শিরোনাম
◈ মার্কিন পাল্টা শুল্ক: সংকট মোকাবিলায় বাংলাদেশের বহুমুখী তৎপরতা ◈ ১ ঘণ্টার ব্যবধানে মোহাম্মদপুরে দুই খু.ন ◈ কোনো দলকে নিষিদ্ধ করা বা তার কার্যক্রম বন্ধ করে দেওয়া মানুষের মন থেকে তার উপস্থিতি মুছে ফেলে না: মাসুদ কামাল (ভিডিও) ◈ গোপালগঞ্জে আগামীকালের এইচএসসি পরীক্ষা স্থগিত ◈ গোপালগঞ্জে হামলার প্রতিবাদে এনসিপির সারা দেশে সমাবেশের ঘোষণা, ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তারের দাবি ◈ মে‌হেদীর ঘুর্ণীর পর তান‌জিদ ঝ‌ড়ে শ্রীলঙ্কার বিরু‌দ্ধে টি-‌টো‌য়ে‌ন্টি সিরিজ জিতলো বাংলাদেশ ◈ রাজধানীর আদাবরে ডিশ ব্যবসায়ীকে গুলি করে হত্যা ◈ এবার চার উপদেষ্টার গাড়িবহর আটকালেন এনসিপির নেতা-কর্মীরা ◈ জীবন-মৃত্যুর মতো পরিস্থিতি না হলে ঘর থেকে বের হবেন না: আসিফ মাহমুদ ◈ কুমিল্লায় নিজ ঘর থেকে নারী‌র রক্তাক্ত লাশ উদ্ধার

প্রকাশিত : ১৬ জুলাই, ২০২৫, ০৭:৪৭ বিকাল
আপডেট : ১৭ জুলাই, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মেহেদীর ঘূর্ণিতে বিধ্বস্ত শ্রীলঙ্কা, শুরুতেই টালমাটাল স্বাগতিকরা: খেলাটি সরাসরি দেখুন

বাংলাদেশ-শ্রীলঙ্কা টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে একাদশে ফিরে চমক দেখিয়েছেন স্পিনার মেহেদী হাসান। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে শুরুতেই তার ঘূর্ণিতে উইকেট হারিয়ে চাপে পড়ে যায় স্বাগতিক শ্রীলঙ্কা। প্রথম পাওয়ার প্লেতেই একাধিক গুরুত্বপূর্ণ উইকেট হারিয়ে দিশেহারা হয়ে পড়ে আসালাঙ্কার দল।

টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। তবে শুরুতেই ধাক্কা খায় দলটি—প্রথম ওভারের শেষ বলেই কুশল মেন্ডিসকে ফিরিয়ে দেন শরীফুল ইসলাম। এরপর দ্বিতীয় ওভারে বাজিমাত করেন একাদশে ফেরা মেহেদী হাসান। প্রথম চার বলে পাঁচ রান দেওয়ার পর পঞ্চম বলেই কুশল পেরেরাকে স্লিপে ক্যাচ বানিয়ে ফেরান তিনি। এরপর ফেরান দিনেশ চান্ডিমালকে (৪), আর অধিনায়ক আসালাঙ্কাকে (৩) করেন বোল্ড—চতুর্থ স্টাম্পের বাইরে থেকে ঘুরে আসা বলে স্টাম্প ভেঙে দেন।

শুধু পাওয়ার প্লেতেই ৩টি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন মেহেদী, যার ফলে ৬ ওভার শেষে শ্রীলঙ্কার স্কোর দাঁড়ায় মাত্র ৪০/৩। ৮ ওভার শেষে স্কোর দাঁড়ায় ৫১/৪, যার তিনটি শিকারই এই স্পিনারের।

বাংলাদেশ একাদশে পরিবর্তন, মেহেদী ও তানজিমের অন্তর্ভুক্তি

আজকের ম্যাচে বাংলাদেশ একাদশে দুটি পরিবর্তন এনেছে। মেহেদী হাসান মিরাজের বদলে খেলেছেন মেহেদী হাসান, আর মোহাম্মদ সাইফউদ্দিনের জায়গায় সুযোগ পেয়েছেন তরুণ পেসার তানজিম হাসান। শ্রীলঙ্কাও এনেছে দুটি পরিবর্তন—আভিস্কা ফার্নান্দো ও চামিকা করুনারত্নের বদলে দলে ফিরেছেন দিনেশ চান্ডিমাল ও কামিন্দু মেন্ডিস।

টানা নবমবার টস হার লিটনের

এ ম্যাচে টসে হেরেছেন বাংলাদেশের অধিনায়ক লিটন দাস—এ নিয়ে টানা নবমবারের মতো তিনি টসে হারলেন, যা পাকিস্তান ও আমিরাত সিরিজ মিলিয়েও অব্যাহত আছে।

সফরের একমাত্র সিরিজ জয়ের লক্ষ্য টাইগারদের

এর আগে টেস্ট ও ওয়ানডে সিরিজ হারায় এই ম্যাচেই রয়েছে বাংলাদেশ দলের সামনে সফরের একমাত্র সিরিজ জয়ের সুযোগ। শেষ ম্যাচ জিতে অন্তত টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে নিতে চায় টাইগাররা।

খেলাটি সরাসরি  দেখতে এখানে ক্লিক করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়