শিরোনাম
◈ "টিকিট চাইতেই ক্ষুব্ধ বখাটেরা: আরডিএ পার্কে আনসার সদস্যকে বেধড়ক মারধর" ◈ টাঙ্গাইলে মাদকবিরোধী অভিযানে গিয়ে টাকা লুটের অভিযোগ, ৩ কর্মকর্তা বরখাস্ত ◈ কুমিল্লা মেডিকেল কলেজে ৭১টি শিক্ষক পদ শূন্য: শিক্ষার মান নিয়ে উদ্বেগ ◈ ফরিদপুরে গরু চুরির আতঙ্কে সালথা উপজেলা বাসী! ◈ চট্টগ্রামে টানা বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত, পাহাড়ধসের শঙ্কা ◈ টিটিসি নিয়ে সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসেছেন অভিযুক্তরা ◈ সরিষাবাড়ীতে চরাঞ্চলে মিষ্টি আলুর বাম্পার ফলন : ভালো দাম পাওয়ায় খুশি কৃষক ◈ বন্ধ হচ্ছে শিল্প-কারখানা, স্থবির ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ  ◈ দেশের বর্তমান জনসংখ্যা ১৭ কোটি ৫৭ লাখ ◈ সা‌কিব বল‌লেন আমার বেস্ট‌ফ্রেন্ড নেই,  তামিম ও মুশফিক ভালো বন্ধু

প্রকাশিত : ১৪ জুন, ২০২৫, ০৭:১৬ বিকাল
আপডেট : ০৫ জুলাই, ২০২৫, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইরান এফ-থার্টি ফাইভ যুদ্ধে জয়লাভকারী প্রথম দেশ; ইসরাইলি নারী পাইলট আটক

পার্সটুডে: ইরানি সেনাবাহিনীর বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইসরাইলের ২টি যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে। পার্সটুডে আরও জানায়, ইরানের বিমান প্রতিরক্ষা বাহিনী শুক্রবার ঘোষণা করেছে যে তারা ২টি ইসরাইলি এফ-থার্টি ফাইভ যুদ্ধবিমান এবং বিপুল সংখ্যক ছোট শত্রু বিমানকে সফলভাবে ধ্বংস করেছে।

বিশ্বে এই প্রথমবারের মতো কোনও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা একটি এফ-থার্টি ফাইভ যুদ্ধবিমানকে বাধা দিয়ে গুলি করে ভূপাতিত করতে সফল হয়েছে।

কথিত আছে যে ইরানি সেনাবাহিনীর বিমান প্রতিরক্ষা ব্যবস্থা থেকে একটিমাত্র গুলি ছুঁড়ে ওই যুদ্ধবিমানগুলোর একটিকে ভূপাতিত করা হয়েছে।

এই যুদ্ধবিমানের এক নারী পাইলট আটক হয়েছেন।

এদিকে খাতামুল-আম্বিয়া প্রতিরক্ষা কেন্দ্রের কমান্ডার বলেছেন: ইরানি প্রতিরক্ষা বাহিনী ৫টি ইসরাইলি যুদ্ধবিমান ধ্বংস করতে সফল হয়েছে, যার মধ্যে একটি ইরানের আকাশসীমায় ছিল।

খাতামুল-আম্বিয়া প্রতিরক্ষা কেন্দ্রের ভাষ্যমতে, ইহুদিবাদী ইসরাইলের একজন পাইলট এখন ইরানি সেনাবাহিনীর বিশেষ ইউনিটের হাতে রয়েছে।

ইহুদিবাদী ইসরাইলের এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংসের ঘটনায় এক্স নেটওয়ার্ক ব্যবহারকারীদের মধ্যে  প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

ফাতেমা নামের এক ইউজার ইসরাইলি এফ-৩৫ ভূপাতিত করাকে শয়তান ইসরাইলের পুতুল আধিপত্যের পতন বলে মনে করেন।

আরেকজন এক্স ব্যবহারকারী আবুল ফাজল লিখেছেন: ইরান ইতিহাসের একমাত্র দেশ যারা যুদ্ধের প্রথম দিনেই বিশ্বের সবচেয়ে আধুনিক যুদ্ধবিমান শিকার করতে এবং তার পাইলটকে বন্দী করতে সক্ষম হয়েছে।

কিয়া ইসমাইলপুরও বিধ্বস্ত এফ-৩৫ যুদ্ধবিমানের ছবি প্রকাশ করে এই যুদ্ধবিমানের সাথে সম্পর্কিত ছবির সাথে মিলিয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জাহরা নামের আরেকজন এক্স কর্মীও লিখেছেন, ইতিহাসে প্রথমবারের মতো, একটি বাস্তব অভিযানে ইসরাইলের একটি এফ-৩৫ যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করা হয়েছে: "ইরানি এয়ার ডিফেন্স সিস্টেম শক্তিকে আকাশের হৃদয় থেকে টেনে নিয়ে গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়