শিরোনাম
◈ যে ১০ তথ্য এআই চ্যাটবটকে কখনো দেবেন না ◈ চবি ও আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি ◈ রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ না থাকলে ফ্যাসিস্টরা নৈরাজ্য সৃষ্টি করতে পারে: স্বরাষ্ট্র উপদেষ্টা ◈ আবারও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষ ◈ তিয়ানজিনে শি-মোদি বৈঠক: প্রতিদ্বন্দ্বী নয়, সহযোগী অংশীদার চীন-ভারত ◈ নুরের শারীরিক অবস্থার খোঁজ নিলেন রাষ্ট্রপতি ◈ উপহার পাঠিয়ে খোঁজ নিলেন রুমিন ফারহানা, যা বললেন হাসনাত ◈ গাজার আকাশে ড্রোনের ভোঁ ভোঁ শব্দকে গান বানালেন সংগীতশিক্ষক, দুঃসহ যন্ত্রণাকে রূপ দিলেন প্রতিবাদের ভাষায় (ভিডিও) ◈ শান্তিপূর্ণ কর্মসূচি থেকে হঠাৎ আক্রমণাত্মক ছাত্রদল, রাকসু কার্যালয়ে ভাঙচুর, ফটকে তালা ◈ যে যে আয়ের কর দিতে হবে সরকারি–বেসরকারি চাকরিজীবীদের, দেখুন তালিকা

প্রকাশিত : ১৬ জুলাই, ২০২৫, ১১:৩৭ দুপুর
আপডেট : ৩০ আগস্ট, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

ফিফা নি‌ষেধাজ্ঞায় ফ‌কি‌রেরপুল ইয়ং‌মেন্স ক্লাব

স্পোর্টস ডেস্ক : ফিফার নিষেধাজ্ঞায় পড়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের দল ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাব। 

উজবেকিস্তানের ফুটবলার সারদোর জাকানোভের পারিশ্রমিক বকেয়ার অভিযোগের ভিত্তিতে এই নিষেধাজ্ঞা এসেছে। বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) একটি দায়িত্বশীল সূত্র। -- চ‌্যা‌নেল২৪

ফিফার নিষেধাজ্ঞার ফলে আসন্ন মৌসুমের দলবদল কার্যক্রমে অংশ নিতে পারবে না ফকিরেরপুল। অর্থাৎ, নতুন কোনো খেলোয়াড় দলে ভেড়ানোর অনুমতি নেই ক্লাবটির। উল্লেখযোগ্যভাবে, বাংলাদেশের ক্লাবগুলো সাধারণত এক মৌসুমের চুক্তিতে ফুটবলারদের নেয়। ফলে আগের মৌসুমে যারা খেলেছেন, তারাও এবার থাকবেন কিনা, সে বিষয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।

ফকিরেরপুল ক্লাবের সাধারণ সম্পাদক আহমেদ আলী বিষয়টি নিয়ে কাজ চলছে বলে জানিয়ে তিনি বলেন, একজন খেলোয়াড় অভিযোগ করেছে পারিশ্রমিক নিয়ে। তাকে নাকি খাবার দাবারও ভালোভাবে দেয়া হয়নি। তাকে আগের কমিটির লোকজন ক্লাবে এনেছে। সমস্যা সমাধানে আমরা কাজ করছি।

জানা গেছে, উজবেক ফুটবলার সারদোর জাকানোভ গত মৌসুমে ফকিরেরপুলের হয়ে ৯ ম্যাচে ৩ গোল ও ২ অ্যাসিস্ট করেন। তবে লিগের প্রথম পর্বের পর থেকেই তিনি আর মাঠে নামেননি। তাঁর এখনো প্রায় ২০ থেকে ২৫ লাখ টাকা পারিশ্রমিক বকেয়া রয়েছে।

গত মৌসুমে ফকিরেরপুল ১৮ ম্যাচে ১৯ পয়েন্ট অর্জন করে অষ্টম স্থান অর্জন করে। নতুন মৌসুমের দল গঠনের জন্য ক্লাবটির এখন ১৪ আগস্টের মধ্যে ফিফার নিষেধাজ্ঞা তুলে নেয়া জরুরি, কারণ ওই দিনই শেষ হচ্ছে দলবদলের সময়সীমা।

এই অবস্থায় ক্লাবটির ভবিষ্যৎ পরিকল্পনা ও প্রস্তুতি গুরুতর অনিশ্চয়তার মুখে পড়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়