শিরোনাম
◈ নতুন করে বাড়ছে করোনা-আতঙ্ক: বিশেষ ঝুঁকিতে জটিল রোগে আক্রান্তরা ◈ নির্বাচনের সময় যেকোনো পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত আছে: স্বরাষ্ট্র উপদেষ্টা ◈ ইসরায়েলের প্রতিশ্রুতি ভঙ্গের ইঙ্গিত লেখা ছিল কুরআনে (ভিডিও) ◈ মাছ কেটে প্রতি মাসে অর্ধ কোটি টাকা উপার্জন করেন কুমিল্লা নগরীর শতাধিক মাছকাটা শ্রমিক! ◈ ড. ইউনূস-তারেক রহমানের বৈঠকের পর রাজনীতিতে স্বস্তির ইঙ্গিত: সৈয়দা রিজওয়ানা হাসান ◈ নজিরবিহীন সতর্কতা জারি: ইরানি নাগরিকদের যা বলছে ইসরায়েল ◈ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি চলছে: সিইসি ◈ যে ইরানি ইসরায়েলের সঙ্গে হাত মিলিয়ে ক্ষমতা দখলের চেষ্টা করছেন! ◈ ঈদের বিরতির পর নগর ভবনে ফের ইশরাক ◈ চীনে কারখানায় রোবটের হামলায় আতঙ্ক, ভিডিও ভাইরাল

প্রকাশিত : ১০ জুন, ২০২৫, ০৩:৩৩ দুপুর
আপডেট : ১৪ জুন, ২০২৫, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ কখন, দেখবেন কোথায়?

এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের ড্র হওয়ার পর থেকেই বাংলাদেশের ফুটবল ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছিল ১০ জুনের জন্য। কারণ আজ বাংলাদেশের ফুটবলের বড় একটি দিন। লাল-সবুজ জার্সিতে মাঠ মাতাবেন হামজা-শমিতরা। 

বাছাইপর্বের দ্বিতীয় ম্যাচে আজ মঙ্গলবার বাংলাদেশ মুখোমুখি হবে সিঙ্গাপুরের। এই গ্রুপের চারটি দল – ভারত, বাংলাদেশ, সিঙ্গাপুর ও হংকংয়ের প্রত্যেকেই এক পয়েন্ট করে টেবিলে সমান অবস্থানে রয়েছে এবং সবার গোলপার্থক্যও শূন্য।

বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় ঢাকার জাতীয় স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি। চার বছরে দীর্ঘ ও ব্যয়বহুল সংস্কারের মধ্য দিয়ে গেছে এই স্টেডিয়াম। এই মাঠেই ৪ জুন বাংলাদেশ ও ভুটানের মধ্যে একটি প্রীতি ম্যাচ হয়ে গেছে। দীর্ঘ বিরতির পর প্রথমবারের মতো সেখানে ম্যাচ হওয়ায় দর্শকদের উপস্থিতি ছিল উপচে পড়া।

আজকের ম্যাচের জন্যও দর্শকচাহিদা ছিল অনেক। অনলাইনে টিকিট ছাড়ার পর তা দ্রুত বিক্রি হয়ে গেছে। তবে টিকিট কেনার ক্ষেত্রে ব্যাপক সাইবার সমস্যার সম্মুখীন হতে হয়েছে দর্শকদের।

আজকের ম্যাচটি সরাসরি মাঠ থেকে উপভোগ করবেন ২৩ হাজারেরও বেশি দর্শক। তবে যারা টিকিট কিনতে পারেননি তাদের জন্যও নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। যারা স্টেডিয়ামের মতো পরিবেশে খেলা দেখতে চান, তাদের জন্য দেশের আটটি বিভাগীয় শহরে জায়ান্ট স্ক্রিনে ম্যাচটি সম্প্রচার করা হবে।

স্থানগুলো হচ্ছে- ঢাকার রবীন্দ্র সরোবর, চট্টগ্রামের জেলা স্টেডিয়াম (সাবেক এমএ আজিজ স্টেডিয়াম), সিলেটের জিরো পয়েন্ট, খুলনার শিববাড়ি মোড়, রাজশাহীর নানকিং বাজার, বরিশালের বেলস পার্ক, ময়মনসিংহ জেলা পরিষদ এবং রংপুর জেলা পরিষদ প্রাঙ্গণে জায়ান্ট স্ক্রিন বসানো হবে।

তাছাড়া টিভির পর্দাতেও দেখা যাবে ম্যাচ। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়