শিরোনাম
◈ বাংলাদেশের প্রতি বিশ্বের আস্থা বাড়ছে: প্রধান উপদেষ্টা ◈ নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ, কাল বিক্ষোভে নামছে এনসিপি (ভিডিও) ◈ ধর্মীয় সম্প্রীতির নামে সংঘাত, স্বর্ণমন্দিরে হামলা অভিযোগ নতুন রাজনৈতিক উত্তেজনার ঝুঁকি ◈ পশ্চিমবঙ্গের আত্রাই নদীতে বাঁধ ধসে বিপাকে স্থানীয়রা, প্রভাব পড়বে বাংলাদেশে ◈ আইন নিজের হাতে নিলে কঠোর ব্যবস্থা: ডিএমপির সতর্কবার্তা ◈  ‘মব’ সন্ত্রাস বাড়ছে, পুলিশও মবের শিকার, অপপ্রচারে বিভ্রান্ত জনগণ ◈ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উচ্চপর্যায়ের বৈঠক ◈ স্টারলিংকের আনুষ্ঠানিক যাত্রা শুরু হওয়ায় প্রধান উপদেষ্টার অভিনন্দন  ◈ স্টারলিংকের মাধ্যমে স্যাটেলাইট ইন্টারনেটের প্রবেশ করলো বাংলাদেশ, ডেটা ব্যবহারে কোনও সীমা বা লিমিট নেই ◈ বাংলাদেশ ফুটবল দলের ফ্লাইট বৈরী আবহাওয়ার কার‌ণে ফি‌রে গেলো কলকাতায়

প্রকাশিত : ২০ মে, ২০২৫, ১০:০৬ রাত
আপডেট : ২১ মে, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চিরতরে কালো টাকা সাদা করার সুযোগ বাতিল করুন: অন্তর্বর্তী সরকারকে টিআইবি

প্রত্যক্ষ ও পরোক্ষ কালো টাকা সাদা করার যেকোনো সুযোগ অধ্যাদেশের মাধ্যমে চিরতরে বাতিল করা উচিত। দুর্নীতিবিরোধী আন্তর্জাতিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এক বিবৃতিতে মঙ্গলবার একথা বলেছে।  

বিবৃতিতে বলা হয়, আগে ১৫ শতাংশ কর দিয়ে কালো টাকা সাদা করার সুযোগ ছিল। কিন্তু অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর সেটি বাতিল করে। এটি ইতিবাচক। তবে আরও কয়েকটি দুর্নীতিসহায়ক, অসাংবিধানিক ও বৈষম্যমূলক বিধান এখনো রয়ে গেছে। অবিলম্বে তা বাতিল করে দৃষ্টান্ত স্থাপন করতে হবে।

বিবৃতিতে আরও বলা হয়, স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত দেশে ২১ বার কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হয়েছিল। কিন্তু এ ধরনের সিদ্ধান্ত অনৈতিক, অসাংবিধানিক ও বৈষম্যমূলক। এর ফলে সৎ করদাতারা নিরুৎসাহিত এবং দুর্নীতি পুরস্কৃত হয়। সর্বশেষ ২০২৪-২৫ অর্থবছরে কর্তৃত্ববাদী সরকারের বাজেটেও বিনা প্রশ্নে কালো টাকা সাদা করার সুযোগ ছিল। তবে অন্তর্বর্তী সরকার ১৫ শতাংশ কর দিয়ে কালো টাকা বিনিয়োগের সুযোগ বাতিল করে। এই ঘোষণা বৃহত্তর সংস্কারের প্রাথমিক ধাপ।

টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, অর্থ উপদেষ্টার কালো টাকা সাদা করার সুযোগ বন্ধের প্রতিশ্রুতি আশান্বিত করেছে। তবে আমরা উদ্বেগের সঙ্গে সরকারকে মনে করিয়ে দিতে চাই, আয়কর আইন ২০২৩-এ অপ্রদর্শিত টাকা বৈধ করার নামে কালো টাকা বৈধ করার তিনটি বিধান এখনো বিদ্যমান। তাই কালো টাকা সাদা করার যেকোনো সুযোগ অধ্যাদেশের মাধ্যমে চিরতরে বাতিল করা উচিত। উৎস: যুগান্তর।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়