শিরোনাম
◈ ইশরাকের মেয়র পদ-শপথের বিষয়ে সাংবিধানিকভাবে সিদ্ধান্ত ইসির ◈ হা‌রের পর লিটন দাসের প্রতি‌ক্রিয়া, আমাদের কামব্যাক করতে হবে ◈ ভারতে শেখ হাসিনার সঙ্গে আ. লীগ নেতাদের বৈঠক, যা জানা গেল ◈ দুই তারকার জোড়া গোলে ইন্টার মায়া‌মি জয়ে ফিরলো ◈ লঘুচাপের প্রভাবে কুয়াকাটায় টানা বৃষ্টি, পর্যটকশূন্য উপকূল – ৩ নম্বর সতর্ক সংকেত জারি ◈ ফিলিস্তিন-২ ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরাইলে ইয়েমেনি হামলা; উড়িয়ে দেওয়া হলো ইসরাইলি সামরিক আস্তানা ◈ ভিউকে কাজে লাগিয়ে চটকদার কথা বলে ফেসবুক-ইউটিউব থেকে ডলারও কামিয়েছো: নুর ◈ জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার মহা কাপুরুষ: ভেনেজুয়েলা প্রেসিডেন্ট  ◈ প্রিমিয়ার লিগ চ‌্যা‌ম্পিয়ন হওয়ায় মোহামেডানকে অভিনন্দন জানিয়ে ফিফা সভাপতির চিঠি ◈ ‌বি‌সি‌বিতে সভাপ‌তি হ‌য়ে আস‌ছেন  আ‌মিনুল ইসলাম বুলবুল!

প্রকাশিত : ২৬ মে, ২০২৫, ০৬:৪৫ বিকাল
আপডেট : ২৮ মে, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

‌পিএসএ‌লের শিরোপা জিতে ৬ কে‌া‌টি ৫ লাখ টাকা পেলো লাহোর কালান্দার্স

স্পোর্টস ডেস্ক ; রোববার (২৫‌মে) কোয়েটা গ্ল্যাডিয়টর্স ও লাহোর কালান্দার্সের মধ্যকার ফাইনাল দিয়ে পর্দা নেমেছে পিএসএলের। ফাইনালে কোয়েটাকে ৬ উইকেটে হারিয়ে শিরোপা জিতেছে শাহিন শাহ আফ্রিদির দল। ফাইনালে একমাত্র বাংলাদেশি হিসেবে ছিলেন রিশাদ হোসেন। একই দলে থাকলেও ফাইনালের একাদশে সুযোগ পাননি সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজ।

বর্তমানে পিএসএলের সবচেয়ে সফল দল লাহোর। শাহিন আফ্রিদির দল সবশেষ চার মৌসুমে তিনবারই শিরোপা জিতেছে। আর শিরোপা জিতে বেশ বড় অঙ্কের অর্থ পেয়েছেন তারা।

চ্যাম্পিয়ন হিসেবে পেয়েছে ৫ লাখ মার্কিন ডলার তথা ১৪ কোটি পাকিস্তানি রুপি জিতেছে লাহোর। যা বাংলাদেশি মুদ্রায় ৬ কোটি ৫ লাখ টাকার কাছাকাছি। রানার্স-আপ হওয়া কোয়েটা গ্লাডিয়েটর্স পেয়েছে ২ লাখ মার্কিন ডলার বা ৫ কোটি ৬০ লাখ পাকিস্তানি রুপি। বাংলাদেশি মুদ্রায় যা ২ কোটি ৪১ লাখ টাকার বেশি।

পিএসএলে এবারের মৌসুমে ব্যাট হাতে দুর্দান্ত ছিলেন হাসান নেওয়াজ। সব মিলিয়ে করেছেন ৩৯৯ রান। আর তাতেই প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট হয়েছেন কোয়েটার হয়ে খেলা আক্রমণাত্মক এ ব্যাটার। এর পাশাপাশি আরেকটি পুরস্কারও পেয়েছেন নেওয়াজ—একটি বিদ্যুচ্চালিত গাড়ি বিওয়াইডি সিল। এছাড়া সেরা ব্যাটসম্যানের পুরস্কার হিসেবে আরও ৩৫ লাখ পাকিস্তানি রুপিও জিতেছেন নেওয়াজ।

লাহোরকে শিরোপা জিতিয়ে সেরা বোলারের পুরস্কার পেয়েছেন শাহিন আফ্রিদি। দলটির তারকা এ পেসার পেয়েছেন ৩৫ লাখ রুপি। এছাড়া আবদুস সামাদ (সেরা ফিল্ডার), সিকান্দার রাজা (সেরা অলরাউন্ডার), মোহাম্মদ হারিস (সেরা উইকেটকিপার) এবং মোহাম্মদ নাঈমও (সেরা উদীয়মান) ৩৫ লাখ রুপি করে পেয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়