চাঁপাইনবাবগঞ্জে পৃথক স্থানে বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। এতে তিনটি গরুও মারা যায়। মঙ্গলবার (২০ মে) বিকেলে বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে এ হতাহতের ঘটনা ঘটে।
নিহতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ পৌর সভার চরমোহনপুর এলাকার মেঘু মন্ডলের ছেলে খাইরুল ইসলাম (৪৫), সুন্দরপুর নয়ালাভাঙ্গা এলাকার মৃত বিশু হাজীর ছেলে তাজবুল ইসলাম (৪৭) ও বহরম হঠাৎপাড়া এলাকার মৃত বেলাল উদ্দিনের ছেলে জালাল উদ্দিন (৩৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ধান কাটার সময় বজ্রপাতে আহত হন খাইরুল ইসলাম, তাকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। অন্যদিকে মাঠে থাকা গরু আনতে গিয়ে মারা যান তাজবুল ইসলাম। এ সময় ওই মাঠে থাকা তিনটি গরুও মারা যায়। অন্যদিকে ৪নং বাঁধ এলাকায় মাঠে কাজ করার সময় বজ্রপাতে মারা যান জালাল উদ্দিন।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানান, বজ্রপাতে নিহতদের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।