শিরোনাম
◈ তফসিল ঘোষণা ডাকসু নির্বাচনের ◈ কিছু দল পণ করেছে পিআর ছাড়া নির্বাচনে যাবে না: ফখরুল ইসলাম ইসলাম ◈ নির্ধারিত সময়ের মধ্যেই শেষ হবে জুলাই গণহত্যার বিচার: চিফ প্রসিকিউটর ◈ পেহেলগাম হামলার ‘মূল পরিকল্পনাকারীসহ’ নিহত ৩ ◈ প্রাথমিকের ৩৪ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ ও পদোন্নতি ◈ অভিনেতা রাজকুমার রাও এর বিরুদ্ধে ‘জামিন অযোগ্য’ গ্রেফতারি পরোয়ানা জারি! ◈ ভুয়া র‍্যাবকে ধাওয়া দিল আসল র‍্যাব, পথে দুই পক্ষকেই পেটাল জনতা! ◈ যুক্তরাষ্ট্রে ভিসার মেয়াদোত্তীর্ণ অবস্থানে থাকলে ভবিষ্যৎ ভ্রমণে স্থায়ী নিষেধাজ্ঞা ঝুঁকি ◈ এনসিপির কাছে নীলা ইস্রাফিলের প্রশ্ন— আপনারা এতদিন আমাকে কিসের ভিত্তিতে ব্যবহার করেছেন? ◈ ক্ষমতাচ্যুত হাসিনার অডিওতে এখনো প্রতিশোধপরায়ণতা: ড. আসিফ নজরুল

প্রকাশিত : ২৭ জুলাই, ২০২৫, ১১:৫০ দুপুর
আপডেট : ২৯ জুলাই, ২০২৫, ১০:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

এশিয়া কাপে তিনবার মুখোমুখি হতে পারে ভারত ও পাকিস্তান

স্পোর্টস ডেস্ক : বহু প্রতীক্ষিত এশিয়া কাপের ক্রীড়াসূচি অবশেষে প্রকাশিত হল। সংযুক্ত আরব আমিরা‌তে হবে টুর্নামেন্ট। ৯ সেপ্টেম্বর থেকে প্রতিযোগিতার বল গড়াবে। ২৮ সেপ্টেম্বর ফাইনাল। 

টি-টোয়েন্টি ফরম্যাটে হবে টুর্নামেন্ট। পরের বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের এটাই ড্রেস রিহার্সাল। পরের বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে ভারত ও শ্রীলঙ্কায়।এশিয়া কাপের যে ক্রীড়াসূচি প্রকাশিত হয়েছে, তাতে ভারত-পাক একবার নয়, তিন বার মুখোমুখি হতে পারে গোটা টুর্নামেন্টে।

গ্রুপ এ'-তে ভারত, পাকিস্তানের সঙ্গে রয়েছে সংযুক্ত আরব আমিরশাহি ও ওমান। ১০ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে ম্যাচ দিয়ে এশিয়া কাপ অভিযান শুরু করছে ভারত। ১৪ সেপ্টেম্বর পাকিস্তানের সামনে টিম ইন্ডিয়া। এই লড়াইয়ের দিকেই তাকিয়ে গোটা ক্রিকেটবিশ্ব।

১৯ সেপ্টেম্বর ওমানের বিরুদ্ধে গ্রুপের শেষ ম্যাচে খেলতে নামবে ভারত। ১৪ সেপ্টেম্বর গ্রুপ পর্বে দুই প্রতিবেশি দেশ মুখোমুখি হওয়ার পরে সুপার ফোরে ফের দেখা হতে পারে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর। ক্রিকেট মাঠে দুই দেশের যা ঐতিহ্য এবং যা শক্তি, তার নিরিখে বিচার করলে ভারত ও পাকিস্তানের সুপার ফোরে না যাওয়াটাই আশ্চর্যের। ফলে সুপার ফোরে এই দুই দেশ ফের মুখোমুখি হবে এশিয়া কাপে। আর সব ঠিকঠাক এগোলে ফাইনালেও পৌঁছতে পারে ভারত ও পাকিস্তান। সেক্ষেত্রে ফাইনালে দেখা হবে দুই দেশের।

ভারত-পাকিস্তান সেরা বক্স অফিস। ২৮ সেপ্টেম্বর যদি দুই দেশ ফাইনালে একে অপরের মুখেমুখি হয়, তা হলে সব দিক থেকেই এশিয়া কাপ সাফল্যের মুখ দেখবে। আবু ধাবি, শারজা ও দুবাইয়ে হবে এশিয়া কাপের ম্যাচ।

---------------
গ্রুপ এ: ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত, ওমান
গ্রুপ বি: শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তান, হংকং

পূর্ণাঙ্গ ক্রীড়াসূচি --

গ্রুপ পর্ব--

৯ সেপ্টেম্বর: আফগানিস্তান বনাম হংকং

১০ সেপ্টেম্বর: ভারত বনাম সংযুক্ত আরব আমিরাত

১১ সেপ্টেম্বর: বাংলাদেশ বনাম হংকং

১২ সেপ্টেম্বর: পাকিস্তান বনাম ওমান

১৩ সেপ্টেম্বর: বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা

১৪ সেপ্টেম্বর: ভারত বনাম পাকিস্তান

১৫ সেপ্টেম্বর: শ্রীলঙ্কা বনাম হংকং

১৬ সেপ্টেম্বর: বাংলাদেশ বনাম আফগানিস্তান

১৭ সেপ্টেম্বর: পাকিস্তান বনাম সংযুক্ত আরব আমিরাত

১৮ সেপ্টেম্বর: শ্রীলঙ্কা বনাম আফগানিস্তান

১৯ সেপ্টেম্বর: ভারত বনাম ওমান

সুপার ৪ ---

২০ সেপ্টেম্বর: গ্রুপ বি' কোয়ালিফায়ার ১ বনাম গ্রুপ বি' কোয়ালিফায়ার ২

২১ সেপ্টেম্বর: গ্রুপ এ' কোয়ালিফায়ার ১ বনাম গ্রুপ এ' কোয়ালিফায়ার ২

২৩ সেপ্টেম্বর: গ্রুপ এ' কোয়ালিফায়ার ১ বনাম গ্রুপ বি' কোয়ালিফায়ার ২

২৪ সেপ্টেম্বর: গ্রুপ বি' কোয়ালিফায়ার ১ বনাম গ্রুপ এ' কোয়ালিফায়ার ২

২৫ সেপ্টেম্বর (বৃহস্পতিবার): গ্রুপ এ' কোয়ালিফায়ার ২ বনাম গ্রুপ বি' কোয়ালিফায়ার ২

২৬ সেপ্টেম্বর: গ্রুপ এ' কোয়ালিফায়ার ১ বনাম গ্রুপ বি' কোয়ালিফায়ার ১

ফাইনাল---

২৮ সেপ্টেম্বর

  • সর্বশেষ
  • জনপ্রিয়