শিরোনাম
◈ শ্রীলঙ্কার কা‌ছে আফগা‌নিস্তান হে‌রে যাওয়ায় সুপার ফো‌রে খেলার সু‌যোগ পে‌লো বাংলাদেশ ◈ বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে টিউলিপের মিথ্যাচার, নতুন সংকটে স্টারমার: ডেইলি এক্সপ্রেসের রিপোর্ট ◈ শুধু অতীতের নয়, বর্তমানের দুর্নীতি থামাতেও নজর দিতে হবে: বিদ্যুৎ উপদেষ্টা ◈ বাংলাদেশ ও চীন সহযোগিতামূলক অংশীদারিত্বকে এগিয়ে নিতে একসাথে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা  ◈ সাফ চ‌্যা‌ম্পিয়নশী‌পে নেপালকে ৪-০ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ শ্রীলঙ্কার প্রতি বাংলা‌দে‌শের সমর্থন, চোখ এড়ায়নি লঙ্কান ক্রিকেট বোর্ডের ◈ আফগানিস্তান-শ্রীলংকা ম্যাচের ফল যেমন হলে লাভ বাংলাদেশের ◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয় বিএনপি : সিঙ্গাপুর থেকে দেশে ফিরে মির্জা ফখরুল

প্রকাশিত : ২০ মে, ২০২৫, ০৯:৪৩ রাত
আপডেট : ০৯ আগস্ট, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ক্যানসার শনাক্তের পর সামাজিক মাধ্যমে যা লিখলেন বাইডেন

সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ক্যানসার আক্রান্তের খবর সামনে আসার পর তার প্রতি সহানুভূতি জানিয়ে বার্তা দিয়েছেন অনেকেই। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যে সমর্থনের বার্তা এসেছে, তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বাইডেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। 

 স্থানীয় সময় সোমবার (১৯ মে) বিকেলে সামাজিক মাধ্যম এক্সে বাইডেন লিখেছেন, ‘ক্যানসার আমাদের সকলকে স্পর্শ করছে।’ 
 
তিনি আরও লেখেন, আপনাদের অনেকের মতো, জিল (সাবেক ফার্স্ট লেডি) এবং আমিও শিখেছি যে আমরা কঠিন পরিস্থিতিতেই সবচেয়ে শক্তিশালী। ভালোবাসা এবং সমর্থন দিয়ে আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ।
 
গেল রোববার বাইডেনের কার্যালয় থেকে জানানো হয়, সাবেক এই প্রেসিডেন্ট প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত, যা তার হাড়েও ছড়িয়ে পড়েছে। 
 
 তবে এ খবর সামনে আসার পর, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থাকাকালে বাইডেনের স্বাস্থ্য সংক্রান্ত আলোচনা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।
 
বাইডেনের ক্যানসার শনাক্তের খবরে ‘দুঃখ’ প্রকাশ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু পরে তিনি প্রশ্ন তুলেছেন, বাইডেনের দল কি তার অসুস্থতা সম্পর্কে আগে থেকেই জানত এবং জনসাধারণের কাছ থেকে খবরটি গোপন করেছিল?
 
সোমবার বিকেলে হোয়াইট হাউসে তিনি বলেন, ‘আমি অবাক হয়েছি যে জনসাধারণকে আগে বিষয়টি সম্পর্কে অবহিত করা হয়নি। কারণ, ক্যানসার এই পর্যায়ে পৌঁছাতে অনেক সময় লাগে।’ 
 
তিনি আরও বলেন, ‘এটা নিয়ে আমার খুব খারাপ লাগছে। আর আমার মনে হয় মানুষের উচিত জানার চেষ্টা করা যে আসলে কী হয়েছে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়