শিরোনাম
◈ ডিসেম্বরে জাতীয় নির্বাচন? সেনাপ্রধানের বার্তা ও রাজনৈতিক দলগুলোর চাপ বাড়ছে ◈ নতুন যুগে সাইবার আইন: বিতর্কিত ৯ ধারা বাদ দিয়ে ‘সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫’ জারি ◈ স্বপ্ন দেখে স্বপ্নভঙ্গের কষ্টই হয়তো এ দেশের ভাগ্য: আসিফ মাহমুদ ◈ বিদ্যুৎ বিল বকেয়া: বাংলাদেশকে চাপ দিচ্ছে আদানি পাওয়ার ◈ জাতীয় ঐক্য রক্ষা নিয়ে মিজানুর রহমান আজহারির পোস্ট ◈ ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন, লাশ নিয়ে পালাতে গিয়ে স্ত্রীসহ আটক (ভিডিও) ◈ অধ্যাপক ইউনূস ‘পদত্যাগের বিষয়ে ভাবছেন’: নাহিদ ইসলাম ◈ মুজিবের ছবি ছাড়াই নতুন নোট ছাড়ছে বাংলাদেশ ব্যাংক  ◈ বাংলাদেশের দুটি 'চিকেন নেক' কেটে দেব: আসাম রাজ্যের মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি ◈ হাজার হাজার ‘বাংলাদেশিকে’ ফেরত পাঠাতে চায় ভারত

প্রকাশিত : ২০ মে, ২০২৫, ০৫:৫৭ বিকাল
আপডেট : ২২ মে, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

ইডেন গা‌র্ডেন্স থেকে সরলো আইপিএল ফাইনাল, হ‌বে ন‌রেন্দ্র মো‌দি স্টে‌ডিয়া‌মে

স্পোর্টস ডেস্ক : আইপিএল ফাইনাল হচ্ছে না ইডেন গার্ডেন্সে। ৩ জুন আইপিএল ফাইনালের বল গড়াতে চলেছে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। প্লে অফের দুটি ম্যাচ হতে পারে মুল্লানপুরে। ১ জুনের কোয়ালিফায়ার ২ হবে আহমেদাবাদে। কোয়ালিফায়ার ওয়ান ও এলিমিনেটরের দিনক্ষণ যথাক্রমে ২৯ ও ৩০ মে। কলকাতায় বৃষ্টি হতে পারে, এই অজুহাতে ইডেন থেকে সরে গেল ফাইনাল। 

আইপিএলের উদ্বোধন হয়েছিল ইডেনে। শেষটাও হওয়ার কথা ছিল ইডেনেই। সবার নজরে ছিল ক্রিকেটের নন্দনকানন। কিন্তু ভারত-পাক সংঘাতের আবহে আইপিএল স্থগিত হয়ে যায়। তার পরে নতুন সূচি যখন ঘোষিত হয়, তখন থেকেই ইঙ্গিত পাওয়া যায় ফাইনাল সরে যাচ্ছে ইডেন থেকে। কলকাতা বঞ্চিত হচ্ছে, এই খবর ছড়িয়ে পড়ার পরে বিক্ষোভ মিছিলও দেখানো হয়। 

ফাইনাল ম্যাচ যেন না সরে ইডেন থেকে, তার জন্য মাঠে নেমেছিলেন সৌরভ গাঙ্গুলি। তাঁকে বলতে শোনা গিয়েছিল, ''না না, চেষ্টা চলছে। অত সহজে সরে যাওয়া যায়? বিক্ষোভ মিছিল করে কিছু হবে না। 

বিসিসিআইয়ের সঙ্গে কথা চলছে। বিসিসিআইয়ের সঙ্গে সিএবির সম্পর্ক খুব ভাল। সব ঠিক হবে। কলকাতায় শেষ হোম ম্যাচ ৭ মে হয়ে গিয়েছে। কলকাতার কোনও হোম গেম বাকি নেই। তাই ইডেন তালিকায় নেই। 

কেকেআরের কয়েকটা ম্যাচ বাকি থাকলে ইডেনের নামও তালিকায় থাকত। সেই কারণে লিগ পর্বে ইডেনকে রাখা হয়নি। ইডেনে প্লে অফ ছিল। আশা করছি সবকিছু ঠিকঠাক হবে। প্লে অফ এবং ফাইনাল ইডেনে হওয়ার বিষয়ে আশাবাদী।'' 

বিসিসিআই-কে চিঠি পাঠিয়ে সিএবি জানিয়েছিল, ৩ জুন ফাইনাল করতে তারা সব দিক থেকেই প্রস্তুত রয়েছে। কিন্তু ফাইনাল সেই বেরিয়েই গেল সিএবির হাত থেকে। ফাইনালের বল আর গড়াচ্ছে না কলকাতায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়