয়ে একাই এগিয়ে গেলেও শট নেওয়ার আগমুহূর্তে ইউক্রেনীয় ডিফেন্ডার বাতসুলা কর্নারে পাঠিয়ে দেন।

৩০ মিনিটে দিয়াবাতে মাঝমাঠ থেকে দারুণ এক রান করে বাম দিকে ইব্রাহিমকে বল বাড়ান। কিন্তু কাছ থেকে নেওয়া শট লক্ষ্যভ্রষ্ট হয়। এর মাধ্যমে প্রথমার্ধের সেরা সুযোগ হারায় আবাহনী। শেষ পর্যন্ত গোলশূন্য ড্র নিয়ে বিরতিতে যায় দুই দল।

বিরতির পরপরই গোল হজম করে বসে আবাহনী। ৪৮ মিনিটে বাঁ দিক থেকে বাতসুলার লম্বা ক্রসে হেড করে গোল করেন আতায় ঝুমাশেভ। গোলটি আসে একেবারে ফাঁকা জায়গা থেকে, কারণ ওই সময় আবাহনীর রক্ষণভাগ ছিল খানিকটা এলোমেলো।

গোল হজমের পর সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠে আবাহনী। একের পর এক আক্রমণ করলেও শাকিল, দিয়াবাতে ও ইব্রাহিমের প্রচেষ্টা প্রতিহত করেন গোলরক্ষক কোস্তিক ও মুরাসের রক্ষণভাগ।

শেষ মুহূর্তে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে আবাহনী, তবে সেটিই তাদের জন্য বিপদ ডেকে আনে। ৯০তম মিনিটে মুরাসের একটি পাল্টা আক্রমণ থেকে দ্বিতীয় গোলটি করেন আবারও আতায় ঝুমাশেভ। ডান দিক থেকে ডি-বক্সে ঢুকে নেওয়া তার জোরালো শট ঠেকাতে পারেননি মিতুল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়