শিরোনাম
◈ ছাত্রলীগ পরিচয়ে নির্যাতনের অংশীদার হতেন ‘ছাত্রশিবিরের নেতা-কর্মীরা’, দিলেন অনেকের পরিচয়: আবদুল কাদেরের ফেসবুক পোস্ট ◈ সি‌লেট স্টে‌ডিয়া‌মে হ‌বে বাংলা‌দেশ - নেদারল্যান্ডস সিরিজের সব ম‌্যাচ ◈ বৈষম্যবিরোধী আন্দোলন থেকে সরকার পতন: এক বছরে বৈষম্য কতটা দূর হলো? ◈ ইয়েমেন উপকূলে শরণার্থীবোঝাই নৌকাডুবি, ৫৪ লাশ উদ্ধার ◈ ডোনাল্ড ট্রাম্পের আগ্রাসী নীতি আ‌মে‌রিকার  রাজ‌নৈ‌তিক ঝু‌কি বাড়া‌চ্ছে: অর্থনৈতিক বিশেষজ্ঞদের মত ◈ প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের সঙ্গে এনডিএ: কেন, কিভাবে, কতটা যৌক্তিক? ◈ ৭ ট্রিলিয়ন ডলারের হালাল অর্থনীতির অংশীদার হতে চায় বাংলাদেশ: আশিক চৌধুরী ◈ যশোরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে  বিএনপির ৬ নেতা, কর্মীকে বহিঃস্কার ◈ জুয়ার আসর থেকে ইউনিয়ন জামাতের সভাপতি ও ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১৪ ◈ ৬০০০ রানের মাইলফলকে জো রুট

প্রকাশিত : ০১ আগস্ট, ২০২৫, ০৬:২৩ বিকাল
আপডেট : ০৪ আগস্ট, ২০২৫, ০৬:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

এশিয়া কাপের আগে আরব আ‌মিরাত ও আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে  সিরিজ খেলবে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপের আগে নি‌জে‌দের শেষবা‌রের ম‌তো ঝালাই ক‌রে নি‌তে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান। সিরিজের সবকটি ম্যাচ অনুষ্ঠিত হবে শারজায়।

শুক্রবার এক বিবৃতিতে আগস্ট-সেপ্টেম্বরে সিরিজটি আয়োজনের কথা জানায় আমিরাত ক্রিকেট বোর্ড। রাউন্ড রবিন পদ্ধতিতে প্রথমপর্বে প্রতিটি দল একে অপরের বিপক্ষে দুটি করে ম্যাচ খেলবে। শীর্ষ দুটি দল আগামী ৭ সেপ্টেম্বরের ফাইনালে মুখোমুখি হবে।

আইসিসির ভবিষ্যৎ সূচি পরিকল্পনা অনুযায়ী, এই সময়ে আফগানিস্তানের বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা ছিল পাকিস্তান। সেই সময়টি এখন ত্রিদেশীয় সিরিজের জন্য দেওয়া হলো।

২৯ জুন পাকিস্তান-আফগানিস্তান ম্যাচ দিয়ে শুরু হবে সিরিজটি। সবগুলো ম্যাচই শুরু হবে স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় (বাংলাদেশ সময় রাত ৯টায়)।

সিরিজ শেষে ৯ সেপ্টেম্বর টি-টোয়েন্টি ফরম্যাটে আরব আমিরাতে এবারের এশিয়া কাপের আসর অনুষ্ঠিত হবে, যা চলবে ২৮ তারিখ পর্যন্ত।

বর্তমানে ওয়েস্ট ইন্ডিজে সাদা বলের সিরিজে ব্যস্ত আছে পাকিস্তান। সেখানে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে জয় পেয়েছে তারা। অন্যদিকে গত ডিসেম্বরের পর থেকে এখন পর্যন্ত কোনো টি-টোয়েন্টি ম্যাচ খেলেনি আফগানিস্তান।

তিন দলের মধ্যে আইসিসি টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে সবার ওপরে আছে পাকিস্তান, ৮ নম্বরে। নবম স্থানে আছে আফগানিস্তান। আরব আমিরাতের অবস্থান তালিকার ১৪ নম্বরে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়