শিরোনাম
◈ কাতারের ৪০০ মিলিয়ন ডলারের বিমান 'উপহার': ট্রাম্পের বিপক্ষে যাচ্ছেন তার সমর্থকরাও ◈ দুই ম্যাচ আ‌গেই সৌ‌দি প্রো লি‌গে শিরোপা জিতলো আল ই‌তিহাদ ◈ পাবনায় কবরস্থান কমিটির সভাপতি নিয়ে বিএনপির দ্বন্দ্ব, নির্বাচন ঘিরে তুমুল প্রচারণা ও উত্তেজনা ◈ বাংলাদেশে জাপানি বিনিয়োগে প্রতারণা, ফিরে যাচ্ছেন কাওরি ফুনাহাশি! ◈ ভুটান উই‌মেন্স লি‌গে পা‌রো এফ‌সি‌র ২৮ গোলে জয়, ৭ হ্যাটট্রিকসহ ২৫ গোল ক‌রে‌ছেন বাংলাদেশিরা ◈ স্প‌্যা‌নিশ লা লিগা চ্যাম্পিয়ন বার্সেলোনা ◈ কারও জন্য ওয়াটার স্প্রে আর কাউকে লাঠিপেটা- সড়কে আন্দোলন নিয়ে সরকারের ভিন্ন আচরণ কেন? ◈ চার দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা জবির শিক্ষক-শিক্ষার্থীদের, বাদ জুমা গণঅনশন ◈ জুলাই থেকে ইন্টারনেটের দাম ২০ শতাংশ কমবে ◈ পাক-ভারত যুদ্ধবিরতি নিয়ে নতুন সিদ্ধান্ত

প্রকাশিত : ১৪ মে, ২০২৫, ০৯:৩৮ সকাল
আপডেট : ১৫ মে, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রাজিলের নতুন কোচ আনচেলত্তি মা‌সে ১০ কো‌টি ৩০ লাখ টাকা বেতন পা‌বেন

স্পোর্টস ডেস্ক : অবশেষে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের কোচ হলেন ইতা‌লিয়ান কার্লো আনচেলত্তি। যদিও অনেক দিন ধরেই তার সার্ভিস পেতে মরিয়া ছিল সেলেসাওরা।শেষ পর্যন্ত সেই  অপেক্ষার সমাপ্তি ঘটল। আগামী ২৬ মে থেকেই প্রথমবারের মতো ব্রাজিলের জাতীয় দলের ডাগআউটে নিজের দায়িত্ব পালন করবেন এই ইতালিয়ান কোচ। অর্থাৎ দীর্ঘ ৬০ বছর পর কোনো বিদেশি কোচের অধীনে খেলবে ভিনিসিউসরা।

আগেই জানা গিয়েছিল, জাতীয় দলের হিসেবে ইতিহাসের সবচেয়ে দামি কোচ হতে যাচ্ছেন আনচেলত্তি। তবে কত টাকায় ব্রাজিলে পা রাখছেন এই অভিজ্ঞ কোচ? এই খবর জানা গেছে স্প্যানিশ গণমাধ্যম দিয়ারিও এএস এবং ব্রাজিলিয়ান গণমাধ্যম গ্লোবোতে। আপাতত মাসিক ৮ লাখ ৫০ হাজার ইউএস ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১০ কোটি ৩০ লাখ টাকা পাচ্ছেন তিনি। যা বার্ষিক হিসাব করলে দাঁড়ায় ১০ মিলিয়ন ডলার বা প্রায় ১২১ কোটি ২০ লাখ টাকা।
শুধু তাই নয়, এর সাথে আছে বোনাসের অঙ্ক। ব্রাজিলকে ২০২৬ বিশ্বকাপ জেতাতে পারলে আরও ৫ মিলিয়ন ইউএস ডলার পাবেন আনচেলত্তি।

ইএসপিএনের খবর অনুযায়ী, আগের দুই কোচ তিতে ও দোরিভাল জুনিয়রের বেতনের তুলনায় দ্বিগুণের বেশি বেতন পাচ্ছেন এই ইতালিয়ান কোচ।

বেতন-বোনাসের বাইরেও আরও অনেক সুবিধা পেতে যাচ্ছেন ৫টি চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জেতা এই কোচ। রিও ডি জেনেইরো-তে পাবেন একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট, যার পুরো অর্থ পরিশোধ করবে ব্রাজিলিয়ান ফুটবল কর্তৃপক্ষ। বিদেশ ভ্রমণের জন্য পাবেন একটি প্রাইভেট জেট। সিবিএফের অর্থায়নে একটি আন্তর্জাতিক স্বাস্থ্য বিমার সুবিধা পাওয়ার পাশাপাশি থাকছে জীবন বিমার সুবিধাও।

আগামী জুনে বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচে ইকুয়েডর এবং প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে ব্রাজিলের কোচ হিসেবে যাত্রা শুরু করবেন ইউরোপের টপ ফাইভ লিগের সব কটি শিরোপা জেতা কোচ আনচেলত্তি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়