শিরোনাম
◈ নির্বাচ‌নের পর নতুন সরকা‌রে শেখ হাসিনা ইস্যুতে বাংলাদেশ-ভারত সম্পর্কে কতটা প্রভাব ফেলবে? ◈ নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল, চতুর্দশ জাতীয় নির্বাচন থেকে কার্যকর ◈ এ‌শিয়া কাপ রাই‌জিং স্টার টুর্না‌মে‌ন্টের সেমিফাইনালে বাংলাদেশ  ◈ বিশ্বকা‌পে বাংলা‌দেশের প্রথম ম‌্যাচ ভার‌তের বিরু‌দ্ধে ১৭ জানুয়া‌রি  ◈ টেস্ট ক্রিকে‌টে কোচ থে‌কে কি সরানো উচিত ‌গৌতম গম্ভীরকে? যা বল‌লেন সৌরভ গাঙ্গু‌লি ◈ যুদ্ধবিরতির মধ্যেই গাজায় আইডিএফের হামলায় নিহত ২৮, আহত কমপক্ষে ৭৭ ◈ আন্তর্জাতিক বাহিনী আসছে গাজায়, নিয়ন্ত্রণ হারাতে যাচ্ছে হামাস ◈ সমৃদ্ধ গণতন্ত্র নিশ্চিত করতে বাংলাদেশের পাশে কমনওয়েলথ: ঢাকায় আসছেন মহাসচিব ◈ তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আপিল বিভাগের রায় আজ ◈ স্নাইপার সাফারি: অর্থের বিনিময় মানুষ গুলি করার ‘খেলা’ চালানোর অভিযোগ উঠেছে তিন দশক পর (ভিডিও)

প্রকাশিত : ০৮ মে, ২০২৫, ০৬:০৭ বিকাল
আপডেট : ২৯ জুলাই, ২০২৫, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

পিএসএলের একাদশে নাহিদ রানার না থাকার কারণ জানা‌লেন কোচ মুস্তাক আহ‌মেদ

স্পোর্টস ডেস্ক ; নিজ দে‌শের মা‌টি‌তে জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্ট খেলে গত ২৭ এপ্রিল পা‌কিস্তান সুপার লিগ ( ‌পিএসএল ) খেল‌তে পেশাওয়ার জালমি শিবিরে যোগ দিয়েছেন নাহিদ রানা। কিন্তু প্রথমবার বিদেশি লিগে খেলতে গিয়ে এখনও পর্যন্ত মাঠে নামার সুযোগ পাননি তিনি। এ সময়ের মধ্যে পেশাওয়ার জালমি তিনটি ম্যাচ খেললেও একটিতেও একাদশে জায়গা হয়নি বাংলাদেশের এই ফাস্ট বোলারের। 

 নাহিদের না খেলার পেছনে সবচেয়ে বড় কারণ হিসেবে উঠে এসেছে ইংলিশ পেসার লুক উডের দুর্দান্ত ফর্ম। বিষয়টি স্বীকার করেছেন পেশাওয়ার জালমির স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদও। দেশের এক গণমাধ্যমে মুশতাক বলেন, 'আমার মনে হয় লুক উড একটা বড় কারণ নাহিদের না খেলার পেছনে। আপনি চাইবেন না যে ভালো খেলছে, তাকে বসিয়ে দিতে।

তবে নাহিদকে নিয়ে হতাশার কিছু দেখছেন না মুশতাক আহমেদ, বরং নাহিদের সম্ভাবনা নিয়ে দারুণ আশাবাদী এই পাক কিংবদন্তি। তার ভাষ্যে, 'নাহিদ রানা খুবই ভালো একজন বোলার। আমি বাংলাদেশেও তার সঙ্গে কাজ করেছি। তার মনোভাব ও টিম স্পিরিট অসাধারণ। আমি নিশ্চিত, সুযোগ পেলে সে সেরাটা দেবে।

আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার শুরু করেছেন এক বছর আগে। বাংলাদেশের জার্সিতে সবমিলিয়ে খেলেছেন মাত্র ১০ ম্যাচ, তবে এখনই তারকাখ্যাতি পেতে শুরু করেছেন নাহিদ রানা। বল হাতে গতির ঝড় তুলে ইতোমধ্যেই ক্রিকেট বিশ্বের নজর কেড়েছেন তরুণ এই পেসার। লাল-সবুজের জার্সিতে দ্যুতি ছড়িয়ে প্রথমবারের মতো ডাক পেয়েছেন বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে। 

নাহিদের বোলিংয়ে মুগ্ধতার কথা জানিয়ে মুশতাক আহমেদ আরও যোগ করেন, 'নাহিদ আন্তর্জাতিক মানের ম্যাচ উইনার। তার গতি, মনোভাব এবং শেখার আগ্রহ অসাধারণ। সে খুবই স্মার্ট একজন বোলার, দ্রুত শিখতে পারে। আমার বিশ্বাস, শুধুমাত্র একটি প্ল্যাটফর্ম পেলেই সে নিজেকে প্রমাণ করতে পারবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়