শিরোনাম
◈ ছাত্রলীগ পরিচয়ে নির্যাতনের অংশীদার হতেন ‘ছাত্রশিবিরের নেতা-কর্মীরা’, দিলেন অনেকের পরিচয়: আবদুল কাদেরের ফেসবুক পোস্ট ◈ সি‌লেট স্টে‌ডিয়া‌মে হ‌বে বাংলা‌দেশ - নেদারল্যান্ডস সিরিজের সব ম‌্যাচ ◈ বৈষম্যবিরোধী আন্দোলন থেকে সরকার পতন: এক বছরে বৈষম্য কতটা দূর হলো? ◈ ইয়েমেন উপকূলে শরণার্থীবোঝাই নৌকাডুবি, ৫৪ লাশ উদ্ধার ◈ ডোনাল্ড ট্রাম্পের আগ্রাসী নীতি আ‌মে‌রিকার  রাজ‌নৈ‌তিক ঝু‌কি বাড়া‌চ্ছে: অর্থনৈতিক বিশেষজ্ঞদের মত ◈ প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের সঙ্গে এনডিএ: কেন, কিভাবে, কতটা যৌক্তিক? ◈ ৭ ট্রিলিয়ন ডলারের হালাল অর্থনীতির অংশীদার হতে চায় বাংলাদেশ: আশিক চৌধুরী ◈ যশোরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে  বিএনপির ৬ নেতা, কর্মীকে বহিঃস্কার ◈ জুয়ার আসর থেকে ইউনিয়ন জামাতের সভাপতি ও ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১৪ ◈ ৬০০০ রানের মাইলফলকে জো রুট

প্রকাশিত : ০২ আগস্ট, ২০২৫, ১১:০৭ দুপুর
আপডেট : ০৩ আগস্ট, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

এশিয়া কাপের ভবিষ্যৎ আবার অনিশ্চিত! পি‌সি‌বি‌কে ৩৭০ কো‌টি টাকার ভয় দেখা‌চ্ছে সম্প্রচারকারী সংস্থা

স্পোর্টস ডেস্ক : এশিয়ান ক্রিকেট কাউন্সিল জানিয়েছে, ৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে এশিয়া কাপ। কিন্তু আদৌ কি সেই প্রতিযোগিতা হবে? বা হলেও কি ভারত-পাকিস্তান ম্যাচ হবে? এশিয়া কাপ নিয়ে আবার জটিলতা তৈরি হয়েছে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের উপর চাপ তৈরি করেছে প্রতিযোগিতার সম্প্রচারকারী সংস্থা সোনি স্পোর্টস নেটওয়ার্ক। ----- আনন্দবাজার

এশিয়া কাপ সম্প্রচার করা হবে সোনি স্পোর্টস নেটওয়ার্কে। ২০৩১ সাল পর্যন্ত এই প্রতিযোগিতার সম্প্রচারের জন্য এশিয়ান ক্রিকেট কাউন্সিলকে ১৪৮০ কোটি টাকা দিতে হবে তাদের। পাকিস্তানে এশিয়া কাপের সম্প্রচারের জন্য তারা এই চুক্তির ২৫ শতাংশ অর্থাৎ, ৩৭০ কোটি টাকা দাবি করেছে। তাতেই সমস্যা বেড়েছে।

এত দিন পাকিস্তানে সম্প্রচারের জন্য মোট চুক্তির ১০ শতাংশ দেওয়া হত। সেটা এক ধাক্কায় ১৫ শতাংশ বেড়ে গিয়েছে। পাকিস্তানের সংবাদমাধ্যম ‘ডন’ জানিয়েছে, এই টাকার চাপ পাকিস্তানের পক্ষে সামলানো মুশকিল। পাক বোর্ডের এক আধিকারিক বলেছেন, “এই পরিস্থিতিতে পাকিস্তানের সব সম্প্রচারকারী চ্যানেলকে এক জায়গায় আসতে হবে। হয় সকলে মিলে একসঙ্গে একটাই চ্যানেলে এশিয়া কাপের সম্প্রচার করতে হবে। নইলে প্রতিযোগিতার সম্প্রচারের দৌড় থেকে বেরিয়ে আসতে হবে। সে ক্ষেত্রে পাকিস্তানে এশিয়া কাপ সম্প্রচার করা যাবে না।

সম্প্রচারকারীদের এই দাবি ভারত-পাকিস্তানের মধ্যে ক্রিকেটীয় সম্পর্ক আরও খারাপ করতে পারে বলে দাবি করেছেন ওই আধিকারিক। তিনি বলেছেন, “ভারতীয় সম্প্রচারকারী সংস্থা জুয়া খেলছে। এর প্রভাব সুদূরপ্রসারী হতে পারে। এতে হিতে বিপরীত হতে পারে। যদি তেমনটা হয় তা হলে দুই দেশের ক্রিকেটীয় সম্পর্ক আরও খারাপ হবে।” তবে এখনও এশিয়ান ক্রিকেট কাউন্সিল বা ভারতীয় ক্রিকেট বোর্ড এই বিষয়ে কিছু জানায়নি।

শেষ পর্যন্ত এশিয়া কাপ হলেও ভারত-পাকিস্তান ম্যাচ হবে কি না তা নিয়ে সংশয় রয়েছে। পহেলগাঁওয়ে জঙ্গি হামলা ও তার পরে ‘অপারেশন সিঁদুর’ ঘিরে দু’দেশের সম্পর্ক উত্তপ্ত হয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ড আইসিসি-র কাছে আবেদন করেছিল, বড় প্রতিযোগিতায় ভারত, পাকিস্তানকে এক গ্রুপে না ফেলতে। তার পরেও এশিয়া কাপে তাদের এক গ্রুপে রাখা হয়েছে। সূচি অনুযায়ী, ১৪ সেপ্টেম্বর সেই ম্যাচ হওয়ার কথা

কয়েক দিন আগে ‘ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডস’-এ ভারতীয় ক্রিকেটারদের আপত্তিতে ভারত-পাকিস্তান ম্যাচ বাতিল হয়েছে। পরে সেমিফাইনালে দুই দল মুখোমুখি হলেও ভারত প্রতিযোগিতা থেকে নাম তুলে নিয়েছে। 

পাকিস্তানের বিরুদ্ধে খেলতে চায়নি তারা। সম্প্রচারকারী সংস্থাও ভারতের পাশেই দাঁড়িয়েছে। এশিয়া কাপেও ভারত-পাক ম্যাচ ঘিরে আপত্তি তুলেছেন ভারতীয় সমর্থকেরা। এই পরিস্থিতিতে শেষ পর্যন্ত ভারত পাকিস্তানের বিরুদ্ধে খেলবে কি না তা হয়তো কেন্দ্রীয় সরকারের উপর নির্ভর করছে। 

পাকিস্তান ম্যাচ বয়কটের দাবিতে কেন্দ্রের উপর রাজনৈতিক চাপও বাড়ছে। তাই বলা যেতে পারে সব মিলিয়ে এশিয়া কাপের ভবিষ্যৎ আবার অন্ধকারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়