শিরোনাম
◈ `আমার সোনার বাংলা' কীভাবে ও কেন বাংলাদেশের জাতীয় সংগীত হলো? ◈ বেতন বৈষম্য কমাতে নতুন মহার্ঘভাতা পরিকল্পনায় সরকার ◈ ঢাকা বিশ্ববিদ্যালয়: স্বাধীনতার পর ৭৬ খুন, বিচার হয়নি ◈ বাংলাদেশ-জাপান বৈঠকে আসছে তিস্তা-মাতারবাড়ি-বে অব বেঙ্গল ও চীনের ভূমিকা ◈ কিনতে এসে অভিনব কায়দায় দোকান থেকে ‘১০০ ভরি স্বর্ণ’ নিয়ে পালালেন ৫ নারী (ভিডিও) ◈ জবি শিক্ষার্থীরা দাবি আদায় না হওয়া পর্যন্ত কাকরাইল মোড় ছাড়বে না (ভিডিও) ◈ আমরা ১৯৭১ সালের যুদ্ধের প্রতিশোধ নিয়েছি: পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ◈ এরশাদের বউ বিদিশার গাড়ি রং সাইডে, ভিডিও ভাইরাল! ◈ উপদেষ্টা মাহফুজ আলমের মাথায় বোতল নিক্ষেপ করলেন যে ব্যক্তি (ভিডিও) ◈ উপদেষ্টা মাহফুজের সঙ্গে যা হয়েছে, এর জন্য আপনাদের প্রতি ধিক্কার : সারজিস আলম

প্রকাশিত : ১৪ মে, ২০২৫, ০৯:৪০ সকাল
আপডেট : ১৫ মে, ২০২৫, ০৯:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

ফিফার কংগ্রেসে যে‌তে পার‌লেন না কিরন, বিমানবন্দর থে‌কে ফেরত পাঠা‌নো হ‌লো

স্পোর্টস ডেস্ক : আগামী ১৫  মে প্যারাগুয়েতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফিফার ৭৫তম কংগ্রেস। প্যারাগুয়ে ফুটবল ফেডারেশনের ফিফা সদস্যপদ লাভের শতবর্ষ পূর্তি উপলক্ষে আয়োজিত এই কংগ্রেসে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) থেকে অংশ নেয়ার কথা ছিল সভাপতি তাবিথ আউয়াল, সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার এবং নির্বাহী সদস্য মাহফুজা আক্তার কিরণের।

তবে নির্ধারিত সময় অনুযায়ী সোমবার (১৩ মে) ভোররাতে অন্যরা প্যারাগুয়ের উদ্দেশে ফ্লাইট ধরলেও শেষ মুহূর্তে বিমানবন্দর থেকে বাসায় ফিরে যান মাহফুজা আক্তার কিরণ। বিষয়টি দুপুরের পর থেকেই ফুটবল অঙ্গনে আলোচনার জন্ম দেয়। ফেডারেশনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য না আসায় রহস্য আরও ঘনীভূত হয়। -- চ‌্যা‌নেল২৪

ফেডারেশনের একাধিক কর্মকর্তাও নাম প্রকাশ না করার শর্তে বিষয়টি নিশ্চিত করেন। ফিফা ও এএফসির মতো গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক আসরে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে একজন কর্মকর্তা কেন যেতে পারলেন না, তা নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে।

উল্লেখ্য, মাহফুজা আক্তার কিরণ পূর্বে ফিফা কাউন্সিল সদস্য ছিলেন এবং বর্তমানে এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। সম্প্রতি মালয়েশিয়ায় এএফসি এবং শ্রীলঙ্কায় সাফ কংগ্রেসে তার উপস্থিতি ছিল লক্ষ্যণীয়। তাই প্যারাগুয়ের ফিফা কংগ্রেসে তার অনুপস্থিতি নিয়ে গুঞ্জন ছড়িয়েছে ফুটবলপাড়ায়।

ফিফার মতো বিশ্বসংস্থার সভায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করা একজন কর্মকর্তার হঠাৎ করে না যাওয়া নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ একটি বিষয়। এ বিষয়ে বাফুফে ও সংশ্লিষ্টদের পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য না আসা আরও প্রশ্নের জন্ম দিচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়