শিরোনাম
◈ ধর্মীয় সম্প্রীতির নামে সংঘাত, স্বর্ণমন্দিরে হামলা অভিযোগ নতুন রাজনৈতিক উত্তেজনার ঝুঁকি ◈ বালুরঘাটের আত্রাই নদীতে বাঁধ ধসে বিপাকে স্থানীয়রা, প্রভাব পড়বে বাংলাদেশে ◈ আইন নিজের হাতে নিলে কঠোর ব্যবস্থা: ডিএমপির সতর্কবার্তা ◈  ‘মব’ সন্ত্রাস বাড়ছে, পুলিশও মবের শিকার, অপপ্রচারে বিভ্রান্ত জনগণ ◈ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উচ্চপর্যায়ের বৈঠক ◈ স্টারলিংকের আনুষ্ঠানিক যাত্রা শুরু হওয়ায় প্রধান উপদেষ্টার অভিনন্দন  ◈ স্টারলিংকের মাধ্যমে স্যাটেলাইট ইন্টারনেটের প্রবেশ করলো বাংলাদেশ, ডেটা ব্যবহারে কোনও সীমা বা লিমিট নেই ◈ বাংলাদেশ ফুটবল দলের ফ্লাইট বৈরী আবহাওয়ার কার‌ণে ফি‌রে গেলো কলকাতায় ◈ সুপরিকল্পিতভাবে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র হচ্ছে: মির্জা ফখরুল (ভিডিও) ◈ ইডেন গা‌র্ডেন্স থেকে সরলো আইপিএল ফাইনাল, হ‌বে ন‌রেন্দ্র মো‌দি স্টে‌ডিয়া‌মে

প্রকাশিত : ২০ মে, ২০২৫, ১০:৪০ দুপুর
আপডেট : ২০ মে, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

রো‌হিত শর্মা  নিজের চার কোটি টাকার গাড়ি দিয়ে দিলেন অনলাইন গে‌মিং বিজয়ীকে!

স্পোর্টস ডেস্ক : আইপিএল শুরুর আগে একটি বিজ্ঞাপনে প্রতিশ্রুতি দিয়েছিলেন রোহিত শর্মা। কথা দিয়েছিলেন, অনলাইন গেমিং সংস্থার প্রতিযোগিতায় বিজয়ীকে পুরস্কার হিসাবে দেবেন নিজের প্রিয় গাড়ি। সোমবার বিজয়ীর হাতে সত্যিই নিজের প্রিয় গাড়ির চাবি তুলে দিলেন রোহিত।

রোহিতের ব্যক্তিগত সংগ্রহে থাকা গাড়িগুলির মধ্যে তাঁর অন্যতম প্রিয় ল্যাম্বরঘিনি উরুস। নীল রঙের প্রায় চার কোটি টাকার গাড়িটি রোহিত নিজেই চালাতেন। সেই প্রিয় গাড়িটিই দিয়ে দিলেন। যে গাড়ির রেজিস্ট্রেশন নম্বরের শেষে রয়েছে ‘২৬৪’। উল্লেখ্য, এক দিনের ক্রিকেটে রোহিতের সর্বোচ্চ রান ২৬৪। -- আনন্দবাজার

সোমবার ( ১৯‌মে)এক অনুষ্ঠানে বিজয়ীর হাতে তুলে দিয়েছেন নিজের গাড়ি। রোহিতের গাড়ির চাবি তুলে দেওয়ার ভিডিয়ো ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। বিজ্ঞাপন দেখে ক্রিকেটপ্রেমীরা মনে করেছিলেন, অনলাইন গেমিং সংস্থাটি হয়তো বিজয়ীকে উপহার হিসাবে ল্যাম্বরগিনি উরুস দেবে। সেই গাড়িটির রং হতে পারে রোহিতের গাড়িটির মতোই নীল।
বিজ্ঞাপনে দেখা গিয়েছিল, রোহিত নিজের গাড়িটি বিজয়ীর হাতে তুলে দিয়ে অটো ধরে বাড়ি ফিরছেন। সোমবার দেখা গেল অনেকটা তেমনই। রেজিস্ট্রেশন নম্বর দেখেই বোঝা গিয়েছে বিজ্ঞাপনে দেওয়া প্রতিশ্রুতি মতো নিজের প্রিয় গাড়িটিই উপহার দিয়েছেন রোহিত। বাড়ি ফেরার জন্য অবশ্য তাঁকে অটো ধরতে হয়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়