শিরোনাম
◈ বেনাপোল বন্দরে ২০টি বাংলাদেশি পাসপোর্টসহ ভারতীয় ট্রাকচালক আটক ◈ ভারত- ইংল‌্যান্ড টেস্ট সি‌রি‌জে বাংলা‌দে‌শের  সৈকতের আম্পায়ারিং বিতর্ক ◈ প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান, অ্যাসিড নিক্ষেপে শিশুসহ দগ্ধ ৩ ◈ বাংলাসহ বিশ্বের ৩৫ ভাষায় শোনা যাবে মক্কার জুমার খুতবা ◈ শাজাহানপুরে চাঁদাবাজির অভিযোগে পুলিশ কনষ্টেবলকে গণধোলাই  ◈ বিশ্ব ঐতিহ্য সুন্দরবন হুমকির মুখে: শিল্প, বিষ, পর্যটন ও জলবায়ুর প্রভাবে বিপন্ন জীববৈচিত্র্য ◈ উচ্ছেদের ৪৫ দিনের মাথায় ফের গজিয়ে উঠছে অবৈধ স্থাপনা: বাগেরহাটে সড়কপথে আবারও বিশৃঙ্খলা ◈ যুক্তরাষ্ট্রে ফ্লাইটে ধস্তাধস্তির ভিডিও ভাইরাল, ভারতীয় বংশোদ্ভূত যুবক গ্রেপ্তার ◈ মুরাদনগরে নিখোঁজের একদিন পর বড় ভাইয়ের মরদেহ উদ্ধার, মাটিচাপা অবস্থায় মিলল ছোট ভাইয়ের ঘরে ◈ ইরান কেন আমেরিকার কাছে নতিস্বীকার করে না: তাস‌নিম নিউজ এজ‌ন্সির প্রতি‌বেদন

প্রকাশিত : ০২ জুলাই, ২০২৫, ০৮:৩৬ রাত
আপডেট : ০৪ জুলাই, ২০২৫, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচে মাঠের মধ্যে ঢুকে পড়ল সাপ, অতপর...

শ্রীলঙ্কার দেওয়া ২৪৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমেছে বাংলাদেশ। ইনিংসের তৃতীয় ওভার চলমান। ঠিক তখনই ম্যাচ সম্প্রচার ক্যামেরায় দেখা গেল অপ্রত্যাশিত এক দৃশ্য। মাঠের সীমানার মধ্যে ঢুকে পড়ল একটি সাপ।

কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে বুধবার (২ জুলাই) সিরিজের প্রথম ওয়ানডেতে শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। টস জিতে ব্যাট করতে নেমে ৪৯.২ ওভারে সব কটি উইকেট হারিয়ে ২৪৪ রান সংগ্রহ করে স্বাগতিকরা। লক্ষ্য তাড়ায় ব্যাট করছে লাল সবুজরা।

 অভিষিক্ত পারভেজ হোসেন ইমনের সঙ্গে ওপেনিং জুটিতে ব্যাট করতে নামেন তানজিদ তামিম। ইনিংসের তৃতীয় ওভারের দ্বিতীয় বল শেষে তৃতীয় বল করতে যাবেন বোলার অসিথা ফার্নান্দো। তখনই ম্যাচ সম্প্রচার ক্যামেরায় ধরা পড়ে অপ্রত্যাশিত এক দৃশ্য। মাঠের সীমানার মধ্যে ঢুকে পড়ে বড় একটি সাপ। যদিও সেটা নিয়ে বিচলিত হতে দেখা যায়নি দুদলের খেলোয়াড়দের মধ্যে। ম্যাচ অফিশিয়ালরাও খেলা বন্ধ করেননি।
 
 এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৭ ওভার শেষে ১ উইকেট হারিয়ে টাইগারদের সংগ্রহ ৪৯ রান। ১৯ বলে ২৩ রানে তানজিদ আর ৮ বলে ১০ রানে অপরাজিত রয়েছেন নাজমুল হোসেন শান্ত। ১৬ বলে ৩ চারের মারে ১৩ রান করে আউট হয়েছেন ইমন। ৪৩ ওভারে জয়ের জন্য টাইগারদের প্রয়োজন আরও ১৯৬ রান।

এর আগে তাসকিন আহমেদ ও তানজিম হাসান সাকিব তোপে বড় সংগ্রহ তুলতে পারেনি শ্রীলঙ্কা। তাসকিন ৪ আর সাকিব ৩টি উইকেট নিয়েছেন। ১টি করে উইকেট নিয়েছেন শান্ত ও তানভীর ইসলাম। লঙ্কানদের পক্ষে সর্বোচ্চ ১০৬ রানের ইনিংস খেলেন চারিথ আসালাঙ্কা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়