শিরোনাম
◈ যে ১০ তথ্য এআই চ্যাটবটকে কখনো দেবেন না ◈ চবি ও আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি ◈ রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ না থাকলে ফ্যাসিস্টরা নৈরাজ্য সৃষ্টি করতে পারে: স্বরাষ্ট্র উপদেষ্টা ◈ আবারও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষ ◈ তিয়ানজিনে শি-মোদি বৈঠক: প্রতিদ্বন্দ্বী নয়, সহযোগী অংশীদার চীন-ভারত ◈ নুরের শারীরিক অবস্থার খোঁজ নিলেন রাষ্ট্রপতি ◈ উপহার পাঠিয়ে খোঁজ নিলেন রুমিন ফারহানা, যা বললেন হাসনাত ◈ গাজার আকাশে ড্রোনের ভোঁ ভোঁ শব্দকে গান বানালেন সংগীতশিক্ষক, দুঃসহ যন্ত্রণাকে রূপ দিলেন প্রতিবাদের ভাষায় (ভিডিও) ◈ শান্তিপূর্ণ কর্মসূচি থেকে হঠাৎ আক্রমণাত্মক ছাত্রদল, রাকসু কার্যালয়ে ভাঙচুর, ফটকে তালা ◈ যে যে আয়ের কর দিতে হবে সরকারি–বেসরকারি চাকরিজীবীদের, দেখুন তালিকা

প্রকাশিত : ১৫ জুন, ২০২৫, ১০:৩৩ দুপুর
আপডেট : ২৭ আগস্ট, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

ক্লাব বিশ্বকাপ দি‌য়ে চালু হ‌লো ফিফার নতুন অফসাইড প্রযু‌ক্তি

স্পোর্টস ডেস্ক : রোববার ( ১৫ জুন) ইন্টার মায়ামি বনাম আল আহলি ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ক্লাব বিশ্বকাপ। আর এই টুর্নামেন্ট থেকেই চালু হলো ফিফার নতুন অফসাইড প্রযুক্তি, যা খেলার গতি বাড়ানো ও খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে তৈরি করা হয়েছে।

বিশ্বখ্যাত রেফারি এবং ফিফার রেফারিং বিভাগের প্রধান পিয়েরলুইজি কলিনা জানিয়েছেন, এবার অফসাইড সিদ্ধান্ত নিতে সময় লাগবে অনেক কম, এবং সিদ্ধান্ত হবে আরও নিখুঁত। এই টুর্নামেন্টের ৬৩টি ম্যাচে অংশ নেবেন ১১৭ জন রেফারি, যাদের সহায়তা করবে উন্নত প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)।

-- কীভাবে কাজ করবে নতুন নিয়ম?--

নতুন নিয়ম অনুযায়ী, গোল বা বিপজ্জনক আক্রমণ তৈরি হতে পারে এমন পরিস্থিতিতে লাইন্সম্যানরা আর দেরি করে পতাকা তুলবেন না।

১৬টি ট্র্যাকিং ক্যামেরার একটি নেটওয়ার্ক ও এআই প্রযুক্তির মাধ্যমে অফসাইড অবস্থানে থাকা খেলোয়াড় যখন বল স্পর্শ করবেন, তখনই রেফারির কানে সরাসরি একটি শব্দতরঙ্গ পাঠানো হবে — “অফসাইড, অফসাইড”।
অফসাইডের পার্থক্য যদি ১০ সেন্টিমিটারের বেশি হয়, তখনই এই স্বয়ংক্রিয় সিগন্যাল যাবে।

এর ফলে খেলার গতি কমবে না এবং সন্দেহজনক সিদ্ধান্তে সময় নষ্টও হবে না। চোট এড়াতে আগেভাগেই থামবে খেলা

কলিনা বলছেন, “অনেক সময় খেলোয়াড়রা ৪০ মিটার দৌড়ায় এবং এরপর খেলা অফসাইড বলে বাতিল হয় — এতে অপ্রয়োজনীয় চোটের ঝুঁকি থাকে। 

তিনি উদাহরণ হিসেবে উল্লেখ করেন, নটিংহ্যাম ফরেস্টের তাইও আওনিয়ি একটি খেলায় চোট পান, যেটি আসলে অফসাইড ছিল কিন্তু খেলা থামেনি বলে সমস্যা হয়।

লাইন্সম্যানদের ‘সাহসী’ হওয়ার আহ্বান

কলিনা আরও বলেন, “যদি কোনো খেলোয়াড় ২ মিটার এগিয়ে থাকে, তাহলে তা নিয়ে দোটানা চলে না। লাইন্সম্যানদের আরও সক্রিয় ও সাহসী হতে হবে। সব সময় প্রযুক্তির ওপর নির্ভর করে থাকলে চলবে না। 

-- রেফারিদের গায়ে বডি-ক্যাম থাকবে--

নতুন আরেকটি আকর্ষণীয় সংযোজন হলো রেফারিদের গায়ে থাকবে বডি-ক্যামেরা, যার ফুটেজ সম্প্রচারকারী সংস্থা 'ডিএজেডএন' সরাসরি সম্প্রচারে ব্যবহার করতে পারবে। দর্শকেরা তাই এবার মাঠের ভেতরের সিদ্ধান্তগুলো আরও বাস্তব ও সরাসরি দেখতে পারবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়